অর্থ রোজগারের টিপস

Money Making Tips: কম দিনে প্রচুর লাভ চান? একেবারে অল্প পুঁজিতে আজই শুরু করুন এই ব্যবসা, মালামাল হবেন

*অল্প পরিশ্রমে লাভ বেশি হওয়ায় গ্রামগঞ্জে বাড়ছে শূকর পালনে ঝোঁক। কীভাবে শূকরপালন করতে হয়? শূকর পালনে কতটা লাভ জানেন?সাধারণত মাংসের জন্য শূকরেরপালন করা হয়। সংসারের হাল ধরতে গ্রামে গঞ্জেরমানুষেরা এই শূকর পালন করে থাকেন। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। প্রতীকী ছবি। 
*অল্প পরিশ্রমে লাভ বেশি হওয়ায় গ্রামগঞ্জে বাড়ছে শূকর পালনে ঝোঁক। কীভাবে শূকরপালন করতে হয়? শূকর পালনে কতটা লাভ জানেন?সাধারণত মাংসের জন্য শূকরেরপালন করা হয়। সংসারের হাল ধরতে গ্রামে গঞ্জেরমানুষেরা এই শূকর পালন করে থাকেন। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। প্রতীকী ছবি। 
*তবে এই শূকর খামার তৈরি করার আগে কিছু প্রয়োজনীয় জিনিস মেনে চলতে হবে। পশু বিশেষজ্ঞ সুদীপ নন্দী জানান, শূকরের খামার লোকালয় থেকে অন্তত ২০০ মিটার দূরে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা উচিত। প্রতীকী ছবি। 
*তবে এই শূকর খামার তৈরি করার আগে কিছু প্রয়োজনীয় জিনিস মেনে চলতে হবে। পশু বিশেষজ্ঞ সুদীপ নন্দী জানান, শূকরের খামার লোকালয় থেকে অন্তত ২০০ মিটার দূরে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা উচিত। প্রতীকী ছবি। 
*শূকরের বাসস্থানের ভিতর কোন পোকামাকড় বা ইঁদুর যাতে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতীকী ছবি। 
*শূকরের বাসস্থানের ভিতর কোন পোকামাকড় বা ইঁদুর যাতে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতীকী ছবি। 
*ড: সুদীপ নন্দী জানান, শূকর পুষতে গেলে প্রথমেই হাইজিন মেইন্টেন করতে হবে। গ্রামেগঞ্জে আমরা দেখি যেখানে সেখানে শূকর যে কোনও স্থানে রাখা থাকে। কিন্তু শূকর রাখলে অবশ্যই যে জায়গায় রাখবেন সে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পারলে সেই জায়গায় সিমেন্টিং করে দিন। প্রতীকী ছবি। 
*ড: সুদীপ নন্দী জানান, শূকর পুষতে গেলে প্রথমেই হাইজিন মেইন্টেন করতে হবে। গ্রামেগঞ্জে আমরা দেখি যেখানে সেখানে শূকর যে কোনও স্থানে রাখা থাকে। কিন্তু শূকর রাখলে অবশ্যই যে জায়গায় রাখবেন সে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পারলে সেই জায়গায় সিমেন্টিং করে দিন। প্রতীকী ছবি। 
*শূকরের খাওয়ার উপর ভাল করে নজর দিতে হবে। শূকর যেহেতু তাড়াতাড়ি বাড়ে তাই খাদ্যের চাহিদা ও এর অনেক বেশি। একে সময়মতো বেশি পরিমাণে সুষম খাদ্য দিতে হবে। সময় মতো সঠিক খাবার না দিলে শূকর বাঁচানো সম্ভব নয়। প্রতীকী ছবি। 
*শূকরের খাওয়ার উপর ভাল করে নজর দিতে হবে। শূকর যেহেতু তাড়াতাড়ি বাড়ে তাই খাদ্যের চাহিদা ও এর অনেক বেশি। একে সময়মতো বেশি পরিমাণে সুষম খাদ্য দিতে হবে। সময় মতো সঠিক খাবার না দিলে শূকর বাঁচানো সম্ভব নয়। প্রতীকী ছবি। 
*শূকর অনেক বাচ্চা দেয় এবং বাচ্চা হওয়ার পর শূকরের বাচ্চা দুধ কম হলে প্রচুর পরিমাণে বাচ্চা মারা যায়। সে জায়গায় বাচ্চাকে সাপ্লিমেন্ট ও মাকেও সাপ্লিমেন্ট দিতে হবে তবেই বাচ্চাকে বাঁচানো ও মাকে বাঁচানো সম্ভব হবে। প্রতীকী ছবি। 
*শূকর অনেক বাচ্চা দেয় এবং বাচ্চা হওয়ার পর শূকরের বাচ্চা দুধ কম হলে প্রচুর পরিমাণে বাচ্চা মারা যায়। সে জায়গায় বাচ্চাকে সাপ্লিমেন্ট ও মাকেও সাপ্লিমেন্ট দিতে হবে তবেই বাচ্চাকে বাঁচানো ও মাকে বাঁচানো সম্ভব হবে। প্রতীকী ছবি। 
*শূকরের জন্য রেডি খাবার ও বাজারে পাওয়া যায়। যে কোনও দানা খাদ্য ভুট্টা শূকরকে দেওয়া যেতে পারে। এই কিছু পদ্ধতি মেনে যত্ন নিলেই শূকর থেকে ভাল টাকা রোজগার করতে পারবেন। প্রতীকী ছবি।
*শূকরের জন্য রেডি খাবার ও বাজারে পাওয়া যায়। যে কোনও দানা খাদ্য ভুট্টা শূকরকে দেওয়া যেতে পারে। এই কিছু পদ্ধতি মেনে যত্ন নিলেই শূকর থেকে ভাল টাকা রোজগার করতে পারবেন। প্রতীকী ছবি।