Money Making Tips: ১-২ হাজার নয়, আয় হবে লক্ষ লক্ষ টাকা ! দেখে নিন কী করতে হবে

বিশ্বের দামি আম চাষের বিরাট সম্ভবনা মালদহে। এমনিতেই আমের জন্য বিখ্যাত মালদহ জেলা। এই জেলাতেই চাষ হচ্ছে প্রায় দু'শো প্রজাতির আম। কিন্তু বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি। এই আম এবার মালদহের চাষিরা চাষ করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন।
বিশ্বের দামি আম চাষের বিরাট সম্ভবনা মালদহে। এমনিতেই আমের জন্য বিখ্যাত মালদহ জেলা। এই জেলাতেই চাষ হচ্ছে প্রায় দু’শো প্রজাতির আম। কিন্তু বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি। এই আম এবার মালদহের চাষিরা চাষ করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন।
এক গবেষণায় এমনটাই তথ্য উঠে এসেছে। দেশিয় আম নয়, জাপানের এই মিয়াজাকি আম বাণিজ্যিক ভাবে মালদহের মাটিতে চাষের বিরাট সম্ভাবনা রয়েছে। সম্প্রতি মালদহের তিন স্কুল শিক্ষক মিয়াজাকি আম চাষের সম্ভাবনা নিয়ে একটি গবেষণা করেন। সেখানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। মিয়াজাকি আম চাষের জন্য যে ধরনের আবহাওয়া জলবায়ু প্রয়োজন তা মালদহ জেলায় রয়েছে।
এক গবেষণায় এমনটাই তথ্য উঠে এসেছে। দেশিয় আম নয়, জাপানের এই মিয়াজাকি আম বাণিজ্যিক ভাবে মালদহের মাটিতে চাষের বিরাট সম্ভাবনা রয়েছে। সম্প্রতি মালদহের তিন স্কুল শিক্ষক মিয়াজাকি আম চাষের সম্ভাবনা নিয়ে একটি গবেষণা করেন। সেখানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। মিয়াজাকি আম চাষের জন্য যে ধরনের আবহাওয়া জলবায়ু প্রয়োজন তা মালদহ জেলায় রয়েছে।
এছাড়াও মালদহ জেলার মাটিতে পিএইচ এর মাত্রা মিয়াজাকি চাষের জন্য উপযোগী। মালদহ জেলার তাপমাত্রাও মিয়াজাকি চাষের পক্ষে অনুকূল। মিয়াজাকি চাষের জন্য গড়ে ২৫ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন।
এছাড়াও মালদহ জেলার মাটিতে পিএইচ এর মাত্রা মিয়াজাকি চাষের জন্য উপযোগী। মালদহ জেলার তাপমাত্রাও মিয়াজাকি চাষের পক্ষে অনুকূল। মিয়াজাকি চাষের জন্য গড়ে ২৫ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন।
মালদহের তাপমাত্রা এর আশেপাশেই রয়েছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত বিষয়গুলি মালদহের পরিবেশে রয়েছে তা সবগুলোই মিয়াজাকি আম চাষের পক্ষে অনুকূল। শিক্ষক গবেষক সোমনাথ চ্যাটার্জি বলেন, মিয়াজাকি আম মালদহের মাটিতে চাষের পক্ষে অনুকূল। এই জেলার মাটি আবহাওয়া সমস্ত কিছুই মিয়াজজাকি চাষের পক্ষে ভাল। আগামীতে এই আম ব্যাপকভাবে চাষের সম্ভাবনা রয়েছে।
মালদহের তাপমাত্রা এর আশেপাশেই রয়েছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত বিষয়গুলি মালদহের পরিবেশে রয়েছে তা সবগুলোই মিয়াজাকি আম চাষের পক্ষে অনুকূল। শিক্ষক গবেষক সোমনাথ চ্যাটার্জি বলেন, মিয়াজাকি আম মালদহের মাটিতে চাষের পক্ষে অনুকূল। এই জেলার মাটি আবহাওয়া সমস্ত কিছুই মিয়াজজাকি চাষের পক্ষে ভাল। আগামীতে এই আম ব্যাপকভাবে চাষের সম্ভাবনা রয়েছে।
মালদহের শোভানগর হাই স্কুলের তিন শিক্ষক হরিস্বামী দাস, সোমনাথ চ্যাটার্জি ও সুচন্দা দাস এই গবেষণাটি করেছেন। তাদের এই গবেষণাপত্রেই উঠে এসেছে মালদহে মিয়াজাকি আম চাষের সম্ভাবনা। অন্যান্য আম চাষ করে জেলার কৃষকেরা খুব একটা সমৃদ্ধ হয়ে উঠতে পারেন না। বিশ্বের সবচেয়ে দামি আম এই মিয়াজাকি।
মালদহের শোভানগর হাই স্কুলের তিন শিক্ষক হরিস্বামী দাস, সোমনাথ চ্যাটার্জি ও সুচন্দা দাস এই গবেষণাটি করেছেন। তাদের এই গবেষণাপত্রেই উঠে এসেছে মালদহে মিয়াজাকি আম চাষের সম্ভাবনা। অন্যান্য আম চাষ করে জেলার কৃষকেরা খুব একটা সমৃদ্ধ হয়ে উঠতে পারেন না। বিশ্বের সবচেয়ে দামি আম এই মিয়াজাকি।
মালদহে ব্যাপক হারে চাষ শুরু হলে লাভবান হবেন জেলার কৃষকেরা। শিক্ষক গবেষক হরিস্বামী দাস বলেন, বিশ্বের সবচেয়ে দামি এই আম। জেলার কৃষকদের প্রশিক্ষণ দিলেই ব্যাপক হারে এই আম চাষের সম্ভাবনা রয়েছে। আগামীতে জেলার কৃষকেরা লাভবান হতে পারবেন এই আম চাষ করে। আমাদের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।
মালদহে ব্যাপক হারে চাষ শুরু হলে লাভবান হবেন জেলার কৃষকেরা। শিক্ষক গবেষক হরিস্বামী দাস বলেন, বিশ্বের সবচেয়ে দামি এই আম। জেলার কৃষকদের প্রশিক্ষণ দিলেই ব্যাপক হারে এই আম চাষের সম্ভাবনা রয়েছে। আগামীতে জেলার কৃষকেরা লাভবান হতে পারবেন এই আম চাষ করে। আমাদের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।
এর জন্য জেলা প্রশাসন কৃষি দফতর বা উদ্যান পালন দফতের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। কৃষকদের সঠিক প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়গুলি সরকারিভাবে সাহায্য করলেই এই আম চাষ সম্ভব মালদহে। জেলার কৃষকেরা আর্থিক ভাবে লাভবান হবেন জাপানের এই মিয়াজাকি আম চাষ করতে পারলে।
এর জন্য জেলা প্রশাসন কৃষি দফতর বা উদ্যান পালন দফতের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। কৃষকদের সঠিক প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়গুলি সরকারিভাবে সাহায্য করলেই এই আম চাষ সম্ভব মালদহে। জেলার কৃষকেরা আর্থিক ভাবে লাভবান হবেন জাপানের এই মিয়াজাকি আম চাষ করতে পারলে।