MS Dhoni Love Story: মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী রাওয়াতের প্রেমকাহিনি কিন্তু চরম প্রেমের, শুনলে গায়ে কাঁটা দেবে! কীভাবে তাঁদের প্রথম দেখা জানেন?

প্রেমের চেয়ে সুন্দর আর কিছু হয় না। আবার প্রেমের মতো ঝুঁকি আর কিছুতে নেই। ক্রিকেটের বাইশ গজের লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। তাঁর খেলার ভক্ত কোটি কোটি। আর তিনি কার ভক্ত? এক এবং অদ্বিতীয় সাক্ষী।
প্রেমের চেয়ে সুন্দর আর কিছু হয় না। আবার প্রেমের মতো ঝুঁকি আর কিছুতে নেই। ক্রিকেটের বাইশ গজের লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। তাঁর খেলার ভক্ত কোটি কোটি। আর তিনি কার ভক্ত? এক এবং অদ্বিতীয় সাক্ষী।
এই তো গেল অমর প্রেমের কাহিনি, একে অপরের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া পরস্পরের মধ্যে বিলীন হওয়া ