পার্থ, কল্যাণময়দের জামিন তরজা হাইকোর্টে! সিবিআই -কে 'যুক্তি' দেখাতে বললেন বিচারপতি

SSC Recruitment Scam: পার্থ, কল্যাণময়দের জামিন তরজা হাইকোর্টে! সিবিআই -কে ‘যুক্তি’ দেখাতে বললেন বিচারপতি

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইকে জামিন বিরোধীতার লিখিত যুক্তি পেশ করতে বললো হাইকোর্ট। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআইকে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৬ সেপ্টেম্বর মধ্যে দিতে হবে লিখিত যুক্তি। নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ডিভিশন বেঞ্চের।

২৭ সেপ্টেম্বর দুপুর ১২:৩০ পরবর্তী শুনানি। ‘আর পাঁচটা সাধারণ মামলার সঙ্গে এসএসসি মামলার পার্থক্য আছে। নিয়োগ দুর্নীতি মামলায় জনস্বার্থ জড়িয়ে। প্রত্যেকেই প্রভাবশালী। জামিন দিলে তদন্তে ও জনমানসে বিরূপ প্রভাব পড়বে। ‘- সওয়াল সিবিআইয়ের আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী’র।

আরও পড়ুন: বানভাসি পাঁশকুড়ায় মমতা, কেন্দ্রকে দুষেও ত্রাণ নিয়ে বড় ঘোষণা! দুর্গতদের পাশে থাকার বার্তা

‘‘চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা।” – এই শব্দবন্ধ মাথায় রেখেই দিনের পর দিন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা দুর্নীতি চালিয়ে নিয়ে গেছেন। যারা চেয়ারে ছিল না তারাই এই নিয়োগ দুর্নীতিতে আসল ম্যাজিক করেছে।অভিযুক্তদের সাংবিধানিক অধিকারের কথা বলা হচ্ছে। যারা বঞ্চিত হয়েছে তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার কি হবে ? নিয়োগ দুর্নীতির জামিন মামলায় সওয়াল সিবিআইয়ের।

সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে এই মামলার সাক্ষী প্রসঙ্গে বলেন, ‘‘২০ থেকে ২৫ জন এমন সাক্ষী আমাদের কাছে আছে যাদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।’’ তিনি আদালতে সওয়াল করেন, ‘‘অভিযুক্তরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে। অভিযুক্তদের রাজনৈতিক ক্ষমতাও ছিল। সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করার অনুমতি রাজ্য দেয়নি।’’

আরও পড়ুন: আরজি করের প্রাক্তন সুপার বুলবুলকে তলব CBI-র! ওসি অভিজিতের পর এবার দুই এএসআইও সিজিও দফতরে

যদিও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মন্তব‍্য, ‘‘সিবিআইয়ের তরফ থেকেও অনুমতি পাওয়ার জন্য কোনও চেষ্টা দেখা যাচ্ছে না।’’