Tag Archives: PM Narendra Modi

PM Narendra Modi: রবিবার সরগরম! ভোটের আগে ফের বাংলায় মোদি, একইদিনে পরপর চার সভা

কলকাতা:  লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নবম বারের জন্য রাজ্যে প্রচার কর্মসূচিতে এসেছেন মোদি। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে রাজভবনে থেকে টানা পরপর চারটি সভা করবেন  মোদি। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা। সম্প্রতি একই দিনে পরপর চারটি সভা মোদি করেননি। এদিন সকালে রাজভবন থেকে বেরিয়ে বিশেষ হেলিকপ্টারে করে ব্যারাকপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা করবেন প্রথমে।

ব্যারাকপুরে সভা শেষ করে সরাসরি যাবেন হুগলির চুঁচুড়ায়। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে দ্বিতীয় সভা করবেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে সরাসরি যাবেন আরামবাগে। বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে ওই সভা। মোদীর চতুর্থ এবং দিনের শেষ সভাটি হবে হাওড়া জেলার সাঁকরাইলে। বিকেল ৪টে নাগাদ এই সভাস্থলে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। এই সভা থেকে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার করবেন তিনি। প্রধানমন্ত্রী আজ যে চার কেন্দ্রে প্রচার করবেন, তার সব ক’টিতেই আগামী ২০ মে ভোটগ্রহণ।

আরও পড়ুন: ভোটে দাঁড়াতে বলায় কী বলেছিলেন রচনা, কীভাবে রাজি করালেন? ফাঁস করলেন মমতা

রাজ্যে এসে ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে একাধিক ইস্যুতে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় রাজ্যে একের পর এক প্রকল্পে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।রাজনীতিকদের মতে, রবিবারের এই চারটি সভা থেকে  রাজ্য সরকারকে করা আক্রমণ করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দুর্নীতি ইস্যুতেও সরব হতে পারেন। সেই দিক থেকে রবিবারের এই সভাগুলি নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

PM Modi’s Reply to Opposition on Article 370 & CAA: ‘৩৭০ ধারা ফিরিয়ে এনে দেখাক’, বিরোধীদের খোলা চ্যালেঞ্জ মোদির, স্পষ্ট কথা CAA নিয়েও

নয়াদিল্লি:  ‘‘কংগ্রেস বা অন্য কোনও দল যদি পারে, ৩৭০ ধারা ফিরিয়ে এনে দেখাক”। নিউজ 18 নেটওয়ার্ককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই ভাষাতেই বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি জানিয়ে দিলেন, সিএএ কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়।

জম্মু ও কাশ্মীরের নেতারা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন লাগুর অনুমতি তাঁরা দেবেন না। এই প্রসঙ্গে মোদি বলেন, “প্রথমত, যাঁরা সংবিধান বোঝেন, যাঁরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে জানেন এবং কার কতটা এখতিয়ার, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে, তাঁরা কখনও এই ধরনের মন্তব্য করবেন না। কারণ এটা তাঁদের এখতিয়ারের মধ্যে পড়ে না। মোদি যদি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হন, তিনি এমন কাজ করতে পারেন না। এটা কেন্দ্রীয় সরকারের কাজ। রাজ্যের পরিধির মধ্যে যা আসে, সেটা রাজ্য সরকার দেখবে। কিন্তু মানুষকে বোকা বানানোটা আজকাল ট্রেন্ড – তাঁদের অন্ধকারে রাখা। এই কারণেও ওঁরা এসব বলছে”।

