Tag Archives: Monkey

Monkey viral video: বাড়িতে ঢুকে পিউরিফায়ারের জল খাচ্ছে হনুমান, ভাইরাল ‘স্মার্ট হনুমানের’ ভিডিয়ো

বাঁদরের অনেক ব্য়বহারই মানুষকে মজা দেয়। বাঁদর অনেক সময়ই নকল করতে গিয়ে মানুষের অনেক ব্য়বহারই এতই অবিকল নকল করে ফেলে, যে ভাইরাল হয়ে যায় তাদের আচরণ। তেমনই বেঙ্গালুরুতে ভাইরাল হল এক তৃষ্ণার্ত বাঁদরের জল খাওয়ার ভিডিয়ো।

আরও খবর: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

বেঙ্গালুরু-সহ দক্ষিণ ভারত জুড়ে চলছে তীব্র জলসঙ্কট। জলের জোগান দিতে হিমশিম খাচ্ছে সরকারও। তার মধ্যেই ভাইরাল হয়েছে বাঁদরের জল খাওয়ার একটি ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বাঁদর রান্নাঘরে ঢুকে পিউরিফায়ার থেকে জল খাওয়ার চেষ্টা করছে। কল দিয়ে জল পড়ছে না দেখে কিছু ক্ষণ চেষ্টার পরে পিউরিফায়ারের কল খুলে জল খাওয়া শুরু করে। বারান্দায় বসে থাকা অন্য একটি বাঁদর সেই বাঁদরটির জল খাওয়া দেখছে।

আরও খবর: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে

বাঁদরের এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই নেটাগরিকদের মনে প্রশ্ন যে মানুষের সঙ্গে কি পশুপাখিরাও পানীয় জলের সমস্য়ার মুখোমুখি হচ্ছে। ভাইরাল ভিডিয়োটির ক্যাপশানে লেখা আছে, ’বাঁদর তৃষ্ণার্ত: জলের সন্ধানে রান্নাঘরের জানলা দিয়ে হানা দিচ্ছে। বেঙ্গালুরুর জল সঙ্গটের কারণে শুধু মানুষ নয়, সমস্যায় পড়ছে পশুপাখিরাও সমস্যায় পড়ছে। আসুন তাদের জন্য জল বাঁচাতে সাহায্য় করি’।

Local News: হনুমানের জন্য একেক দিন একেক মেনু! সামান্য আইসক্রিম বিক্রেতার কাণ্ড শুনলে চমকাবেন

পশ্চিম মেদিনীপুর: সারাদিনের রোজগার যৎসামান্য। তাও আবার কোনওদিন রোজগার হয় তো কোনওদিন হয় না। শীত কিংবা বর্ষার সময় তো ব্যবসা বন্ধ। তবে যে আগ্রহ নিয়ে শুরু করেছিলেন সেই আগ্রহে কোথাও খামতি হয়নি তাঁর। সকালে উঠে নিজে হয়ত খেতে ভুলে যান, কিন্তু ভোলেন না হনুমানদের খাওয়াতে। সকাল থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন হনুমানদের খাওয়ানোর জন্য। এতেই তৃপ্তি পান পেশায় আইসক্রিম বিক্রেতা দেবকুমার দত্ত।

আরও পড়ুন: জলদাপাড়ায় এলেই গন্ডারের দেখা নিশ্চিত! পড়ে পাওয়া সুযোগ চেটেপুটে উপভোগ করছেন পর্যটকরা

প্রতিদিন খাবার পেয়ে হনুমানেরাও দাঁতনের দেবকুমারবাবুর রীতিমত ভক্ত হয়ে উঠেছে। তাঁর হাত থেকে খাবার কেড়ে খায় হনুমানেরা, এমনকি নির্ভয়ে কোলেও উঠে পড়ে। এলাকা ঘুরে প্রতিদিন হনুমানদের খাওয়ানোই নেশা এই নিঃসঙ্গ ব্যক্তির। দাঁতন-১ ব্লকের সরাইবাজার এলাকার বাসিন্দা দেবকুমার দত্ত। ছিপছিপে চেহারা। দেহে তেমন শক্তি-সামর্থ্য না থাকলেও মনের জোর অদম্য। তিনি পেশায় আইসক্রিম বিক্রেতা। ঠেলাগাড়িতে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন।

