Monkey: বাঁদরের বাঁদরামিতে আতঙ্কিত গোটা স্কুল! কামড়ে আহত ২ ছাত্র, তারপর….

বিগত প্রায় একসপ্তাহ ধরে একটি বাঁদরের বাঁদরামিতে আতঙ্কিত বাঁকুড়ার বড়জোড়া এলাকার বাসিন্দারা। বাঁদরের কামড়ে জখম দুই স্কুল ছাত্র সহ বেশ কয়েকজন বাসিন্দা।
বিগত প্রায় একসপ্তাহ ধরে একটি বাঁদরের বাঁদরামিতে আতঙ্কিত বাঁকুড়ার বড়জোড়া এলাকার বাসিন্দারা। বাঁদরের কামড়ে জখম দুই স্কুল ছাত্র সহ বেশ কয়েকজন বাসিন্দা। (প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া)
বাঁদরের কামড়ের আতঙ্কে বড়জোড়ার আট থেকে আশি সকলের ঘুম ছুটেছিল। বনদফতরের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে চেষ্টা চালিয়েও ব্যার্থ হয় বাঁদরটিকে ধরতে। অবশেষে সোমবার সন্ধ্যায় ঘুম পাড়ানি গুলি চালিয়ে জালে আটক করা হয় বাদরটিকে,স্বস্তি ফেরে বড়জোড়া এলাকায়।
বাঁদরের কামড়ের আতঙ্কে বড়জোড়ার আট থেকে আশি সকলের ঘুম ছুটেছিল। বনদফতরের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে চেষ্টা চালিয়েও ব্যার্থ হয় বাঁদরটিকে ধরতে। অবশেষে সোমবার সন্ধ্যায় ঘুম পাড়ানি গুলি চালিয়ে জালে আটক করা হয় বাদরটিকে,স্বস্তি ফেরে বড়জোড়া এলাকায়।
একসপ্তাহ সময়কাল ধরে একটি বাঁদরের অত্যাচারে অতিষ্ঠ, ভীত আতঙ্কিত বাঁকুড়া জেলার বড়জোড়া এলাকার বাসিন্দারা। বাঁদরের কামড়ে আক্রান্ত বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে দুই ছাত্র। বড়জোড়ার রাজারবাঁধ,বিজয় ময়দান সহ বেশ কিছু এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল বাঁদরটি। এলাকার বাসিন্দারা অনেকেই বাঁদরের আক্রমণ শিকার হন ।
একসপ্তাহ সময়কাল ধরে একটি বাঁদরের অত্যাচারে অতিষ্ঠ, ভীত আতঙ্কিত বাঁকুড়া জেলার বড়জোড়া এলাকার বাসিন্দারা। বাঁদরের কামড়ে আক্রান্ত বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে দুই ছাত্র। বড়জোড়ার রাজারবাঁধ,বিজয় ময়দান সহ বেশ কিছু এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল বাঁদরটি। এলাকার বাসিন্দারা অনেকেই বাঁদরের আক্রমণ শিকার হন ।
সোমবার দুপুর নাগাদ হঠাৎ করেই দামাল বাঁদরটি ঢুকে পড়ে বড়জোড়া হাইস্কুল প্রাঙ্গনে। ছাত্ররা আতঙ্কে ক্লাসে ঢুকে পড়ে,দরজা,জানালা বন্দ করে দেয়। বড়জোড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বনদফতরকে খবর দিলে, কর্মীরা স্কুলে পৌঁছে কয়েক ঘণ্টা বাঁদরটিকে ধরার চেষ্টা করলেও প্রথমে ব্যর্থ হয়। পরে ঘুমপাড়ানি গুলি চালিয়ে জাল পেতে দীর্ঘক্ষণের চেষ্টায় বাঁদর আটক করে নিজেদের কব্জায় নেয়। হাঁফ ছেড়ে বাঁচেন স্কুল কর্তৃপক্ষ থেকে বড়জোড়া এলাকার বাসিন্দারা সকলেই।
সোমবার দুপুর নাগাদ হঠাৎ করেই দামাল বাঁদরটি ঢুকে পড়ে বড়জোড়া হাইস্কুল প্রাঙ্গনে। ছাত্ররা আতঙ্কে ক্লাসে ঢুকে পড়ে,দরজা,জানালা বন্দ করে দেয়। বড়জোড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বনদফতরকে খবর দিলে, কর্মীরা স্কুলে পৌঁছে কয়েক ঘণ্টা বাঁদরটিকে ধরার চেষ্টা করলেও প্রথমে ব্যর্থ হয়। পরে ঘুমপাড়ানি গুলি চালিয়ে জাল পেতে দীর্ঘক্ষণের চেষ্টায় বাঁদর আটক করে নিজেদের কব্জায় নেয়। হাঁফ ছেড়ে বাঁচেন স্কুল কর্তৃপক্ষ থেকে বড়জোড়া এলাকার বাসিন্দারা সকলেই।
বাঁদরের বাঁদরামিতে আতঙ্কিত বড়জোড়ার বাসিন্দারা স্কুল ছাত্র সহ আক্রান্ত বেশ কয়েকজন৷ বনবিভাগের দীর্ঘ চেষ্টায় ঘুম পাড়ানি গুলি চালিয়ে, জালে আটক হনুমান বাবাজি৷
বাঁদরের বাঁদরামিতে আতঙ্কিত বড়জোড়ার বাসিন্দারা স্কুল ছাত্র সহ আক্রান্ত বেশ কয়েকজন৷ বনবিভাগের দীর্ঘ চেষ্টায় ঘুম পাড়ানি গুলি চালিয়ে, জালে আটক হনুমান বাবাজি৷