এরপর ৩৭০ ধারা নিয়ে কংগ্রেস এবং বিরোধী দলগুলিকে চ্যালেঞ্জ জানান মোদি। তিনি বলেন, “দ্বিতীয়ত আমি চ্যালেঞ্জ করছি, কংগ্রেস পার্টি একটা সাংবাদিক সম্মেলন করে বলুক, ক্ষমতায় এলে তারা ৩৭০ ধারা ফিরিয়ে আনবে। ওরা সংবিধান নিয়ে বড় বড় কথা বলে। বাবাসাহেব আম্বেদকরের কথা বলে। আমাদের গালিগালাজ করে। কিন্তু বাবাসাহেব আম্বেদকরের সংবিধান গোটা দেশে লাগু ছিল না। গত ৭০ বছর ধরে জম্মু ও কাশ্মীর ভারতীয় সংবিধানের আওতার বাইরে ছিল। সেখানে দলিতরা প্রথমবার (৩৭০ ধারা রদের পর) সংরক্ষণের সুবিধা পাচ্ছে। বাল্মীকি সম্প্রদায় প্রথমবার সংরক্ষণের সুবিধা পাচ্ছে। কীসের এত কথা বলছে ওরা? ওদের কি সাংবাদিক সম্মেলন করে বলার সাহস আছে, “আমরা ৩৭০ ধারা ফিরিয়ে আনব? কোনও দল কি এমন সাহস দেখাতে পারে”?

আরও পড়ুন : ‘আমাকেই সত্যটা সামনে আনতে হল…’ কংগ্রেসের ইস্তেহার নিয়ে একান্ত সাক্ষাৎকারে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

২০২৪ সালের মার্চ মাসে সিএএ কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এবং পার্সি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়াই এই বিলের উদ্দেশ্য। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ইস্তেহারে সিএএ লাগুর ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু এই বিলে মুসলিমদের বাদ দেওয়ায় মোদি সরকারের তীব্র সমালোচনা করে বিরোধীরা। যদিও সরকার বলছে, এই আইন মুসলিমদের বিরুদ্ধে নয় বা এই আইনে কোনও মুসলিমের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না। এর আগে কেন্দ্র সরকার জানিয়েছিল, অসমে এনআরসি-তে যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন।

 

এরপর ২০১৯ সালের ৫ অগাস্ট তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংবিধানের ৩৭০ ধারা রদের বিলে স্বাক্ষর করেন। ধারা ৩৭০-এর বলেই জম্মু ও কাশ্মীর বিশেষ মর্যাদা পেয়েছিল। এর অর্থ হল, জম্মু ও কাশ্মীরে আর পৃথক সংবিধান কার্যকর থাকবে না। এবং কেন্দ্রীয় সরকার নতুন করে রাজ্যের বিন্যাস করার ক্ষমতা অর্জন করে। জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে কেন্দ্র। সেখানকার রাজ্যপাল হন লেফটেন্যান্ট গভর্নর।

PM Modi: CAA-নিয়ে আশ্বাসবাণী মোদির! মালদহের সভা থেকে ‘গ্যারান্টি’… কারও নাগরিকত্ব যাবে না

মালদহ: দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। আর তারই মধ্যে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহ উত্তরে নির্বাচনী সভা থেকে ফের সিএএ নিয়ে সোচ্চার মোদির বার্তা সিএএ লাগু হওয়ায় কারও নাগরিকত্ব যাবে না।

একইসঙ্গে এদিন বাংলায় উন্নয়নের পথে বাঁধা হিসেবে তৃণমূলকে দায়ী করেন মোদি। প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়েও প্রধানমন্ত্রী দায়ী করেন বাংলার শাসক দলকেই। তাঁর কথায়, তৃণমূলের দুর্নীতির খেসারত দিচ্ছে বাংলার যুব সম্প্রদায়। এদিন বাংলায় নিয়োগ কেলেঙ্কারি নিয়ে একের পর এক তোপ দাগেন মোদি।

শুক্রবার উত্তরবঙ্গে তিন জেলায় ভোট চলাকালীন মালদহ উত্তরে প্রধানমন্ত্রী বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে সভা করেন মোদি। মোদিকে দেখতে ছিল জনজোয়ার। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে সমাবেশ ছিল আজ।

‘৪ জুন ৪০০ পার..!’ বালুরঘাট থেকে ‘গ্যারান্টি’ পূরণ হওয়ার গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী মোদি

