ভারত-মার্কিন বন্ধুত্ব আরও শক্তিশালী, ট্রাম্পকে ট্যুইটারে ধন্যবাদ জানালেন মোদি

#নয়াদিল্লি: ভারতে ভেন্টিলেটর দান করবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ শনিবার সকালেই ট্যুইটারে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্পকে এ বার ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, এই অতিমারির পরিস্থিতিতে সব দেশকে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে৷

ট্যুইটারে মোদি লিখেছেন, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই অতিমারির বিরুদ্ধে একসঙ্গেই লড়তে হবে৷ বিশ্বের স্বাস্থ্য ফেরাতে ও COVID19 মুক্ত করতে প্রতিটি দেশের হাতেহাত মিলিয়ে কাজ করতে হবে৷’

করোনা মোকাবিলায় ভারতকে বিনামূল্যে ভেন্টিলেটর দেবে আমেরিকা, ট্যুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ট্যুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমেরিকা আমাদের বন্ধু ভারতকে ভেন্টিলেটর দান করবে। এই মহামারির সময় আমরা ভারত এবং নরেন্দ্র মোদির পাশে রয়েছি। প্রতিষেধক তৈরির ক্ষেত্রেও আমরা একে অপরকে সহযোগিতা করছি। একসঙ্গে আমরা এই অদৃশ্য শত্রুকে ধ্বংস করব।’

এর আগে করোনা মোকাবিলায় প্রচুর পরিমাণে হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকায় পাঠিয়েছিল ভারত৷ এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকাও ৷