প্রতিদিন নিয়ম করে হনুমানদের বিস্কুট, ছোলা, কলা, মুড়ি, ডালভাজা খাওয়ান। এক একদিন এক একরকম মেনু। প্রতিদিন হনুমানকে খাওয়াতে তার খরচ হয় প্রায় একশো টাকা কখনও বা তারও বেশি। ব্যবসার লভ্যাংশ থেকেই চলে এই হনুমান সেবা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দেবকুমারবাবুর আপন বলতে কেউ নেই, এই হনুমানরাই তাঁর প্রিয়জন। ছোটবেলার বাবা-মা মারা গিয়েছিল, নিজে বিয়ে করেননি। অন্যের বাড়িতে থাকেন। সেই পরিবারের বৃদ্ধ-বৃদ্ধাদের দেখভাল করেন। এই করেই জীবন কাটছে তাঁর। সঙ্গে জীব সেবা। জীবসেবার মধ্য দিয়েই যেন তাঁর ঈশ্বর সেবা হচ্ছে।

রঞ্জন চন্দ

Bengali News: ট্রেন ধরতে এলেই ব্যাগ থেকে খাবার ছিনতাই করে নিচ্ছে ওরা! পাঁশকুড়া স্টেশনে নতুন বিপদ

পূর্ব মেদিনীপুর: ভারতীয় রেলের পাঁশকুড়া জংশন চত্বরে নতুন বিপত্তি, তাতেই আতঙ্কে যাত্রীরা। ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব রেল শাখার খড়গপুর ডিভিশনের অতি গুরুত্বপূর্ণ জংশন পাঁশকুড়া। প্রতিদিন অসংখ্য এক্সপ্রেস ট্রেন ও লোকাল ট্রেন এই জংশনের ওপর দিয়ে যাতায়াত করে। সেই গুরুত্বপূর্ণ স্টেশনে দেখা দিয়েছে নতুন বিপদ। প্ল্যাটফর্ম ও ওভার ব্রিজের রাস্তায় অনাহুতদের হানায় আতঙ্কিত যাত্রীরা। যখন তখন হানা দিয়ে ছিনিয়ে নিচ্ছে ব্যাগ। ফলে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুজোর উন্মাদনাকেও হার মানাবে, গৌড়েশ্বর নদীতে সরস্বতী বিসর্জন যেন এক উৎসব

এই অনাহুত আতঙ্কের নাম একদল বাঁদর সেনা। দল বেঁধে আক্রমণ করছে পাঁশকুড়া জংশন স্টেশনের সাধারণ যাত্রীদের। এই বাঁদরের উৎপাতে নাজেহাল যাত্রী থেকে রেলকর্মী সকলে। বাঁদরেরা কখনও ওভার ব্রিজে যাতায়াতের পথে যাত্রী সাধারনের ব্যাগ ধরে টানাটানি করছে, আবার কখনও প্ল্যাটফর্মে ট্রেনের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীর ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে। প্লাটফর্মে থাকা খাবারের স্টলগুলোতেও হানা দিচ্ছে বাঁদরেরা। তুলে নিয়ে যাচ্ছে পছন্দমত খাবার। কোনও যাত্রীর ব্যাগে খাবার দেখলে তো আর ছাড় নেই! যতক্ষণ না ওই যাত্রী বাঁদরদের উদ্দেশ্যে ব্যাগে থাকা খাবার ছুঁড়ে দিচ্ছে ততক্ষণ অত্যাচার চলতেই থাকছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এসমধ্যেই বাঁদরের আঁচড় ও কামড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এই স্টেশনে ট্রেন ধরতে আসাটাই এখন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় রেল কর্তৃপক্ষ বাঁদর তাড়াতে উপযুক্ত পদক্ষেপ করুক বলে চাইছেন যাত্রীরা।

সৈকত শী

যখন তখন হামলা! ঘায়েল অনেকেই, ভয়ে কাঁটা হাওড়ার একাধিক গ্রাম

যখন তখন হামলা। গ্রামের মধ্যে তাণ্ডব। হনুমানের আতঙ্কে ভয়ে কাঁটা হাওড়ার একাধিক গ্রাম। বনদফতরের দিকে আঙুল স্থানীয়দের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন দফতরের প্রতিমন্ত্রীর।

