Tag Archives: Indoor plants

Indoor Plants: AC ছাড়াই সুশীতল ঘর! তীব্র গরমেও থাকুন আরামে! ঘরে লাগান এই গাছগুলি

এরিকা পাম : বাড়িতে জায়গার অভাব না থাকলে বসার ঘরে রাখতেই পারেন এরিকা পাম। এটি তাল গাছের তুতো ভাই। অরেকা পাম এক দিকে ঘর ঠান্ডা রাখে, আবার দেখতেও ভাল লাগে। শুধু বাড়ি নয়, এই গাছটি হোটেল, অফিস এবং অন্যান্য উন্মুক্ত স্থানে সাজাতেও ব্যবহৃত হয় এই গাছ।
এরিকা পাম : বাড়িতে জায়গার অভাব না থাকলে বসার ঘরে রাখতেই পারেন এরিকা পাম। এটি তাল গাছের তুতো ভাই। অরেকা পাম এক দিকে ঘর ঠান্ডা রাখে, আবার দেখতেও ভাল লাগে। শুধু বাড়ি নয়, এই গাছটি হোটেল, অফিস এবং অন্যান্য উন্মুক্ত স্থানে সাজাতেও ব্যবহৃত হয় এই গাছ।
ঘৃতকুমারী: অ্যালো ভেরা বা ঘৃতকুমারী অতি পরিচিত একটি উদ্ভিদ। বাড়ির ভিতরের তাপ ও অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে অ্যালভেরার গুণাগুণ বহু। মূলত বাংলার বুকে এই গাছ ঘৃতকুমারী নামে পরিচিত। এই গাছের পাতায় রয়েছে বহু ধরনের প্রতিকার।
ঘৃতকুমারী: অ্যালো ভেরা বা ঘৃতকুমারী অতি পরিচিত একটি উদ্ভিদ। বাড়ির ভিতরের তাপ ও অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে অ্যালভেরার গুণাগুণ বহু। মূলত বাংলার বুকে এই গাছ ঘৃতকুমারী নামে পরিচিত। এই গাছের পাতায় রয়েছে বহু ধরনের প্রতিকার।
রবার প্লান্ট: এই গাছের পাতা এমনিতেই বড় হয়! পাশাপাশি যদি সব চেয়ে বড় পাতার শ্রেণি দেখে গাছটি কেনা হয়, তাহলে খুব তাড়াতাড়ি তা ঘর ঠান্ডা রাখবে। এতে মাঝে মাঝেই একটু পানি ছিটিয়ে দিতে হবে।
রবার প্লান্ট: এই গাছের পাতা এমনিতেই বড় হয়! পাশাপাশি যদি সব চেয়ে বড় পাতার শ্রেণি দেখে গাছটি কেনা হয়, তাহলে খুব তাড়াতাড়ি তা ঘর ঠান্ডা রাখবে। এতে মাঝে মাঝেই একটু পানি ছিটিয়ে দিতে হবে।
ইংলিশ আইভি: গবেষকদের মতে, এই গাছ মাত্র ৬ ঘণ্টার মধ্যে ঘরের বাতাসের প্রায় ৬০ শতাংশ টক্সিন এবং ৫৮ শতাংশ পর্যন্ত দুর্গন্ধ শুষে নিতে পারে। ঘরের শোভা বাড়াতেও কাজ করে এটি। তাই ঘর ঠান্ডা ও দূষণমুক্ত রাখতে ঘরে রাখতে পারেন এই গাছ।
ইংলিশ আইভি: গবেষকদের মতে, এই গাছ মাত্র ৬ ঘণ্টার মধ্যে ঘরের বাতাসের প্রায় ৬০ শতাংশ টক্সিন এবং ৫৮ শতাংশ পর্যন্ত দুর্গন্ধ শুষে নিতে পারে। ঘরের শোভা বাড়াতেও কাজ করে এটি। তাই ঘর ঠান্ডা ও দূষণমুক্ত রাখতে ঘরে রাখতে পারেন এই গাছ।
স্নেক প্ল্যান্ট : অ্যালো ভেরার মতো এই গাছের পাতাও জলীয় উপাদানে সমৃদ্ধ। তাই জানলার কাছে রেখে দিলে তা উত্তাপ শোষণ করে নেবে, ঘরের হাওয়াকে করে তুলবে শীতল। এটিতেও অতিরিক্ত জলসেচনের দরকার হয়।
স্নেক প্ল্যান্ট : অ্যালো ভেরার মতো এই গাছের পাতাও জলীয় উপাদানে সমৃদ্ধ। তাই জানলার কাছে রেখে দিলে তা উত্তাপ শোষণ করে নেবে, ঘরের হাওয়াকে করে তুলবে শীতল। এটিতেও অতিরিক্ত জলসেচনের দরকার হয়।

Vastu Tips for Plants at Home: অর্থাভাব, ঝগড়া, দুঃখ, কেরিয়ার ও ব্যবসায় তুমুল ক্ষতি! এই গাছগুলি বাড়িতে রাখলেই সর্বনাশ!