বালুরঘাট: ‘বাংলায় বিকাশের জয় হবেই’। বালুরঘাটে লোকসভা ভোটের প্রচার সভা থেকে শ্লোগান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালুরঘাট বিমানবন্দর থেকে শুরু করে আদিবাসী দলিত ও মহিলাদের উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি পূরণের একাধিক আখ্যান দেওয়ার পাশাপাশি ইডি সিবিআই এর রাজ্যে বারংবার হেনস্থা নিয়ে সোচ্চার হন মোদি।

আগামী ৪ জুন কী হবে লোকসভা ভোটে বিজেপির ফল তা নিয়েও ভবিষ্যৎবাণী করেন মোদি। তাঁর কথায়, “৪ জুন ৪০০ পার। মোদির গ্যারান্টি হল গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি। প্রধানমন্ত্রী আরও বলেন, “বালুরঘাট বিমানবন্দরের জন্য বিজেপি অনেক চেষ্টা করেছে কিন্তু এখানকার তৃণমূল সরকারের ইচ্ছেই নেই বালুরঘাটে এয়ারপোর্ট তৈরি হোক। গত ১০ বছরে বাংলায় তৃণমূলের প্রবল বাধা সত্বেও উন্নয়নে বাংলার পাশে থেকেছে কেন্দ্র এমনটাই জোরালো দাবি মোদির।

আরও পড়ুন: ঘরে বসে মোবাইলেই চেক করে নিন Voter List-এ নাম, দৌড় ঝাঁপ দরকার নেই, এইখানে জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

বালুরঘাট থেকেই সাংসদ তথা প্রার্থী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাই বালুরঘাট থেকে মোদির এই সভা লোকসভা ভোটের প্রচারে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ সঞ্চার করেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Modi-Mamata Lok Sabha Election: ৪ এপ্রিল মোদি-মমতা ঝড় উত্তরবঙ্গে! একইদিনে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সভা কোচবিহারে

কলকাতা: রবিবার কৃষ্ণনগর থেকে নির্বাচনী জনসভা শুরু করলেও আগামী চার তারিখ উত্তরবঙ্গেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করবেন কোচবিহারের মাথাভাঙায়। আবার ওই দিনই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে থাকছে খোদ প্রধানমন্ত্রী। সবমিলিয়ে আগামী আবহাওয়ার পারদ চড়ার সঙ্গে পাল্লা দিয়ে আগামী বৃহস্পতিবার উত্তরে চড়বে ভোট প্রচারের পারদ।

আজই প্রথম খাতায় কলমে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কৃষ্ণনগরে সভা করেছেন তিনি। সেই সভা থেকে মুহুর্মুহু বিরোধীদের নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তবে আজ শুধুই ট্রেলার। এবার উত্তরবঙ্গে কার্যত মুখোমুখি হতে চলেছেন মমতা-মোদি।

আরও পড়ুন: ‘নিজের সর্বনাশ কি নিজে করতে চান…?’ CAA নিয়ে কৃষ্ণনগরে সুর সপ্তমে, সতর্কবাণী মমতার…!

আগামী ৪ এপ্রিল তারিখে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন নরেন্দ্র মোদি। ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে সভা। ৪ঠা এপ্রিল কোচবিহারে দুপুর ৩টে থেকে জনসভা করবেন নরেন্দ্র মোদি। আবার একইদিনে ৪ঠা এপ্রিল কোচবিহারের মাথাভাঙায় সভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে উত্তরবঙ্গের ভোটের ময়দান কাঁপতে চলেছে এপ্রিলের প্রথম সপ্তাহেই।

Narendra Modi:’ডিপফেকের শিকার হয়েছি আমিও, প্রযুক্তির অপব্যবহার রুখতে হবে’, বিল গেটসকে বললেন প্রধানমন্ত্রী মোদি