Maheshtala News: মহেশতলায় হনুমানের তাণ্ডব, অতিষ্ঠ বাসিন্দারা, আহত অনেকে

মহেশতলায় হনুমানের তাণ্ডব। মহেশতলার দৌলতপুরে হনুমান আতঙ্ক। দু’দিন ধরে এলাকায় হনুমানের তাণ্ডব। হনুমানের হামলায় আহত বেশ কয়েকজন। হনুমান ধরার চেষ্টা বনদফতরের।

বাঁদর ঘুড়ি ওড়াচ্ছে ! অবাক কান্ড দেখে হাসির ফোয়ারা সোশ্যাল মিডিয়াতে

আমাদের দেশে নতুন বছরের শুরুতেই হিন্দুদের মহা উৎসব মকরসংক্রান্তি শুরু হয়ে যায়। সব বয়সের লোকেরাই এই উৎসবে পরিপূর্ণভাবে যোগদান করে বিশেষ করে শিশু এবং প্রাপ্তবয়স্করা। ভিন্ন রঙের , ভিন্ন আকারের ঘুড়ির বাহারে আকাশ রঙের খেলায় মেতে ওঠে। প্রীতিটি বাড়ির ছাদে লোকেদের জমায়েত এবং সঙ্গে চলে খাওয়া দাওয়া ও গান বাজনা। সত্যি এইসব সুন্দর মুহূর্তকে ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের দেশে এমন দৃশ্য সবার কাছেই খুবই পরিচিত। এমন উৎসবের পরিবেশে আপনি কি কখনও বাঁদরকে ঘুড়ি ওড়াতে দেখেছেন ?

ছোট থেকেই আমরা আমাদের চারিপাশে বাঁদরদের এমন অনেক কীর্তিকলাপ দেখেছি যা আমাদের হতবাক করে দেয়। ইন্টারনেটও বাঁদরের অনেক মজার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে আমরা তাদের মানুষের মতোই এমন অনেক কাজ করতে দেখেছি যা আমাদের চোখকে অবাক করে দিয়েছে। বাঁদরের হাস্যকর সব ক্লিপ আজও আমাদের প্রানখুলে হাসতে এবং আমাদের স্ট্রেস ভুলে যেতে সাহায্য করে।
চারিদিকে যখন উৎসবের মেজাজ , লোকেদের মুখচোখে প্রতিদ্বন্দ্বীকে হারাবার আর ঘুড়ির লড়াইয়ে জিতে যাওয়ার উচ্ছাস ,ঠিক তখনি একটি বাঁদরকে একটা বাড়ির ছাদে বসে ঘুড়ি ওড়াতে দেখা যায়। অবাক হচ্ছেন কি ? ব্যাপারটা আশ্চর্য্যের হলেও একদম সত্যি। মানুষকে নকল করে সম্প্রতি বাঁদরের এই ঘুড়ি ওড়াবার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

এমন ঘটনার সাক্ষী ওখানকার অনেক বাসিন্দাকেই এই ভাইরাল ভিডিওতে উল্লাস করতে শোনা গেছে। এই অবাক করা দৃশ্যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে হাসির ফোয়ারা উঠেছে। মানুষ যে ঘুড়ি ওড়াতে পটু সেকথা আর নতুন কি , কিন্তু কোন বাঁদর যে এতো সুন্দরভাবে ঘুড়ি ওড়াতে পারে সেটা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই ভিডিওটি এখানে দেখুন-

 

View this post on Instagram

 

A post shared by ♡ ❣️?????? (@sad_status_songs_)


গত ১৪ই জানুয়ারী এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। সেখানে দেখা যায় দূরে একটা বাড়ির ছাদে একটি বাঁদর আরামে বসে ঘুড়ির স্ট্রিং ধরে এদিক ওদিক টান মারছে, ঠিক যেভাবে মানুষ আকাশে আরও উঁচুতে ঘুড়ি ওড়াতে চেষ্টা করে। বাঁদরটিকে খুবই কৌতূহলের সঙ্গে ঘুড়িটিকে আস্তে আস্তে টেনে নিচে নামাতে দেখা যায়। মুহূর্তেই সে ঘুড়িটিকে এদিকে ওদিকে ঘুরিয়ে দেখতে থাকে। হয়তো বোঝার চেষ্টা করছিল কিভাবে এটা আকাশে ওড়ানো যায়।

