Monsoon Home Care Tips: বর্ষায় স্যাঁতসেঁতে দেওয়াল-মেঝে? রুম- ফ্রেশনারে টাকা খরচ নয়,এই সহজ ঘরোয়া টোটকায় ঘর নিমেষে হবে সুগন্ধী

বৃষ্টির দিনে স্যাঁতসেঁতে হয়ে পড়ছে আপনার ঘর। যার জেরে ঘরে কটু বন্ধ পাচ্ছেন। সেজন্য জানুন এই স্যাঁতসেঁতে ভাব দূর করার উপায়।
বৃষ্টির দিনে স্যাঁতসেঁতে হয়ে পড়ছে আপনার ঘর। যার জেরে ঘরে কটু বন্ধ পাচ্ছেন। সেজন্য জানুন এই স্যাঁতসেঁতে ভাব দূর করার উপায়।
বাড়িতে ফ্যান চালিয়ে রাখলে তা ঘরের পরিবেশ শুষ্ক রাখতে সাহায্য করে। বৃষ্টির দিনগুলিতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফ্যান চালিয়ে রাখলে ঘরের আর্দ্রতা দূর হয়।
বাড়িতে ফ্যান চালিয়ে রাখলে তা ঘরের পরিবেশ শুষ্ক রাখতে সাহায্য করে। বৃষ্টির দিনগুলিতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফ্যান চালিয়ে রাখলে ঘরের আর্দ্রতা দূর হয়।
লেবু পাতা, ল্যাভেন্ডার, দারচিনি জলে ভিজিয়ে রেখে সেই জলও ঘরে স্প্রে করতে পারেন। এতেও ঘরে সুন্দর গন্ধ হবে।
লেবু পাতা, ল্যাভেন্ডার, দারচিনি জলে ভিজিয়ে রেখে সেই জলও ঘরে স্প্রে করতে পারেন। এতেও ঘরে সুন্দর গন্ধ হবে।
ঘরের ভিতরে যদি সোঁদা গন্ধ হয়, তা হলে ঘরোয়া উপায়েই তা দূর করুন। দু’ভাগ জলের সঙ্গে এক ভাগ হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে নিন। এ বার একটি স্প্রে-র বোতলে ভরে বাথরুম-সহ ঘরে এটি ছড়িয়ে দিন। মুহূর্তে চলে যাবে স্যাঁতস্যাঁতে গন্ধ। ভিনিগারও কার্যকরী হতে পারে এই ব্যাপারে। ভিনিগারের সঙ্গে বেকিং সোডা মিশলে তা সুন্দর রুম ফ্রেশনারের কাজ করে।
ঘরের ভিতরে যদি সোঁদা গন্ধ হয়, তা হলে ঘরোয়া উপায়েই তা দূর করুন। দু’ভাগ জলের সঙ্গে এক ভাগ হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে নিন। এ বার একটি স্প্রে-র বোতলে ভরে বাথরুম-সহ ঘরে এটি ছড়িয়ে দিন। মুহূর্তে চলে যাবে স্যাঁতস্যাঁতে গন্ধ। ভিনিগারও কার্যকরী হতে পারে এই ব্যাপারে। ভিনিগারের সঙ্গে বেকিং সোডা মিশলে তা সুন্দর রুম ফ্রেশনারের কাজ করে।
বন্ধ ঘরে ছত্রাক ও পোকামাকড় সহজেই বৃদ্ধি পেতে পারে, সেজন্য এখানে কীটনাশক ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত একদিন রান্নাঘর ও বাথরুম জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।
বন্ধ ঘরে ছত্রাক ও পোকামাকড় সহজেই বৃদ্ধি পেতে পারে, সেজন্য এখানে কীটনাশক ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত একদিন রান্নাঘর ও বাথরুম জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।
বৃষ্টির দিনে ঘরের ভেতরে ভেজা জামাকাপড় শুকোবেন না ও স্নানের পর বাথরুম মুছে রাখুন যাতে জল না জমে।
বৃষ্টির দিনে ঘরের ভেতরে ভেজা জামাকাপড় শুকোবেন না ও স্নানের পর বাথরুম মুছে রাখুন যাতে জল না জমে।
আসবাবপত্রের নীচে কাঁচের পাত্রে এক টুকরো সালফার বা গন্ধক রেখে দিন। এতে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে আসবাব মুক্ত থাকবে।
আসবাবপত্রের নীচে কাঁচের পাত্রে এক টুকরো সালফার বা গন্ধক রেখে দিন। এতে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে আসবাব মুক্ত থাকবে।
আলমারিতে কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন রেখে দিন। এতে জামা-কাপড়ের গন্ধ দূর হবে।
আলমারিতে কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন রেখে দিন। এতে জামা-কাপড়ের গন্ধ দূর হবে।