Money Making Tips: কম পরিশ্রমে বিপুল টাকা আয়! দেখে নিন কী করতে হবে

উৎপাদন খরচ ও পরিশ্রম কম হওয়ায় চিনা বাদামের চাষের দিকে ঝুঁকছেন বাদুড়িয়ার কৃষকরা। মাঠ পরিদর্শনে গেলে দেখা যাবে অনান্য বছর এলাকায় বাদাম চাষের তেমন দেখা না মিললেও এবার বাদাম চাষে জোর দিচ্ছেন চাষিরা।
উৎপাদন খরচ ও পরিশ্রম কম হওয়ায় চিনা বাদামের চাষের দিকে ঝুঁকছেন বাদুড়িয়ার কৃষকরা। মাঠ পরিদর্শনে গেলে দেখা যাবে অনান্য বছর এলাকায় বাদাম চাষের তেমন দেখা না মিললেও এবার বাদাম চাষে জোর দিচ্ছেন চাষিরা।
কয়েক বছর ধরে অনান্য ফসলের বাজার দর খারাপ। এ কারণে প্রথা ভিত্তিক চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কৃষকরা। বদলে বাদাম চাষের দিকে ঝুঁকছেন তারা।
কয়েক বছর ধরে অনান্য ফসলের বাজার দর খারাপ। এ কারণে প্রথা ভিত্তিক চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কৃষকরা। বদলে বাদাম চাষের দিকে ঝুঁকছেন তারা।
বাদাম চাষে ভাল ফলনে লাভের আশায় কৃষকরা। মাটি থেকে বাদাম গাছ তুললেই দেখা মিলবে একাধিক বাদামের গুচ্ছ। ধান, পাঠ চাষে যেমন খরচ, তেমনি পারিশ্রমের পাশাপাশি রোপনের পর থেকে দুঃচিন্তায় থাকতে হয় কৃষকরা। তবে বাদাম চাষের পর তা নিয়ে তেমন চিন্তায় থাকতে হয় না।
বাদাম চাষে ভাল ফলনে লাভের আশায় কৃষকরা। মাটি থেকে বাদাম গাছ তুললেই দেখা মিলবে একাধিক বাদামের গুচ্ছ। ধান, পাঠ চাষে যেমন খরচ, তেমনি পারিশ্রমের পাশাপাশি রোপনের পর থেকে দুঃচিন্তায় থাকতে হয় কৃষকরা। তবে বাদাম চাষের পর তা নিয়ে তেমন চিন্তায় থাকতে হয় না।
বেলে দো-আঁশ মাটিতে বাদামের চাষ ভালো হওয়ায় বাদুড়িয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বাদাম চাষ। অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে তেমন শ্রম দিতে হয় না।
বেলে দো-আঁশ মাটিতে বাদামের চাষ ভালো হওয়ায় বাদুড়িয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বাদাম চাষ। অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে তেমন শ্রম দিতে হয় না।
এছাড়া অন্যান্য ফসলের তুলনায় বাদামে রোগবালাই কম থাকায় কীটনাশক প্রয়োগের ঝামেলাও কম। ফলন ভালহতে মাঝে মধ্যে কয়েকবার ছত্রাকনাশক স্প্রে করলেই ফসল ভাল হয়।
এছাড়া অন্যান্য ফসলের তুলনায় বাদামে রোগবালাই কম থাকায় কীটনাশক প্রয়োগের ঝামেলাও কম। ফলন ভালহতে মাঝে মধ্যে কয়েকবার ছত্রাকনাশক স্প্রে করলেই ফসল ভাল হয়।
বাজারে বাদামের ভাল দাম থাকায় গত কয়েক বছর ধরে বাদাম চাষে আগ্রহী হচ্ছেন এখানকার চাষিরা। অপেক্ষা শুধু আর কিছু দিনের। তার পরেই চাষিদের ঘরে ঘরে উঠবে অন্যতম অর্থকরী ফসল বাদাম।
বাজারে বাদামের ভাল দাম থাকায় গত কয়েক বছর ধরে বাদাম চাষে আগ্রহী হচ্ছেন এখানকার চাষিরা। অপেক্ষা শুধু আর কিছু দিনের। তার পরেই চাষিদের ঘরে ঘরে উঠবে অন্যতম অর্থকরী ফসল বাদাম।