ভিডিওটির টেক্সচুয়াল লেআউটে লেখা আছে “ইয়ানহা কে বান্দর তাক পতংবাজি কে শৌকিন হ্যায়। (এখানে বানররাও ঘুড়ি ওড়ানো পছন্দ করে)।
ভিডিওর ভিজ্যুয়াল ফুটেজ দেখে মনে হয় ভিডিওটি রাজস্থানের জয়পুরে রেকর্ড করা হয়েছে। এই হাস্যকর ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে ৪.৫ মিলিয়নেরও বেশি ভিউ এবং ৪৪০ হাজার লাইকস পেয়েছে। নেটিজেনরা কমেন্ট বক্সে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে।

একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন “ইয়ে সহি সে উদ নেহি রাহা (এটি সঠিকভাবে উড়ছে না)”
অপর একজন ব্যঙ্গ করে বলেছেন “ইয়ে ইন্ডিয়া হ্যায়, ইয়ানহা পার কুছ ভি হো সক্ত হ্যায় ইয়াহা (এটা ভারত, এখানে অনেক কিছুই ঘটতে পারে),”
অনেকে আবার হাসির ইমোজি পোস্ট করে নিজেদের অনুভূতি কমেন্ট বক্সে প্রকাশ করেছেন।

Viral Video: চশমা নিয়ে দৌড় বাঁদরের! ফেরত পেতে কী ‘ঘুষ’ দিলেন ব্যক্তি? দেখুন ভাইরাল ভিডিও

#নয়াদিল্লি: বাঁদরের বাঁদরামি বলে কথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে (Viral Video) তেমনই বাঁদরামির কাণ্ড দেখা গিয়েছে। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। আইপিএস অফিসার রুপিন শর্মা নিজের ট্যুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন (Viral Video)। তাতে দেখা গিয়েছে, এক ব্যক্তি নিজের চুরি যাওয়া চশমা ফিরে পেতে বাঁদরের সঙ্গে দরাদরি করছেন। ভিডিওতে দেখা গিয়েছে, লোকটির চশমা চুরি করে একটি লোহার খাঁচার মতো জায়গার উপর উঠে বসে রয়েেছ বাঁদরটি।

ভিডিওতে দেখা গিয়েছে, সেই লোহার খাঁচার নীচে দাঁড়িয়ে রয়েছেন ওই ব্যক্তি। চশমা ফিরে পেতে বাঁদরটিকে তিনি একটি ফলের রসের প্যাকেট দেওয়ার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে হাত থেকে সেটি বাঁদরটি যখন নিতে যাচ্ছে, তখন তিনি সেটি ধরে রেখে আরেক হাত পেতে চশমাটি চাইছেন। বাঁদরও বেশ চালাক। লোকটির দেখাদেখি চশমাটি মাটিতে গড়িয়ে দিয়ে আরেক হাতে সেই জুসের প্যাকেকটি টেনে নিয়েছে সে। নিমেষে এই ভিডিও নজর কেড়েছে নেটিজেনের।

আরও পড়ুন: দুই মাথা-তিন চোখ নিয়ে ভূমিষ্ঠ হল গো-শাবক, গ্রামে যেন উৎসব! তুমুল ভাইরাল এই ভিডিও…

আইপিএস অফিসার রুপিন শর্মা এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্মার্ট বাঁদর, এক হাতে দাও, এক হাতে নাও’। ভিডিওটি প্রায় ২০ হাজার বার দেখা হয়েছে। প্রায় ২০০০ মানুষ লাইক দিয়েছেন তাতে। প্রচুর মানুষ শেয়ারও করেছেন বাঁদরের এই বাঁদরামির ভিডিও। এক ইউজার লিখেছেন, বহু ভারতীয় মন্দিরে এভাবেই বাঁদরদের ট্রেনিং দেওয়া হয়। যেমন বারাণসী, মথুরা ও বৃন্দাবন।