ঘর সাজাতে গাছের জুড়ি নেই৷ বাড়ির পরিবেশ বিশুদ্ধ রাখে সবুজের সমারোহ৷ নিয়ন্ত্রণ করে দূষণ৷
ঘর সাজাতে গাছের জুড়ি নেই৷ বাড়ির পরিবেশ বিশুদ্ধ রাখে সবুজের সমারোহ৷ নিয়ন্ত্রণ করে দূষণ৷

 

বাড়িতে বিভিন্ন জায়গায় গাছ রাখলে ভাল থাকে মনও৷ কিছু গাছের ওষধি গুণের জন্য বাড়িতে সেগুলি রাখা দরকার৷
বাড়িতে বিভিন্ন জায়গায় গাছ রাখলে ভাল থাকে মনও৷ কিছু গাছের ওষধি গুণের জন্য বাড়িতে সেগুলি রাখা দরকার৷

 

কিন্তু কিছু গাছ বাড়িতে রাখলে প্রবাহিত হবে নেগেটিভ এনার্জি৷ সেরকমই বিশ্বাস বাস্তুশাস্ত্র মতে৷ বলছেন বাস্তু বিশেষজ্ঞ দিব্যা ছাবড়া।
কিন্তু কিছু গাছ বাড়িতে রাখলে প্রবাহিত হবে নেগেটিভ এনার্জি৷ সেরকমই বিশ্বাস বাস্তুশাস্ত্র মতে৷ বলছেন বাস্তু বিশেষজ্ঞ দিব্যা ছাবড়া।
তেঁতুলগাছ অশুভ শক্তিকে আকর্ষণ করে বলে বিশ্বাস৷ তাই বাড়ির ভিতরে এই গাছ না রাখাই উচিত বলে মনে করা হয়৷ নেগেটিভিটি ছড়িয়ে নষ্ট করতে পারে মানসিক শান্তি৷
তেঁতুলগাছ অশুভ শক্তিকে আকর্ষণ করে বলে বিশ্বাস৷ তাই বাড়ির ভিতরে এই গাছ না রাখাই উচিত বলে মনে করা হয়৷ নেগেটিভিটি ছড়িয়ে নষ্ট করতে পারে মানসিক শান্তি৷

 

বনসাইগাছ দেখতে খুবই সুন্দর৷ কিন্তু বাড়িতে এই গাছ রাখলে কেরিয়ার ও ব্যবসায় ক্ষতি হতে পারে বলে মনে করা হয়৷
বনসাইগাছ দেখতে খুবই সুন্দর৷ কিন্তু বাড়িতে এই গাছ রাখলে কেরিয়ার ও ব্যবসায় ক্ষতি হতে পারে বলে মনে করা হয়৷

 

ক্যাকটাসও ঘরে রাখার উপযুক্ত নয়৷ মনে করা হয় এই গাছের কাঁটা জীবন কণ্টকিত করে তোলে৷ প্রেমের পথে বাধা তৈরি করতে পারে৷ বাড়ির সদস্যদের মধ্যে বাড়তে পারে ঝগড়া ও বিবাদ৷ আসতে পারে আর্থিক অভাবও৷
ক্যাকটাসও ঘরে রাখার উপযুক্ত নয়৷ মনে করা হয় এই গাছের কাঁটা জীবন কণ্টকিত করে তোলে৷ প্রেমের পথে বাধা তৈরি করতে পারে৷ বাড়ির সদস্যদের মধ্যে বাড়তে পারে ঝগড়া ও বিবাদ৷ আসতে পারে আর্থিক অভাবও৷

 

বাস্তুশাস্ত্র মতে কার্পাসগাছও বাড়িতে থাকার জন্য শুভ নয়৷ মনে করা হয় এই গাছ দুঃখ এবং দুর্ভাগ্যকে ডেকে আনে৷
বাস্তুশাস্ত্র মতে কার্পাসগাছও বাড়িতে থাকার জন্য শুভ নয়৷ মনে করা হয় এই গাছ দুঃখ এবং দুর্ভাগ্যকে ডেকে আনে৷

 

আইভি গাছ বিষাক্ত৷ বাড়ির পোষ্যদের জন্য মোটেও শুভ নয় এই লতা৷ আইভি লতা থেকে ত্বকের সংক্রমণ হতে পারে৷ কোনওভাবে খেয়ে ফেললে সর্বনাশের চূড়ান্ত৷
আইভি গাছ বিষাক্ত৷ বাড়ির পোষ্যদের জন্য মোটেও শুভ নয় এই লতা৷ আইভি লতা থেকে ত্বকের সংক্রমণ হতে পারে৷ কোনওভাবে খেয়ে ফেললে সর্বনাশের চূড়ান্ত৷

Baby Doll: যেটা ভাবছেন সেটা নয়, এই গাছ রাখুন বাড়িতে, বেবিডলে ছুমন্তর সাপ, পোকমাকড়ের কামড়েও মহৌষধ

উত্তর দিনাজপুর: চকচকে সবুজ পাতা আছে এবং দ্রুত বৃদ্ধি পায় এমন একটা গাছ অনেকেরই  খুব পছন্দ করে। যারা সবুজ গাছপালা বাড়িতে রাখতে  পছন্দ করেন তাদের জন্য একটি আদর্শ গাছ হল চায়না ডল প্লান্ট বা বেবিডল গাছ!  এটি রাডারমাচেরা সিনিকা প্রজাতির একটি গাছ।

এই গাছ সাধারণত দক্ষিণ চিন বা তাইওয়ানের উপ-ক্রান্তীয় পাহাড়ি এলাকায় বিশেষ করে পাওয়া যায়। চিনে এই গাছ বেশি পরিমাণে পাওয়া যাওয়ায় এই গাছ চায়না বেবি প্ল্যান্ট নামে পরিচিত।

এই গাছের ফুলগুলি মূলত সাদা রঙয়ের হয়।এই গাছগুলি একটি দুর্দান্ত ইনডোর এবং আউটডোর প্লান্ট। চায়না ডল প্লান্ট একটি দ্রুত বর্ধনশীল চিরহরিৎ উদ্ভিদ। এই গাছে সরাসরি সূর্যালোকের প্রয়োজন হয় না ফলে বাড়ির যে কোন প্রান্তে এই গাছ আপনি লাগাতে পারেন। এই চায়না ডল গাছের কি কি বিশেষত্ব রয়েছে কেন এই গাছ বাড়িতে রাখবেন জানেন কি? এই গাছের ব্যাপারে গাছ বিশেষজ্ঞ তারা প্রসাদ বাবু জানিয়েছেন বিস্তৃত৷

