মোহন ভাগবত

Mohan Bhagwat: এবার থেকে মোদি-শাহের ধাঁচে ASL নিরাপত্তা বেষ্টনী মোহন ভাগবতের

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: এবার থেকে ASL নিরাপত্তা বেষ্টনী বলয়ে মোহন ভাগবত। নিরাপত্তা আরও জোরদার করা হল মোহন ভাগবতের। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সমতুল্য এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের নিরাপত্তা ব্যবস্থা করা হল। ভাগবত এতদিন Z+ নিরাপত্তা পেতেন। এখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ যে নিরাপত্তা বলয় পান, সেই নিরাপত্তা পাবেন তিনি। এমনই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক বলে খবর।

আরও পড়ুন– বঙ্গে মুখ্যমন্ত্রীর বাংলাদেশ আশঙ্কা কী সত্যি ? পদ্মের সুকান্ত, রাহুলের বক্তব্যে জোর জল্পনা

আগে মোহন ভাগবতকে ঘিরে থাকত ৫৫ জন সিআইএসএফ কমান্ডো। আর এবার ASL নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবেন মোহন ভাগবত। এখন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান আধাসেনার বদলে মোহন ভাগবতের নিরাপত্তার দায়িত্ব পেল জাতীয় সুরক্ষা দল।

আরও পড়ুন– রুপোলি দুনিয়ায় পা রাখতে না রাখতেই সাইন করেছিলেন ১০৭টি ছবিতে; কিন্তু কোথায় হারিয়ে গেলেন একসময়ের এই তারকা অভিনেতা?

হেলিকপ্টার যাত্রার সময়ও আকাশপথে তাঁর নিরাপত্তার দায়িত্ব থাকবে তারাই বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। বেশ কয়েকটি ইসলামিক ও অন্যান্য সংগঠন তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তারপরেই তড়িঘড়ি ভাগবতের নিরাপত্তা আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। গোটা দেশের ২০০ জনকে বর্তমান সময়ে এই নিরাপত্তা দেওয়া হয়। সেই তালিকায় আরও একজনের নাম যুক্ত হল। তিনি হলেন মোহন ভাগবত।