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সুবিধার পাশাপাশি কোন কোন বিষয় হতে পারে চ্যালেঞ্জ? মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে আলোচনার সময় সেই দিকেও আলোকপাতকরলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে ডিপফেকের উপরে জোর দিয়েছেন তিনি।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সুবিধার পাশাপাশি কোন কোন বিষয় হতে পারে চ্যালেঞ্জ? মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে আলোচনার সময় সেই দিকেও আলোকপাতকরলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে ডিপফেকের উপরে জোর দিয়েছেন তিনি।
বিল গেটসের সঙ্গে এআই পদ্ধতি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,"আমি লক্ষ্য করেছি যে যথাযথ প্রশিক্ষণ ছাড়া, যদি এই ধরনের শক্তিশালী প্রযুক্তি অদক্ষ হাতে দেওয়া হয় তবে অপব্যবহারের একটি উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে"।
বিল গেটসের সঙ্গে এআই পদ্ধতি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,”আমি লক্ষ্য করেছি যে যথাযথ প্রশিক্ষণ ছাড়া, যদি এই ধরনের শক্তিশালী প্রযুক্তি অদক্ষ হাতে দেওয়া হয় তবে অপব্যবহারের একটি উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে”।
এরপরই ডিপফেকের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতের মতো একটি বিশাল গণতান্ত্রিক দেশে যে কেউ ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করতে পারে। উদাহরণস্বরূপ, যদি তারা আমার ভয়েসের অপব্যবহার করে, প্রাথমিকভাবে লোকেরা এটি বিশ্বাস করবে, যার ফলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে।
এরপরই ডিপফেকের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতের মতো একটি বিশাল গণতান্ত্রিক দেশে যে কেউ ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করতে পারে। উদাহরণস্বরূপ, যদি তারা আমার ভয়েসের অপব্যবহার করে, প্রাথমিকভাবে লোকেরা এটি বিশ্বাস করবে, যার ফলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে।
এছাড়াও তিনি নিজের উদাহরণ দিয়ে নরেন্দ্র মোদি বলেছেন,"আমি সম্প্রতি একটি ভিডিও দেখেছি যাতে আমাকে গরবা করেতে দেখা গেছে। আমি স্কুল থেকে গরবা করিনি। অনলাইনে এরকম আরও অনেক ভিডিও রয়েছে।"
এছাড়াও তিনি নিজের উদাহরণ দিয়ে নরেন্দ্র মোদি বলেছেন,”আমি সম্প্রতি একটি ভিডিও দেখেছি যাতে আমাকে গরবা করেতে দেখা গেছে। আমি স্কুল থেকে গরবা করিনি। অনলাইনে এরকম আরও অনেক ভিডিও রয়েছে।”
এআই পদ্ধতির খারাপ দিক আটকানোর জন্য কিছু করণীয় রয়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং যারা ব্যবহার করবেন তাদের দক্ষ হওয়া উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন,"কৃত্রিম বুদ্ধিমত্তার সময়ে এটি গুরুত্বপূর্ণ যে প্রযুক্তিকে দায়িত্বের সাথে ব্যবহার করা উচিত"।
এআই পদ্ধতির খারাপ দিক আটকানোর জন্য কিছু করণীয় রয়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং যারা ব্যবহার করবেন তাদের দক্ষ হওয়া উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন,”কৃত্রিম বুদ্ধিমত্তার সময়ে এটি গুরুত্বপূর্ণ যে প্রযুক্তিকে দায়িত্বের সাথে ব্যবহার করা উচিত”।

Rising Bharat Summit 2024 Day 2: আর কিছুক্ষণ! প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো শুধুই অপেক্ষা… রাইজিং ভারত সামিটের দ্বিতীয় দিনে মোদির মূল ভাষণে চোখ, থাকছেন অমিত শাহও

নয়াদিল্লি: সিএনএন-নিউজ18-এর মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ সংস্করণ রাইজিং ভারত সামিট ২০২৪  অনুষ্ঠিত হচ্ছে ১৯ এবং ২০ মার্চ।আজ তার দ্বিতীয় দিন। এদিন উদযাপিত হবে ভারতের অসাধারণ রূপান্তরমূলক সফর। সেই সঙ্গে এই সম্মেলনে ভবিষ্যতের অপরিমেয় সম্ভাবনাকেও স্বীকৃতি দেওয়া হবে।