আরও পড়ুন – Shani Mangal Sanjog: মহা ক্ষতির সুনামি যেন সাক্ষাৎ দাঁড়িয়ে দরজায়, শনি-মঙ্গল সংযোগে তোলপাড়

ক্ষতিকারক নয়: এই গাছ মানুষ বা পোষ্য জীব জন্তুদের জন্য একেবারেই বিপদজনক নয়। বরং এটি পশু পাখি ও পরিবেশের জন্যও উপকারী একটি গাছ।

পরিশোধনের কাজ করে: আপনার বাড়িতে বিষাক্ত পদার্থের গ্যাস বা বাতাসকে পরিশুদ্ধ করে এই চায়না ডল গুলি।

কম রক্ষণাবেক্ষণ যুক্ত গাছ: যারা গাছপালার প্রতি খুব বেশি সময় দিতে পারেন না। তারা এই কম রক্ষণাবেক্ষণ যুক্ত গাছ নিজের বাড়িতে রাখতে পারেন।

স্ট্রেস কমানো: চায়না ডল প্ল্যান্ট মানসিক চাপ কমাতেও ভীষণ গুরুত্বপূর্ণ। স্ট্রেস মুক্ত হতে আপনি এই গাছের সান্নিধ্যে আসতে পারেন।

সাপের বিষের প্রতিকারক: এ বেবি ডল এই গাছ থেকেও উৎপাদিত তেল সাপের বিষ প্রতিরোধে ও ভীষণ কার্যকরী।

বিষাক্ত পোকামাকড়ের বিষ থেকে রক্ষা : বিষাক্ত যে কোন পোকামাকড়ের বিষ থেকেও রক্ষা করে এই গাছের রস। ইনডোর কিংবা আউটডোর যে কোন প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন এই গাছ। শুধু তাই নয় এই বেবি ডল গাছের ফুল দিয়ে কেক কিংবা বিভিন্ন ধরনের খাবারও ডেকোরেট করা হয়। তাই বাড়িতে আপনিও রাখতে পারেন এই ধরনের একটি সুন্দর ও উপকারি একটি বেবি ডল প্যান্ট।

Piya Gupta

এই গাছের চাহিদা শুনলে অবাক হয়ে যাবেন ! দাম কত জানেন?

হাওড়া : খরিদ্দার রীতিমতো হুমড়ি খেয়ে এই গাছ কেনেন! এই গাছের চাহিদার কারণে বন্ধ হয়েছে বিক্রি। শুনতে অবাক মনে হলেও সত্যি। এমন ঘটনা জেলাজুড়ে। বর্তমান সময়ে ফুল অথবা বাহারি গাছের চাহিদা ব্যাপক। সৌন্দর্য বাড়াতে গাছের ব্যবহার দীর্ঘদিনের।

ফুল মানুষের মন আকৃষ্ট করে, তবে বর্তমান সময়ে বাহারি গাছও দারুন ভাবে আকর্ষণের কারণ। সেই দিক থেকে নিত্যনতুন পাহাড়ি গাছের খোঁজে থাকেন অনেকেই। সৌন্দর্য বাড়াতে বাড়ির সামনে বাগান অথবা ছাদ বাগান বেশ কদর দিয়ে বাগান তৈরি করে থাকে মানুষ।

আরও পড়ুন: ৫০০০ টাকা করে এই যোজনায় টাকা রাখলে কত রিটার্ন পাবেন ? জানলে অবাক হবেন

বর্তমান সময়ে বিভিন্ন গাছের সঙ্গে ইনডোর প্ল্যান্টের চাহিদা চোখে পড়ার মত। জেলার নার্সারিগুলিতে ইনডোর প্যান্টের বিপুল সম্ভার। এই সমস্ত গাছ ব্যালকনি, ডাইনিং রুম বা অফিস রুমে দারুণভাবে ব্যবহার হচ্ছে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে এর দামও মন্দ নয়।

বহু ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে। চাহিদের উপর নির্ভর করে এই সমস্ত গাছের বাজারদর থাকে। সেই দিক থেকে, পিকক প্রিন্ট ইনডোর প্ল্যান্টের চাহিদা দারুন। খুচরো পাইকারি উভয় ক্ষেত্রেই এর চাহিদা, চাহিদা থাকলেও এই গাছের যোগান একেবারেই নেই। ফলে দামও আকাশ ছোঁয়া।

আরও পড়ুন: আপনার অফিস ঠিক মতো টাকা জমা করছে তো EPF অ্যাকাউন্টে? কী করে বুঝবেন জেনে নিন এখনই

৫০০ থেকে ৭০০ টাকা দাম হাকলেও এই গাছ বিক্রি হয় অনায়সে। আসলে এই গাছ যেকোনও গাছ প্রেমীর মন মুগ্ধ করে।এ প্রসঙ্গে নার্সারি মালিক উমা প্রসাদ বোস জানান, পিকক ইনডোর প্ল্যান্টের চাহিদা প্রচুর। বর্তমান

সময়ে এই গাছ অমিল প্রায়, জেলার অধিকাংশ নার্সারীতে এই গাছ নেই। সৌন্দর্যের দিক থেকে এই গাছ সহজেই মানুষের মন আকৃষ্ট করে। তবে এই গাছ পালন করা একটু কঠিন। এটি ক্লেথিয়া গ্রুপে গাছ।রাকেশ মাইতি

বাড়িতে পোষ্য কুকুর আছে? তা হলে এই ‘চার’ গাছ যেন বাড়ির আশেপাশে না থাকে!

