প্রতিযোগিতায় সফল মা ও মেয়ে

Paschim Medinipur News: রাজ্যস্তরের যোগা প্রতিযোগিতায় মা ও মেয়ের নজরকাড়া সাফল্য!

পশ্চিম মেদিনীপুর: বাড়িতে অন্যান্য কাজের পর মা ও মেয়ে মিলে চলে, যোগা অনুশীলন। স্থানীয় একটি ক্লাবে নিয়মিত যোগব্যায়ামের তালিম নেন। সম্প্রতি হাওড়ার বাগনানে আয়োজিত রাজ্যস্তরীয় যোগা প্রতিযোগিতায় মা এবং মেয়ের সাফল্য নজর কেড়েছে সকলের। অন্যান্য কাজের অবসরে ফাঁকা সময়ে মা এবং মেয়ে দু’জনে মিলে অনুশীলন করে মিলেছে এই সাফল্য। তাঁদের কৃতিত্বে গর্বিত পরিবারের লোকজন থেকে সকলে।

শরীর সুস্থ রাখার তাগিদে এক বছর ধরে চলছে যোগা শিক্ষা। তিনি সংগীত এবং নৃত্য বিষয় নিয়ে পড়াশোনা করলেও শরীর সুস্থ রাখার কারণে শুরু করেছিলেন যোগব্যায়ামের চর্চা। অন্যদিকে ছোট্ট খুদে মেয়ে পড়ে প্রাক প্রাথমিকে, সেও প্রায় বছরখানেক ধরে শিখছে যোগা।তবে সম্প্রতি হাওড়ার বাগনানে আয়োজিত রাজ্যস্তরীয় যোগা প্রতিযোগিতায় মা এবং মেয়ের পুরস্কার জয় অবাক করেছ সকলকে।

আরও পড়ুন- অফিসারের হবু স্ত্রীর বুকে লাথি! জেলে ঢুকিয়ে যৌন হেনস্থা, অশ্লীল আচরণের অভিযোগ! 

পশ্চিম মেদিনীপুরের খয়েরুল্লা চকের বাসিন্দা সঞ্চিতা কুইলা। যিনি পরিবার সামলেও নিয়মিত যোগব্যায়ামের অনুশীলন করেন। শুধু তাই নয়, মেয়ে অদিতি কর্মকার পড়াশোনো, স্কুলের পাশাপাশি বাড়িতে এবং প্রশিক্ষকের কাছে যোগব্যায়ামের অনুশীলন করে। এছাড়াও বাড়িতে যখন সময় পায়, মা এবং মেয়ে দুজনে মিলে একে অপরকে সাহায্য করে চলে তাদের অনুশীলন। স্বাভাবিকভাবে মা এবং মেয়ের কঠোর পরিশ্রমে মিলেছে এই সফলতা। নিতান্তই শরীর সুস্থ রাখার কারণে শেখা যোগব্যায়াম। তবে একাধিক প্রতিযোগীদের হারিয়ে এই সফলতা মেলায় খুশি সকলে।

আরও পড়ুন- দু’চোখের দৃষ্টি হারানোর পরেও অনায়াসেই সাইকেল সারাই করেন ৭০ বছরের এই বৃদ্ধ

বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে মেয়েরা। পরিবার সামলে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা দেখিয়েছে বাড়ির মহিলারা। সম্প্রতি একাধিক প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে মা এবং মেয়ের পুরস্কার জয় অবাক করেছে সকলকে। মিলেছে প্রশংসা। দু’জনের উদ্যোগ এবং চিন্তাভাবনা সমাজের কাছে দৃষ্টান্ত।

রঞ্জন চন্দ