আজকের সামগ্রিক সূচি
আজকের সামগ্রিক সূচি

বছরের পর বছর ধরে গ্লোবাল রিচ এবং প্রভাবের সাহায্যে শক্তিশালী ক্ষমতায় রূপান্তরিত হয়েছে ভারত। প্রযুক্তিগত উদ্ভাবন থেকে শুরু করে অর্থনেতিক নমনীয়তা ভারতের অবদান আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছে। আর এই রূপান্তরের পুরোভাগে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাইজিং ভারত সামিটে তিনি মূল বক্তব্য রাখতে চলেছেন। এর জন্যই চলছে অপেক্ষা, আজ দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী কী বলতে পারেন, তা জানতে সকলেই উৎসুক।

আরও পড়ুনঃ সকালেই ঘনাল রাতের আঁধার! হু হু বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া… ভিজছে দক্ষিণবঙ্গও! আজও ভাসবে মহানগরী?

দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই রাইজিং ভারত সামিট ২০২৪-এ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আই অ্যান্ড বি মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও দেখা যাবে। জি২০ শেরপা অমিতাভ কান্তের উপস্থিতি এবং বক্তব্যের জন্যও চলছে জোর প্রতীক্ষা। ইনক্রেডিবল ইন্ডিয়া, ডেস্টিনেশন ভারত প্রসঙ্গে নিজের বক্তব্য রাখবেন অমিতাভ কান্ত, অনুষ্ঠানটিতে দেখা যাবে কবি এবং গীতিকার প্রসূন জোশীকেও।

এর পরেই গানিং ফর গোল্ড: নো হার্ডল টু হাই শীর্ষক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখবেন অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাইজিং ভারত সামিট ২০২৪-এর দ্বিতীয় দিনে অংশ নেবেন এবং নয়া ভারত উভরতা ভার প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করবেন। রাইজিং ভারত: লিভিং ফর গ্লোবাল গুড শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দিয়ে শেষ হবে এই অনুষ্ঠান।

রাইজিং ভারত সামিট ২০২৪-এর প্রথম দিনে দর্শকরা পেয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির অভূতপূর্ব সান্নিধ্য। ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানির বক্তব্যও মন ছুঁয়ে গিয়েছে সকলের। ছিলেন অযোধ্যার সুবিশাল সুরম্য রাম মন্দিরের স্থপতি আশিস সোমপুরা এবং রামলালার নয়নমনোহর গহনা প্রস্তুতকারক জ্যোতিন্দ্র মিশ্রও, আধ্যাত্মিকতার সূত্রে তাঁদের মতামতও সকলকে মুগ্ধ করেছে।

উত্তরবঙ্গ থেকে এবার টিএমসিকে নিশানা মোদীর, বড় কথা বলে দিলেন প্রধানমন্ত্রী

লোকসভা ভোট ২০২৪-এর আগে শিলিগুড়ির কাওয়াখালি থেকে টিএমসিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

TMC-BJP: ‘সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে পদ্মশিবির’, ‘মোদির গ্যারান্টি’র পরেই তুমুল তরজায় বিজেপি-তৃণমূল

কলকাতা: পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক নির্বাচনে রাজ্যে সিংহভাগ মহিলাই তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখেছেন। এবার সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে লোকসভা ভোটে বাংলার মহিলাদের মন পেতে এখন মরিয়া পদ্ম শিবির বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বুধবার বঙ্গে জোড়া কর্মসূচি করেন প্রধানমন্ত্রী। মহিলাদের উদ্দেশ্যে দেন বিশেষ বার্তা। এবার তারই পাল্টা দিল তৃণমূল। বারাসত নির্বাচনী কেন্দ্রে বিজেপির তরফে আয়োজিত এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মোদির গ্যারান্টি’ পেশ করে সাধারণ মানুষকে, বিশেষ করে মহিলাদের বোকা বানানোর চেষ্টা করছেন, এমনটাই অভিযোগ তৃণমূলের।

১. বিজেপি:  বিজেপি সরকার এমন এক আইন প্রণয়ন করেছে, যার মাধ্যমে ধর্ষককে ফাঁসির সাজা দেওয়া হয়

তৃণমূল:  বিজেপি নেতৃত্বাধীন গুজরাতের সরকার বিলকিস বানোর ধর্ষকদের সাজার মেয়াদ ফুরোনোর আগেই মুক্ত করে দেয় এবং ধর্ষকদের মুক্তির পর সংবর্ধনা দেওয়া হয়

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলল জ্যাকলিন ফার্নান্ডেজের বিলাসবহুল আবাসন, কেমন আছেন অভিনেত্রী?