কলকাতা: সুন্দর গাছপালা বাড়ির সৌন্দর্য বাড়ায়। প্রাকৃতিক আবেশ তৈরি করার জন্য অনেকেই বাগানে গাছ লাগান। অনেকে ঘরের ভিতরেও বিভিন্ন গাছ রাখেন। বাড়ির ভিতরের বাতাসকে বিশুদ্ধ করে সেগুলি। বাড়ির চারপাশ সবুজ গাছপালা ঘিরে থাকলে মানসিক চাপ অনেকটাই কমে।

কিন্তু আপনার বাড়িতে কুকুর থাকলে, বাড়ির জন্য গাছপালা বেছে নেওয়ার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। কারণ কিছু খুব সুন্দর দেখতে গাছপালা আপনার প্রিয় পোষ্যের শরীরের জন্য খারাপ।

অ্যালোভেরা একটি ঔষধি গাছ। মানবদেহের জন্য খুবই উপকারী এই গাছ। অনেক পুষ্টিগুণ ছাড়াও এতে রয়েছে দুটি উপাদান, স্যাপোনিন এবং অ্যানথ্রাকুইনোন, যা কুকুরের জন্য বিষাক্ত। কুকুর ভুল করে অ্যালোভেরা চিবিয়ে খেলে অসুস্থ হয়ে পড়তে পারে।

আরও পড়ুন- এ কী কাণ্ড! মাঝআকাশে তুমুল বচসা, ভাঙচুর… বিমানসেবিকাকে আক্রমণ করে বসল যুবক…

রঙিন টিউলিপ ফুল আপনার বাগানকে সুন্দর রাখতে পারে। তবে আপনার বাড়িতে যদি কুকুর থাকে তবে এই গাছটি লাগানোর আগে অবশ্যই একবার ভাবুন। এতে রয়েছে টিউলিপালিন এ এবং বি, যা কুকুরের জন্য বিষাক্ত। এটি একটি খুব সুন্দর হাউসপ্ল্যান্ট, আপনি এটি আপনার বসার ঘরের কোণে লাগাতে পারেন। তবে আপনার বাড়িতে যদি পোষা কুকুর থাকে তবে তা রাখা যাবে না।

জবা ফুল পুজোয় ব্যবহৃত হয়। তবে এটি কুকুরের জন্য বিষের মতো।

Disclaimer: প্রিয় পাঠক, আমাদের খবর পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এই খবরটি লেখা হয়েছে। আমরা এই লেখায় ঘরোয়া প্রতিকার ও সাধারণ তথ্যের সাহায্য নিয়েছি। আশা করি, পাঠক নিজ দায়িত্বে এই প্রতিবেদনের তথ্য বিবেচনা করবেন।

Snake Plant: ঘরে রাখুন ‘সাপ গাছ’, প্রাণভরে নিঃশ্বাস নিতে পারবেন; জীবন বদলে যাবে!

