Moneyplant Care Tips: শুকনো মৃতপ্রায় মানিপ্ল্যান্টকে ফের সতেজ করতে চান? করুন এই সহজ কাজ

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে মানিপ্ল্যান্ট রাখলে সহজেই অর্থপ্রাপ্তি হয় বলে বিশ্বাস প্রচলিত৷ তাছাড়া গৃহসজ্জাও বাড়িয়ে তোলে এই গাছ৷
বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে মানিপ্ল্যান্ট রাখলে সহজেই অর্থপ্রাপ্তি হয় বলে বিশ্বাস প্রচলিত৷ তাছাড়া গৃহসজ্জাও বাড়িয়ে তোলে এই গাছ৷

 

বলা হয়, মানিপ্ল্যান্টের নামে টাকা, কাজেও টাকা৷ সহজে পাওয়াও যায় এই গাছ৷ বেশি দাম দিয়ে কিনতে হয় না নার্সারি থেকে৷ সহজলভ্য এই গাছের যত্নও বিশেষ নিতে হয় না৷
বলা হয়, মানিপ্ল্যান্টের নামে টাকা, কাজেও টাকা৷ সহজে পাওয়াও যায় এই গাছ৷ বেশি দাম দিয়ে কিনতে হয় না নার্সারি থেকে৷ সহজলভ্য এই গাছের যত্নও বিশেষ নিতে হয় না৷

 

বাড়িতে মানিপ্ল্যন্ট খুব কম যত্নেই বেড়ে ওঠে৷ কিন্তু মাঝে মাঝে গাছ শুকিয়েও যায়৷ জেনে নিন কী করে মৃতপ্রায় মানিপ্ল্যান্টকে সজীব সতেজ করে তুলবেন৷
বাড়িতে মানিপ্ল্যন্ট খুব কম যত্নেই বেড়ে ওঠে৷ কিন্তু মাঝে মাঝে গাছ শুকিয়েও যায়৷ জেনে নিন কী করে মৃতপ্রায় মানিপ্ল্যান্টকে সজীব সতেজ করে তুলবেন৷

 

যদি মানিপ্ল্যান্ট মাটিতে থাকে, তাহলে দেখবেন যেন গাছের গোড়ায় জল জমে না থাকে৷ অতিরিক্ত জল দিলে গাছের ক্ষতি হয়৷
যদি মানিপ্ল্যান্ট মাটিতে থাকে, তাহলে দেখবেন যেন গাছের গোড়ায় জল জমে না থাকে৷ অতিরিক্ত জল দিলে গাছের ক্ষতি হয়৷

 

গাছের শুকিয়ে যাওয়া হলদেটে পাতা ফেলে দিন৷ যদি পাত্র বা টবের তুলনায় গাছ বেশি বড় হয়ে যায়, তাহলে বড় টবে নতুন মাটি দিয়ে গাছ বসান৷
গাছের শুকিয়ে যাওয়া হলদেটে পাতা ফেলে দিন৷ যদি পাত্র বা টবের তুলনায় গাছ বেশি বড় হয়ে যায়, তাহলে বড় টবে নতুন মাটি দিয়ে গাছ বসান৷

 

মানিপ্ল্যান্ট সব সময় উজ্জ্বল রৌদ্রালোকে রাখবেন৷ প্রতি ৪ থেকে ৬ সপ্তাহ অন্তর গাছে সার দেবেন৷ গাছে পোকা বাসা বেঁধেছে কিনা দেখুন৷ যদি পোকা লাগে, তাহলে কীটনাশক স্প্রে করুন৷
মানিপ্ল্যান্ট সব সময় উজ্জ্বল রৌদ্রালোকে রাখবেন৷ প্রতি ৪ থেকে ৬ সপ্তাহ অন্তর গাছে সার দেবেন৷ গাছে পোকা বাসা বেঁধেছে কিনা দেখুন৷ যদি পোকা লাগে, তাহলে কীটনাশক স্প্রে করুন৷

 

গাছের যত্ন নিতে হলে ধৈর্য দরকার৷ চটজলদি ফল কিন্তু পাবেন না৷ তাই হাতে সময় নিয়ে মানিপ্ল্যান্টের যত্ন নিতে থাকুন৷ ফল পাবেন সময় হলেই৷
গাছের যত্ন নিতে হলে ধৈর্য দরকার৷ চটজলদি ফল কিন্তু পাবেন না৷ তাই হাতে সময় নিয়ে মানিপ্ল্যান্টের যত্ন নিতে থাকুন৷ ফল পাবেন সময় হলেই৷