২. বিজেপি : বিজেপি সরকার নারীর সুরক্ষা সুনিশ্চিত করেছে

তৃণমূল: বিজেপির আইটি সেলের প্রধান এবং বাংলায় বিজেপির অন্যতম দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্য তাঁর আইটি সেলে সেই ধর্ষকদের নিয়োগ করেছেন, যারা নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীতে অবস্থিত আইআইটি-বিএইচইউ গণধর্ষণ কাণ্ডে যুক্ত

৩. বিজেপি:  নরেন্দ্র মোদি সর্বদা দেশের মহিলাদের পাশে থাকেন এবং তাঁদের কল্যাণার্থে কাজ করেন

তৃণমূল: কুস্তিগীর সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগটকে রাজধানী দিল্লির রাজপথে, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রাস্তার উপর দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। কারণ, তাঁরা ভারতের মহিলা ক্রীড়াবিদদের উপর যৌন নির্যাতন চালানো ব্রিজভূষণ সিং শরণের শাস্তির দাবি জানিয়েছিলেন

৪. বিজেপি:  প্রধানমন্ত্রী সারা দেশ থেকে দুর্নীতি সমূলে উৎখাত করবেন

তৃণমূল: নরেন্দ্র মোদি এবং তার সহযোগীরা নির্দ্বিধায় ঘুষখোর এবং দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারী এবং হিমন্ত বিশ্বশর্মাদের মতো নেতাদের প্রচার করেন। অথচ, একটা সময় এঁদেরই দুর্নীতিবাজ রাজনীতিক বলে তোপ দেগেছিল বিজেপি। একবার ওদের শিবিরে নাম লেখালেই বিজেপির ওয়াশিং মেশিনে অপরাধীদের সমস্ত পাপ ধুয়ে সাফ হয়ে যাবে

৫. বিজেপি: গত একদশক ধরে বিজেপি বিকশিত বাংলা তথা বিকশিত ভারতের জন্য পূর্ণ সততার সঙ্গে কাজ করেছে

তৃণমূল: একুশের বিধানসভা নির্বাচনে লজ্জার হারের পর বাংলার জন্য বরাদ্দ ১.৬০ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। যার ফলে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে বাংলার লক্ষ লক্ষ মানুষকে। সারা ভারতে বাংলাই হল একমাত্র রাজ্য, যারা ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বরাদ্দ ১০০ দিনের কাজের টাকা পায়নি। অথচ, গত পাঁচটি আর্থিক বছরে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলা থেকে করবাবদ ৪.৬৫ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে

৬. বিজেপি: নারীকে সম্মান প্রদানে প্রধানমন্ত্রী সর্বদা ব্রতী এবং এই উদ্দেশ্যে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন

তৃণমূল: প্রবল নারীবিদ্বেষী এবং নারীবিরোধী পবন সিং, যিনি তাঁর গানের মাধ্যমে বাঙালি নারীদের অপমান করায় কুখ্যাত, সেই তাঁকে আসানসোলের প্রার্থী করেছিল বিজেপি

আরও পড়ুন: ‘কাল ভোট হলে কালই জিতব…’ ! আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ

৭. বিজেপি:  প্রধানমন্ত্রী বলছেন, যে বাংলার মাটিতে মা সারদার মতো প্রণম্য নারী জন্ম নিয়েছেন, সেই বাংলাকে তিনি অত্যন্ত সম্মান করেন

তৃণমূল:  বিজেপি এই মা সারদারই কুৎসিত ব্যঙ্গচিত্র সোশাল মিডিয়ায় পোস্ট করেছিল। এমনকী, তা নিয়ে সমালোচনা শুরু হওয়ার পরও দীর্ঘক্ষণ তারা সেটি মোছেনি। দলের রাজ্য নেতারা বারবার বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ভাবাবেগে আঘাত দিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান, বিজেপি বারবার তার বাংলাবিরোধী অবস্থান স্পষ্ট করেছে