প্রকৃতিতে কত রকমের গাছপালা রয়েছে। কোনওটা মানুষকে আহার জোগায়, কোনওটা আবার ভেষজ গুণে ভরপুর। কিন্তু অনেকেই জানেন না, এমন অনেক গাছপালা রয়েছে যেগুলো আশেপাশের বাতাস শুদ্ধ করে। বাড়িতে বা অফিসে লাগালে এয়ার পিউরিফায়ারের কাজ করবে।
প্রকৃতিতে কত রকমের গাছপালা রয়েছে। কোনওটা মানুষকে আহার জোগায়, কোনওটা আবার ভেষজ গুণে ভরপুর। কিন্তু অনেকেই জানেন না, এমন অনেক গাছপালা রয়েছে যেগুলো আশেপাশের বাতাস শুদ্ধ করে। বাড়িতে বা অফিসে লাগালে এয়ার পিউরিফায়ারের কাজ করবে।
বিভিন্ন রকমের গাছপালা নিয়ে কাজ করেন নার্সারি অপারেটর রাকেশ। তিনি বলেন, চারপাশের বাতাস শুদ্ধ করতে চাইলে স্নেক প্ল্যান্ট লাগানো উচিত। এই উদ্ভিদ বাতাসে উপস্থিত ফর্মালডিহাইড, টলুইন এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে। দেখতেও খুব সুন্দর। এই গাছ লাগালে বাড়ি বা অফিসের চেহারা বদলে যাবে।
বিভিন্ন রকমের গাছপালা নিয়ে কাজ করেন নার্সারি অপারেটর রাকেশ। তিনি বলেন, চারপাশের বাতাস শুদ্ধ করতে চাইলে স্নেক প্ল্যান্ট লাগানো উচিত। এই উদ্ভিদ বাতাসে উপস্থিত ফর্মালডিহাইড, টলুইন এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে। দেখতেও খুব সুন্দর। এই গাছ লাগালে বাড়ি বা অফিসের চেহারা বদলে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এ দেশে অনেকেই বাড়ি সাজাতে এরিকা পাম লাগান। এই উদ্ভিদেরও এয়ার পিউরিফায়ার বৈশিষ্ট রয়েছে। ঘরের ভিতরের বাতাস শুদ্ধ করতে এর জুড়ি নেই। কোনও এলাকায় দূষণ বেশি হলেও এরিকা পাল লাগানোর পরামর্শ দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ দেশে অনেকেই বাড়ি সাজাতে এরিকা পাম লাগান। এই উদ্ভিদেরও এয়ার পিউরিফায়ার বৈশিষ্ট রয়েছে। ঘরের ভিতরের বাতাস শুদ্ধ করতে এর জুড়ি নেই। কোনও এলাকায় দূষণ বেশি হলেও এরিকা পাল লাগানোর পরামর্শ দেওয়া হয়।
পিস লিলি অপূর্ব দেখতে। বিশেষ করে এর ফুল। কিন্তু এই গাছ বাতাসও শুদ্ধ করে। যে সব এলাকায় দূষণের জেরে প্রাণ ওষ্ঠাগত, বাইরের দূষণ ঘরেও প্রবেশ করেছে, সেখানে বাড়ির ভিতর এরিকা পামের পাশাপাশি পিস লিলি লাগানো উচিত।
পিস লিলি অপূর্ব দেখতে। বিশেষ করে এর ফুল। কিন্তু এই গাছ বাতাসও শুদ্ধ করে। যে সব এলাকায় দূষণের জেরে প্রাণ ওষ্ঠাগত, বাইরের দূষণ ঘরেও প্রবেশ করেছে, সেখানে বাড়ির ভিতর এরিকা পামের পাশাপাশি পিস লিলি লাগানো উচিত।
আরেক বায়ু শুদ্ধকারী উদ্ভিদ হল জেড। দেখতে খুব সুন্দর। এক নজরে বনসাঁই মনে হতে পারে। এই গাছ ঘরে লাগালে বাতাসের গুণগত মান বৃদ্ধি পায়। শুধু তাই নয়, জেড উদ্ভিদ ধুলো এবং অ্যালার্জি সৃষ্টিকারী কণা থেকেও রক্ষা করে। জেড উদ্ভিদ রাতে বেশি অক্সিজেন নিঃসরণ করে, তাই এটা ড্রয়িং রুম বা বেডরুমেও লাগাতে বলা হয়।
আরেক বায়ু শুদ্ধকারী উদ্ভিদ হল জেড। দেখতে খুব সুন্দর। এক নজরে বনসাঁই মনে হতে পারে। এই গাছ ঘরে লাগালে বাতাসের গুণগত মান বৃদ্ধি পায়। শুধু তাই নয়, জেড উদ্ভিদ ধুলো এবং অ্যালার্জি সৃষ্টিকারী কণা থেকেও রক্ষা করে। জেড উদ্ভিদ রাতে বেশি অক্সিজেন নিঃসরণ করে, তাই এটা ড্রয়িং রুম বা বেডরুমেও লাগাতে বলা হয়।
আজকাল প্রায় সব বাড়িতেই মানি প্ল্যান্ট দেখা যায়। এটি শুধু দেখতে সুন্দরই নয়, চমৎকার এয়ার পিউরিফায়ারও বটে। জ্যোতিষশাস্ত্রেও একে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। বাড়ি বা অফিসের যে কোনও জায়গায় এই গাছ লাগানো যায়।
আজকাল প্রায় সব বাড়িতেই মানি প্ল্যান্ট দেখা যায়। এটি শুধু দেখতে সুন্দরই নয়, চমৎকার এয়ার পিউরিফায়ারও বটে। জ্যোতিষশাস্ত্রেও একে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। বাড়ি বা অফিসের যে কোনও জায়গায় এই গাছ লাগানো যায়।
লেডি পাম পাতার কিছু বিশেষ গুণ রয়েছে। বায়ু থেকে দূষিত কণা শুষে নেয়। লেডি পাম গাছের পাতা বাতাসে উপস্থিত বিষাক্ত গ্যাস, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক শোষণ করে। ফলে বায়ু শুদ্ধ থাকে।
লেডি পাম পাতার কিছু বিশেষ গুণ রয়েছে। বায়ু থেকে দূষিত কণা শুষে নেয়। লেডি পাম গাছের পাতা বাতাসে উপস্থিত বিষাক্ত গ্যাস, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক শোষণ করে। ফলে বায়ু শুদ্ধ থাকে।

Moneyplant Care Tips: শুকনো মৃতপ্রায় মানিপ্ল্যান্টকে ফের সতেজ করতে চান? করুন এই সহজ কাজ

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে মানিপ্ল্যান্ট রাখলে সহজেই অর্থপ্রাপ্তি হয় বলে বিশ্বাস প্রচলিত৷ তাছাড়া গৃহসজ্জাও বাড়িয়ে তোলে এই গাছ৷
বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে মানিপ্ল্যান্ট রাখলে সহজেই অর্থপ্রাপ্তি হয় বলে বিশ্বাস প্রচলিত৷ তাছাড়া গৃহসজ্জাও বাড়িয়ে তোলে এই গাছ৷

 

বলা হয়, মানিপ্ল্যান্টের নামে টাকা, কাজেও টাকা৷ সহজে পাওয়াও যায় এই গাছ৷ বেশি দাম দিয়ে কিনতে হয় না নার্সারি থেকে৷ সহজলভ্য এই গাছের যত্নও বিশেষ নিতে হয় না৷
বলা হয়, মানিপ্ল্যান্টের নামে টাকা, কাজেও টাকা৷ সহজে পাওয়াও যায় এই গাছ৷ বেশি দাম দিয়ে কিনতে হয় না নার্সারি থেকে৷ সহজলভ্য এই গাছের যত্নও বিশেষ নিতে হয় না৷

 

