বেল ফুল

Money Making Tips: চারগুণ দামে বিক্রি হচ্ছে এই ফুল !

দাম বেড়ে ৪ গুণ বেল জুঁই ফুল! অতিবৃষ্টি দারুণভাবে বিপাকে মানুষ, একইভাবে সমস্যায় ফুল চাষীরা। অতি বৃষ্টির জেরে দারুণভাবে ক্ষতিগ্রস্ত ফুল বাগান। বাগানে ফোটা অধিকাংশ ফুলের দাম নেমেছে তলানিতে, সিজন ফুলের দাম কয়েক দিনে খুব কম।
দাম বেড়ে ৪ গুণ বেল জুঁই ফুল! অতিবৃষ্টি দারুণভাবে বিপাকে মানুষ, একইভাবে সমস্যায় ফুল চাষীরা। অতি বৃষ্টির জেরে দারুণভাবে ক্ষতিগ্রস্ত ফুল বাগান। বাগানে ফোটা অধিকাংশ ফুলের দাম নেমেছে তলানিতে, সিজন ফুলের দাম কয়েক দিনে খুব কম।
গাছ বাঁচিয়ে রাখতে পারলে পুজোর মরশুমে ভাল দাম মিলবে। তাই বাগান টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ফুল চাষিরা। এদিকে বর্ষায় জবার দাম তুলনামূলক বেশি হলেও গাছে সেভাবে ফুলের দেখা নেই। ফলে জবা চাষীরা এখন লাভের লাভ কিছুই পাচ্ছেন না। পুজোর বাজার ধরার আগে প্রায় অধিকাংশ ফুল চাষি রয়েছে চিন্তায়। তবে ব্যতিক্রম পথ দেখাচ্ছে ক্ষুদ্র বেল ও জুঁই ফুল। যদিও অতি বৃষ্টির জেরে জুঁই চাষেও দারুণ ক্ষতি হয়েছে।
গাছ বাঁচিয়ে রাখতে পারলে পুজোর মরশুমে ভাল দাম মিলবে। তাই বাগান টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ফুল চাষিরা। এদিকে বর্ষায় জবার দাম তুলনামূলক বেশি হলেও গাছে সেভাবে ফুলের দেখা নেই। ফলে জবা চাষীরা এখন লাভের লাভ কিছুই পাচ্ছেন না। পুজোর বাজার ধরার আগে প্রায় অধিকাংশ ফুল চাষি রয়েছে চিন্তায়। তবে ব্যতিক্রম পথ দেখাচ্ছে ক্ষুদ্র বেল ও জুঁই ফুল। যদিও অতি বৃষ্টির জেরে জুঁই চাষেও দারুণ ক্ষতি হয়েছে।
তবে দুর্যোগ কেটে যাবার পর যেভাবে আকাশ ছোঁয়া বেল জুঁই ফুলের দাম বৃদ্ধি হয়েছে। তাতে বেল জুঁই ফুল চাষীদের মুখে দেখা দিচ্ছে চওড়া হাসি। কিছুদিন আগেও যে দামে বেল জুঁই ফুল বিক্রি হয়েছে। তার থেকে প্রায় ৪-৫ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে জুঁই।
তবে দুর্যোগ কেটে যাবার পর যেভাবে আকাশ ছোঁয়া বেল জুঁই ফুলের দাম বৃদ্ধি হয়েছে। তাতে বেল জুঁই ফুল চাষীদের মুখে দেখা দিচ্ছে চওড়া হাসি। কিছুদিন আগেও যে দামে বেল জুঁই ফুল বিক্রি হয়েছে। তার থেকে প্রায় ৪-৫ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে জুঁই।
অতিবৃষ্টি এবং উষ্ণ আবহাওয়া অধিকাংশ ফুল চাষে ক্ষতি। সেই মত জুঁই বাগানেও ক্ষতি হয়। সমস্ত ফুল চাষী আপ্রাণ চেষ্টায় দিনরাত এক করে গাছের গোড়ায় সার ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করে গাছ বাঁচানোর চেষ্টা করে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে যত বেশি বাগান ও গাছ রক্ষা করতে পারে।
অতিবৃষ্টি এবং উষ্ণ আবহাওয়া অধিকাংশ ফুল চাষে ক্ষতি। সেই মত জুঁই বাগানেও ক্ষতি হয়। সমস্ত ফুল চাষী আপ্রাণ চেষ্টায় দিনরাত এক করে গাছের গোড়ায় সার ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করে গাছ বাঁচানোর চেষ্টা করে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে যত বেশি বাগান ও গাছ রক্ষা করতে পারে।
দুর্যোগ শেষে, বেশি লাভের লাভ পান সেই কৃষক।এ প্রসঙ্গে হাওড়া বাগনান বাঁকুড়দহ গ্রামের জুঁই চাষীরা জানান, গরমে যে ফুল পাঁচ টাকায় বিক্রি হয়েছে, সেই ফুল বিক্রি হচ্ছে পঁচিশ টাকায়। অতি বৃষ্টির জেরে গাছের গায়ে জল জামা মারাত্মক ক্ষতি। ওষুধ সার বিভিন্ন ভাবে পরিচর্যার মাধ্যমে বাগান টিকিয়ে রাখা। আসন্ন পুজোর বাজার, পূজোর বাজারের আগেই দারুন চাহিদা জুঁই ফুলের। যদিও সেভাবে ফুল আসছে না। তবে জুঁই ফুলের চড়া দামের কারণে, চাষিদের মুখে দেখা যাচ্ছে চওড়া হাসি।
দুর্যোগ শেষে, বেশি লাভের লাভ পান সেই কৃষক।এ প্রসঙ্গে হাওড়া বাগনান বাঁকুড়দহ গ্রামের জুঁই চাষীরা জানান, গরমে যে ফুল পাঁচ টাকায় বিক্রি হয়েছে, সেই ফুল বিক্রি হচ্ছে পঁচিশ টাকায়। অতি বৃষ্টির জেরে গাছের গায়ে জল জামা মারাত্মক ক্ষতি। ওষুধ সার বিভিন্ন ভাবে পরিচর্যার মাধ্যমে বাগান টিকিয়ে রাখা। আসন্ন পুজোর বাজার, পূজোর বাজারের আগেই দারুন চাহিদা জুঁই ফুলের। যদিও সেভাবে ফুল আসছে না। তবে জুঁই ফুলের চড়া দামের কারণে, চাষিদের মুখে দেখা যাচ্ছে চওড়া হাসি।