আরও পড়ুন: দই ও তেঁতুলের চাটনি দিয়ে রসগোল্লার চাট, খেয়েছেন? তুমুল ভাইরাল ভিডিও…

আরেক ইউজার লিখেছেন, বৃন্দাবনে চুরি করা জিনিস যতক্ষণ না বাঁদরকে কিছু দেওয়া হচ্ছে, ততক্ষণ সে ফেরত দেয় না। খাবার বা কোনও পানীয় দিলে তবেই সেটি ফেরত পাওয়া যায়। আপনার কেমন লাগল ভিডিওটি?

বাঁদরের বাঁদরামিতে নাকাল বাঘ, ভাইরাল ভিডিও দেখে হেসে কুটোপাটি নেটিজেনরা!

#দেরাদুন: বাঘ যে বনের রাজা এটা আমরা সবাই জানি। মাটির উপরে সদর্পে ঘুরে বেড়ায়। যদিও চিতা বাঘ দিব্যি গাছের ডালে ডালে ঘুরে বেড়াতে পারে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের পক্ষে সেটা একটু হলেও মুশকিল। আর সেই সুযোগেই মস্ত বাঘকে নাকানি-চোবানি খাইয়ে দিল এক বাঁদর। আর যে বাঘ সামনে এলেই দাঁতে দাঁত লেগে যায় সবার, তাকে যে বোকা বানিয়ে দিতে পারে এক বাঁদর, তার প্রমাণ পাওয়া যাচ্ছে এক ভিডিওতে। জিম করবেট ন্যাশনাল পার্কের ঘটে যাওয়া ঘটনার এই ভিডিও শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ আঙ্গুসামি।

ছোট্ট এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি মাঝারি মাপের গাছের মগডালে বসে আছে একটি বাঘ, আর গাছের নিচের দিকে ডাল ধরে ঝুলছে একটি বাঁদর। এমনিতে বাঘ হরিণ, বন্য শুয়োর এসব ধরে খায়। তবে মাঝে মাঝে স্বাদ বদল করতে বাঁদরও খেয়ে থাকে। কিন্তু বাঘ বেচারা জানত না যে গাছ হচ্ছে বাঁদরের রাজত্ব। গাছের ডালে ডালেই সে ঘুরে বেড়ায়। গাছের উপরে বাঘ যত নিচের দিকে নামতে থাকে, খেলা তত জমে ওঠে। আরেকটু নিচে নামতেই ঝুলন্ত বাঁদর গাছের ডাল ছেড়ে পগার পার। আর তার আচমকা ছেড়ে দেওয়া ডালের ধাক্কায় মুখ থুবড়ে হুড়মুড় করে মাটিতে পড়ে যাচ্ছে বাঘ বাবাজি।

ভিডিওর নিচে অঙ্গুসামি লেখেন যে দুর্বলতা নয়, সব সময় নিজের যে শক্তি সেটা কাজে লাগাও। জনপ্রিয় পপ তারকা জেনিফার লোপেজ ( Jennifer Lopez) এই কথা একবার বলেছিলেন।

বনের রাজাকে এইভাবে নাকাল করার ভিডিও দেখে পেটে খিল ধরে গিয়েছে নেটিজেনদের। কমেন্টও এসেছে অনেক। একজন বলেছেন যে বাঘ আচমকা মাটিতে পড়ে ঠিক কী ভাবছে? সে ভাবছে এই রে আমায় কেউ দেখে ফেলেনি তো!

এই ভিডিও আসলে প্রায় চার বছরের পুরনো। ২০১৬ সালে এটি শেয়ার করা হয়েছিল। তাই লাইক আর কমেন্ট যে অসংখ্য হবে সেটা বলাই বাহুল্য।

অনেক নেটিজেন বলেছেন যে এই ভিডিও দেখে মানুষেরও শিক্ষা নেওয়া উচিত! বিপদের সময় কী ভাবে মাথা ঠাণ্ডা রাখতে হয় সেটাই এই বাঁদরের থেকে শেখা উচিত বলে মনে করছেন নেটিজেনরা!