বাড়িতে মানিপ্ল্যন্ট খুব কম যত্নেই বেড়ে ওঠে৷ কিন্তু মাঝে মাঝে গাছ শুকিয়েও যায়৷ জেনে নিন কী করে মৃতপ্রায় মানিপ্ল্যান্টকে সজীব সতেজ করে তুলবেন৷
বাড়িতে মানিপ্ল্যন্ট খুব কম যত্নেই বেড়ে ওঠে৷ কিন্তু মাঝে মাঝে গাছ শুকিয়েও যায়৷ জেনে নিন কী করে মৃতপ্রায় মানিপ্ল্যান্টকে সজীব সতেজ করে তুলবেন৷

 

যদি মানিপ্ল্যান্ট মাটিতে থাকে, তাহলে দেখবেন যেন গাছের গোড়ায় জল জমে না থাকে৷ অতিরিক্ত জল দিলে গাছের ক্ষতি হয়৷
যদি মানিপ্ল্যান্ট মাটিতে থাকে, তাহলে দেখবেন যেন গাছের গোড়ায় জল জমে না থাকে৷ অতিরিক্ত জল দিলে গাছের ক্ষতি হয়৷

 

গাছের শুকিয়ে যাওয়া হলদেটে পাতা ফেলে দিন৷ যদি পাত্র বা টবের তুলনায় গাছ বেশি বড় হয়ে যায়, তাহলে বড় টবে নতুন মাটি দিয়ে গাছ বসান৷
গাছের শুকিয়ে যাওয়া হলদেটে পাতা ফেলে দিন৷ যদি পাত্র বা টবের তুলনায় গাছ বেশি বড় হয়ে যায়, তাহলে বড় টবে নতুন মাটি দিয়ে গাছ বসান৷

 

মানিপ্ল্যান্ট সব সময় উজ্জ্বল রৌদ্রালোকে রাখবেন৷ প্রতি ৪ থেকে ৬ সপ্তাহ অন্তর গাছে সার দেবেন৷ গাছে পোকা বাসা বেঁধেছে কিনা দেখুন৷ যদি পোকা লাগে, তাহলে কীটনাশক স্প্রে করুন৷
মানিপ্ল্যান্ট সব সময় উজ্জ্বল রৌদ্রালোকে রাখবেন৷ প্রতি ৪ থেকে ৬ সপ্তাহ অন্তর গাছে সার দেবেন৷ গাছে পোকা বাসা বেঁধেছে কিনা দেখুন৷ যদি পোকা লাগে, তাহলে কীটনাশক স্প্রে করুন৷

 

গাছের যত্ন নিতে হলে ধৈর্য দরকার৷ চটজলদি ফল কিন্তু পাবেন না৷ তাই হাতে সময় নিয়ে মানিপ্ল্যান্টের যত্ন নিতে থাকুন৷ ফল পাবেন সময় হলেই৷
গাছের যত্ন নিতে হলে ধৈর্য দরকার৷ চটজলদি ফল কিন্তু পাবেন না৷ তাই হাতে সময় নিয়ে মানিপ্ল্যান্টের যত্ন নিতে থাকুন৷ ফল পাবেন সময় হলেই৷

Easy Tips for Home Decor: আজই বাড়িতে আনুন এই ’ছোট্ট’ জিনিসগুলি, মন থাকবে চনমনে! অক্সিজেনেও ভরে উঠবে আপনার আস্তানা

বোস্টন ফার্ন: এটি ঘরের ভেতরের বাতাস পরিশুদ্ধ করে। এই গাছের প্রচুর জলের প্রয়োজন হয়, তাই বেডরুমের বাইরে ব্যালকনিতে রাখুন। এটিকে বেশি দিন ধরে ঘরে রাখতে হলে খেয়াল রাখবেন এই গাছে যেন আর্দ্রতা বজায় থাকে।
বোস্টন ফার্ন: এটি ঘরের ভেতরের বাতাস পরিশুদ্ধ করে। এই গাছের প্রচুর জলের প্রয়োজন হয়, তাই বেডরুমের বাইরে ব্যালকনিতে রাখুন। এটিকে বেশি দিন ধরে ঘরে রাখতে হলে খেয়াল রাখবেন এই গাছে যেন আর্দ্রতা বজায় থাকে।
স্নেক প্ল্যান্ট: গাছটি দেখতেও সাপের মতো, তাই এর নাম স্নেক প্ল্যান্ট। কিন্তু আপনি কি জানেন যে নাসাও এই গাছটিতে খুব ভাল একটি এয়ার পিরিফায়ার হিসাবে বর্ণনা করেছে। এই গাছে খুব বেশি সূর্যালোকের প্রয়োজন হয় না এবং এতে জলও কম দিতে হয়।
স্নেক প্ল্যান্ট: গাছটি দেখতেও সাপের মতো, তাই এর নাম স্নেক প্ল্যান্ট। কিন্তু আপনি কি জানেন যে নাসাও এই গাছটিতে খুব ভাল একটি এয়ার পিরিফায়ার হিসাবে বর্ণনা করেছে। এই গাছে খুব বেশি সূর্যালোকের প্রয়োজন হয় না এবং এতে জলও কম দিতে হয়।
ডাম্ব কেন: এই গাছের ডবল শেড যুক্ত পাতা রয়েছে যা দেখতে বেশ সুন্দর লাগে। এই গাছটি ঘরে অক্সিজেনের লেভেল একদম ঠিক রাখে।
ডাম্ব কেন: এই গাছের ডবল শেড যুক্ত পাতা রয়েছে যা দেখতে বেশ সুন্দর লাগে। এই গাছটি ঘরে অক্সিজেনের লেভেল একদম ঠিক রাখে।
স্পাইডার প্ল্যান্ট: স্পাইডার প্ল্যান্টের অনেক ভ্যারাইটি রয়েছে, তাই আপনি আপনার ইচ্ছামতো যে কোনও প্রকার চারা বেছে নিতে পারেন। এটি একটি হ্যাংগিং প্ল্যান্ট হিসাবে লাগানো যেতে পারে। আপনি চাইলে আপনার ব্যালকনিতে রাখতে পারেন বা লিভিং রুমেও রাখতে পারেন।
স্পাইডার প্ল্যান্ট: স্পাইডার প্ল্যান্টের অনেক ভ্যারাইটি রয়েছে, তাই আপনি আপনার ইচ্ছামতো যে কোনও প্রকার চারা বেছে নিতে পারেন। এটি একটি হ্যাংগিং প্ল্যান্ট হিসাবে লাগানো যেতে পারে। আপনি চাইলে আপনার ব্যালকনিতে রাখতে পারেন বা লিভিং রুমেও রাখতে পারেন।
পিস লিলি: এই গাছটি বাতাসের নোংরা দূষিত গ্যাস শুষে নিয়ে বাতাস পরিশুদ্ধ করে। আপনি এটিকে আপনার লিভিং রুমে রাখতে পারেন।
পিস লিলি: এই গাছটি বাতাসের নোংরা দূষিত গ্যাস শুষে নিয়ে বাতাস পরিশুদ্ধ করে। আপনি এটিকে আপনার লিভিং রুমে রাখতে পারেন।

