Money

Money Luck: ২০ সেপ্টেম্বর সকাল-সকাল হাতে টাকা আসবে? না খরচ হবে বেশি? জেনে নিন আগেভাগে

কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

পদোন্নতি তথা বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার – অনুগ্রহ করে মাছেদের ময়দার ডেলা নিবেদন করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

নতুন আর্থিক প্রকল্পে এখন হাত না দেওয়াই উচিত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিব চালিসা পাঠ করুন।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

আটকে থাকা টাকা অবশেষে হাতে আসবে।
প্রতিকার – অনুগ্রহ করে সোমবার উপবাস এবং প্রদোষকালে শিবারাধনা করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

আর্থিক দিক থেকে সুসংবাদ আসতে চলেছে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীবিষ্ণুর আরাধনা করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

আর্থিক ভার লাঘব হবে, মন প্রফুল্ল থাকবে।
প্রতিকার – অনুগ্রহ করে সপরিবার শিবারাধনা এবং শিবলিঙ্গে বিল্বপত্র নিবেদন করুন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

আর্থিক বিসংবাদ দূর হবে, সঞ্চয় বৃদ্ধি পাবে।
প্রতিকার – অনুগ্রহ করে রুদ্রামালা সহযোগে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

আর্থিক লাভ সহজেই করায়ত্ত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে প্রদোষকালে শিবারাধনা করুন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

আর্থিক সুযোগ আসবে, তার সদ্ব্যবহার প্রয়োজন।
প্রতিকার – অনুগ্রহ করে শিবলিঙ্গ চন্দনচর্চিত করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

আয়ের দিকে চোখ রেখে ব্যয় করাই উচিত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে গোমাতাকে সবুজ ঘাস নিবেদন করুন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

আত্মীয়দের টাকা ধার দেওয়া উচিত হবে না।
প্রতিকার – অনুগ্রহ করে শিবারাধনা এবং শিব চালিসা পাঠ করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

যশ বৃদ্ধি পাবে, সেই সূত্রে আর্থিক সমৃদ্ধি আসবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিবের লিঙ্গাভিষেক অন্তে সেই দুগ্ধ দরিদ্রদের দান করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

ব্যয়সঙ্কোচ না করলে অসুবিধায় পড়তে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে সোমবার উপবাস এবং শিবলিঙ্গে ২১টি বিল্বপত্র নিবেদন করুন।

Keywords:

Written By: Anirbaan Chaudhury