Paralympic Games Paris 2024: নেই ২টি হাত, পা দিয়েই লক্ষ্যভেদ, প্যারালিম্পিক্সে রেকর্ড ভারতের শীতল দেবীর

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এর প্রথম দিনেই বিশ্বরেকর্ড গড়লেন প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ ভারতীয় অ্যাথলিট শীতল দেবী। তিরন্দাজিতে নিজের ব্যক্তিগত রেকর্ডও ভাঙেন শীতল।
প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এর প্রথম দিনেই বিশ্বরেকর্ড গড়লেন প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ ভারতীয় অ্যাথলিট শীতল দেবী। তিরন্দাজিতে নিজের ব্যক্তিগত রেকর্ডও ভাঙেন শীতল।
এই মুহূর্তে বিশ্বে দুই হাতহীন একমাত্র তিরন্দাজ শীতল দেবী। পা দিয়ে তির ছুড়ে প্যারালিম্পিক্সের কোয়ালিফাই রাউন্ডে ৭২০-র মধ্যে ৭০৩ করে রেকর্ড গড়েন তিনি। যদিও দ্বিতীয় হিসেবে শেষ ষোলোয় পৌছান শীতল।
এই মুহূর্তে বিশ্বে দুই হাতহীন একমাত্র তিরন্দাজ শীতল দেবী। পা দিয়ে তির ছুড়ে প্যারালিম্পিক্সের কোয়ালিফাই রাউন্ডে ৭২০-র মধ্যে ৭০৩ করে রেকর্ড গড়েন তিনি। যদিও দ্বিতীয় হিসেবে শেষ ষোলোয় পৌছান শীতল।
প্যারিসের লে ইনভালদিস এরেনায় তুরস্কের ওজনুর কিওরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে ভারতীয় তিরন্দাজের। মেয়েদের কমপাউন্ড ওপেন র‍্যাঙ্কিং রাউন্ডে অনেকক্ষণ এগিয়েও ছিলেন শীতল দেবী।
প্যারিসের লে ইনভালদিস এরেনায় তুরস্কের ওজনুর কিওরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে ভারতীয় তিরন্দাজের। মেয়েদের কমপাউন্ড ওপেন র‍্যাঙ্কিং রাউন্ডে অনেকক্ষণ এগিয়েও ছিলেন শীতল দেবী।
যদিও রেকর্ড বেশি সময় ধরে রাখতে পারেননি শীতল দেবী। বছর ১৭-র ভারতীয় অ্যাথলিটের থেকে শেষ পর্যন্ত ১ পয়েন্ট বেশি স্কোর  শীর্ষস্থান পান ওজনুর।  যদিও এটি শীতল দেবীর ব্যক্তিগত রেকর্ড।
যদিও রেকর্ড বেশি সময় ধরে রাখতে পারেননি শীতল দেবী। বছর ১৭-র ভারতীয় অ্যাথলিটের থেকে শেষ পর্যন্ত ১ পয়েন্ট বেশি স্কোর শীর্ষস্থান পান ওজনুর। যদিও এটি শীতল দেবীর ব্যক্তিগত রেকর্ড।
ইচ্ছে ও জেদ থাকলে সবকিছুই সম্ভব তা দুই হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লক্ষ্যভেদ করে বুঝিয়ে দিয়েছেন শীতল দেবী। প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার তিনি। আশায় বুক বাঁধছে দেশবাসীও।
ইচ্ছে ও জেদ থাকলে সবকিছুই সম্ভব তা দুই হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লক্ষ্যভেদ করে বুঝিয়ে দিয়েছেন শীতল দেবী। প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার তিনি। আশায় বুক বাঁধছে দেশবাসীও।