Indoor Plants Benefits: পড়ার ঘরে রাখুন এই ইন্ডোর প্ল্যান্টগুলি! আপনার সন্তানের মন বসবে লেখাপড়ায়

ভারতীয় সমাজব্যবস্থায় সন্তানের লেখাপড়া তাদের বাবা মায়ের কাছেও মাথাব্যথার বড় কারণ। প্রত্যেক বাবা মায়ের চেষ্টার অন্ত থাকে না যাতে তাঁর সন্তানের মন পড়াশোনায় বসে।
ভারতীয় সমাজব্যবস্থায় সন্তানের লেখাপড়া তাদের বাবা মায়ের কাছেও মাথাব্যথার বড় কারণ। প্রত্যেক বাবা মায়ের চেষ্টার অন্ত থাকে না যাতে তাঁর সন্তানের মন পড়াশোনায় বসে।

 

কিছু ইন্ডোর প্ল্যান্টস আছে যেগুলি পড়াশোনায় মন বসাতে সাহায্য করে। সেরকমই মত পরিবেশবিদ ও উদ্ভিদবিদদের। সেরকমই কিছু ইন্ডোর প্ল্যান্টের কথা বলা হল যেগুলি ঘরে থাকলে বাচ্চাদের মনোসংযোগ করতে সাহায্য করে। বলছেন মনোবিদ মালথ্রি শিবরামন।
কিছু ইন্ডোর প্ল্যান্টস আছে যেগুলি পড়াশোনায় মন বসাতে সাহায্য করে। সেরকমই মত পরিবেশবিদ ও উদ্ভিদবিদদের। সেরকমই কিছু ইন্ডোর প্ল্যান্টের কথা বলা হল যেগুলি ঘরে থাকলে বাচ্চাদের মনোসংযোগ করতে সাহায্য করে। বলছেন মনোবিদ মালথ্রি শিবরামন।

 

ঘরোয়া বাঁশ গাছ বা ইন্ডোর ব্যাম্বুপ্ল্যান্ট পরিবেশগত দিক থেকে খুবই উপকারী। মনে করা হয় এই গাছ পড়ার ঘরে থাকলে স্টাডিরুমে থাকলে ছো়টদের মন বসে পড়ায়।
ঘরোয়া বাঁশ গাছ বা ইন্ডোর ব্যাম্বুপ্ল্যান্ট পরিবেশগত দিক থেকে খুবই উপকারী। মনে করা হয় এই গাছ পড়ার ঘরে থাকলে স্টাডিরুমে থাকলে ছো়টদের মন বসে পড়ায়।

 

স্টাডিজে রাখতে পারেন জুঁইফুলের গাছও। এই গাছ স্ট্রেস দূর করে। শান্তিপূর্ণ ভাইবস ছড়িয়ে পড়ে। তাই সুপরিবেশ রক্ষা করতে এই গাছ রাখুন পড়ার ঘরে।
স্টাডিজে রাখতে পারেন জুঁইফুলের গাছও। এই গাছ স্ট্রেস দূর করে। শান্তিপূর্ণ ভাইবস ছড়িয়ে পড়ে। তাই সুপরিবেশ রক্ষা করতে এই গাছ রাখুন পড়ার ঘরে।

 

পিস লিলি ইন্ডোর প্ল্যান্টও রাখতে পারেন সন্তানের স্টাডি রুমে। পরিবেশকে পজিটিভ ভাইভসে ভরিয়ে তোলে এই গাছ। এই গাছের সুমিষ্ট গন্ধও খুব পছন্দ বাচ্চাদের।
পিস লিলি ইন্ডোর প্ল্যান্টও রাখতে পারেন সন্তানের স্টাডি রুমে। পরিবেশকে পজিটিভ ভাইভসে ভরিয়ে তোলে এই গাছ। এই গাছের সুমিষ্ট গন্ধও খুব পছন্দ বাচ্চাদের।

 

স্টাডিরুমের জন্য অর্কিড প্ল্যান্টও ভাল অপশন। পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় এই গাছ।
স্টাডিরুমের জন্য অর্কিড প্ল্যান্টও ভাল অপশন। পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় এই গাছ।

Prevent Cats From House: সতর্ক না থাকলেই ঘরে বিড়াল ঢুকে দুধ চুরি? উৎপাত এড়াতে এই ৫ টোটকা মোক্ষম! ঘরে ঢুকবে না বিড়াল