৮. বিজেপি: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাংলায় ২৪ লক্ষেরও বেশি মহিলার নামে বাড়ি নথিভুক্তি করানো হয়েছে

তৃণমূল:  বাংলায় আবাস যোজনার আওতায় মোদি সরকার ৮,০০০ কোটিরও বেশি টাকার বরাদ্দ আটকে রেখেছে। যার ফলে লক্ষ লক্ষ মহিলা-সহ মোট ১১.৩৬ লক্ষ যোগ্য উপভোক্তা তাঁদের ন্যায্য ছাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এর কারণ হল, তাঁরা একুশের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন

৯. বিজেপি:  লোকসভায় মহিলা জনপ্রতিনিধিদের নিশ্চিত সংরক্ষণ প্রদান এবং সেই আইন কার্যকর করা হয়েছে

তৃণমূল: যারা নারীশক্তি নিয়ে এত বড়াই করে, গত সপ্তাহেই বাংলার জন্য তাদের তরফে যে প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মাত্র ৩ জন মহিলা প্রার্থী রয়েছেন। জাতীয় স্তরেও ছবিটা আলাদা কিছু নয়। মোট ১৯৫টি আসনে ঘোষিত প্রার্থীতালিকার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ২৮। অর্থাৎ, বিজেপি মাত্র ১৩ শতাংশ মহিলাকে টিকিট দিয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস আগেই ৩৮ শতাংশ মহিলাকে টিকিট দিয়েছে। যা তথাকথিত ৩৩ শতাংশের সংরক্ষণের থেকেও বেশি

১০. বিজেপি: মহিলাদের সমস্ত সমস্যা দূর করতে বিজেপি বদ্ধপরিকর

তৃণমূল: চলতি মাসের প্রথম ছ’দিনের মধ্যেই বাংলায় তিনটি সফর করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু, মণিপুরের নিগৃহীতারা এখনও নরেন্দ্র মোদীর অপেক্ষায় রয়েছেন। ১০ মাস হয়ে গেল! সেখানে জাতিদাঙ্গা চলছে তো চলছেই।

লোকসভা ভোটের প্রাক্কালে মহিলা ভোটব্যাঙ্ককে গুরুত্ব দিতে মরিয়া দুই দল। বুধবার প্রধানমন্ত্রী বলেন, ‘মোদির শরীরের প্রতিটা অংশ, জীবনের প্রতিটা মুহূর্ত এই পরিবারের জন্য মাতৃশক্তির জন্য সমর্পিত।। ‘

PM Modi Kolkata Visit : মেট্রো উদ্বোধনে নরেন্দ্র মোদি! গঙ্গাগর্ভে যাত্রার সময় কথা বললেন পড়ুয়াদের সঙ্গে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মতলায় দেশজোড়া একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর সওয়ার হলেন নতুন রুটের মেট্রোয়৷ অর্থাৎ গঙ্গার তলা দিয়ে চলা মেট্রোয় চড়লেন মোদি৷ সেই পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গী হলেন পড়ুয়ারা৷ এ দিন সেই যাত্রা পথে মোদিকে দেখা গেল পড়ুয়াদের সঙ্গে কথা বলতে৷

বিভিন্ন রাজ্যের পাশাপাশি, এ রাজ্যের তিনটি নতুন রুটের মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর আওতায় ধর্মতলা থেকে হাওড়া পথ, তার পর গড়িয়া থেকে রুবির মেট্রো পথ এবং মাঝেরহাট থেকে তারাতলার মেট্রো পথের উদ্বোধন করলেন তিনি৷ সবুজ পতাকা নেড়ে রাজ্যপাল, বিরোধী দলনেতা ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই উদ্বোধনের কাজ হল৷ তার পরেই এসপ্ল্যানেড থেকে হাওড়ার মেট্রোতে চড়লেন তিনি৷