বিড়ালরা প্রায়ই দুধের সন্ধানে সুযোগ পেলেই ঘরে ঢুকে পড়ে। আর কেউ কেউ তাতে বেশ বিরক্ত হন। এই পরিস্থিতিতে সর্বদা সতর্ক থাকতে হয়। বাড়ির সমস্ত দরজা-জানলা সব সময় বন্ধ রাখতে হয়। যাতে বিড়াল ঘরে ঢুকতে না পারে।
বিড়ালরা প্রায়ই দুধের সন্ধানে সুযোগ পেলেই ঘরে ঢুকে পড়ে। আর কেউ কেউ তাতে বেশ বিরক্ত হন। এই পরিস্থিতিতে সর্বদা সতর্ক থাকতে হয়। বাড়ির সমস্ত দরজা-জানলা সব সময় বন্ধ রাখতে হয়। যাতে বিড়াল ঘরে ঢুকতে না পারে।
কিন্তু সর্বক্ষণ জানলা বন্ধ করতে কি ভাল লাগে? ঘরে আলো বাতাসেরও তো প্রয়োজন। সেক্ষেত্রে এমন কিছু সমাধান আছে যাতে আপনি সারাক্ষণ সতর্ক না থাকলেও কুছ পরোয়া নেহি।
কিন্তু সর্বক্ষণ জানলা বন্ধ করতে কি ভাল লাগে? ঘরে আলো বাতাসেরও তো প্রয়োজন। সেক্ষেত্রে এমন কিছু সমাধান আছে যাতে আপনি সারাক্ষণ সতর্ক না থাকলেও কুছ পরোয়া নেহি।
এই কয়েকটি উপায়ে বিড়াল নিজে থেকেই আপনার বাড়ির চারপাশে ঘোরাঘুরি বন্ধ করে দেবে। কী সেই উপায়গুলি? বাড়িতে কিছু বৃক্ষরোপণের দরকার, জানুন কী কী।
এই কয়েকটি উপায়ে বিড়াল নিজে থেকেই আপনার বাড়ির চারপাশে ঘোরাঘুরি বন্ধ করে দেবে। কী সেই উপায়গুলি? বাড়িতে কিছু বৃক্ষরোপণের দরকার, জানুন কী কী।
ল্যাভেন্ডার- ল্যাভেন্ডারের গন্ধ নিশ্চয়ই আপনার খুব প্রিয়, কিন্তু জানেন কি, বিড়ালেরা মোটেও পছন্দ করে না। আর তাই এটির আশেপাশে ঘোরাফেরা করে না। গাছে উপস্থিত লিনালুল যৌগের কারণে এমনটি ঘটে। বাড়িতে লাগিয়ে ফেলুন এই গাছ।
ল্যাভেন্ডার- ল্যাভেন্ডারের গন্ধ নিশ্চয়ই আপনার খুব প্রিয়, কিন্তু জানেন কি, বিড়ালেরা মোটেও পছন্দ করে না। আর তাই এটির আশেপাশে ঘোরাফেরা করে না। গাছে উপস্থিত লিনালুল যৌগের কারণে এমনটি ঘটে। বাড়িতে লাগিয়ে ফেলুন এই গাছ।
পুদিনা- যদি আপনার বাগানে পুদিনা লাগানো থাকে, তাহলে বিড়ালকে তার চারপাশে ঘুরে বেড়াতে দেখতে পাবেন না। এটির সুগন্ধ একেবারেই না পসন্দ বিড়ালদের। তাই এই গাছটিও লাগিয়ে দেখতে পারেন।
পুদিনা- যদি আপনার বাগানে পুদিনা লাগানো থাকে, তাহলে বিড়ালকে তার চারপাশে ঘুরে বেড়াতে দেখতে পাবেন না। এটির সুগন্ধ একেবারেই না পসন্দ বিড়ালদের। তাই এই গাছটিও লাগিয়ে দেখতে পারেন।
রোজমেরি- বাড়ির জানলা বা দরজার কাছে রোজমেরি গাছ রাখুন। দেখবেন, আপনার ঘরে বিড়াল আসা বন্ধ হবে।
রোজমেরি- বাড়ির জানলা বা দরজার কাছে রোজমেরি গাছ রাখুন। দেখবেন, আপনার ঘরে বিড়াল আসা বন্ধ হবে।
লেমন গ্রাস- বিড়ালদের ঘর থেকে দূরে রাখতে চান? তাহলে বাড়ির আশপাশে লেমন গ্রাস লাগাতে পারেন। আসলে এর সুগন্ধ খুবই শক্তিশালী, যা বিড়ালদের একেবারেই সহ্য হয় না।
লেমন গ্রাস- বিড়ালদের ঘর থেকে দূরে রাখতে চান? তাহলে বাড়ির আশপাশে লেমন গ্রাস লাগাতে পারেন। আসলে এর সুগন্ধ খুবই শক্তিশালী, যা বিড়ালদের একেবারেই সহ্য হয় না।
জেড- বিড়ালরা জেড গাছ থেকে দূরে থাকে। আর তাই আপনি এই ইনডোর প্ল্যান্টটিকে আপনার বাড়ির সজ্জার সরঞ্জামে যুক্ত করতে পারেন। তাতে ঘরও সাজানো হল, বিড়ালও তাড়ানো হল।
জেড- বিড়ালরা জেড গাছ থেকে দূরে থাকে। আর তাই আপনি এই ইনডোর প্ল্যান্টটিকে আপনার বাড়ির সজ্জার সরঞ্জামে যুক্ত করতে পারেন। তাতে ঘরও সাজানো হল, বিড়ালও তাড়ানো হল।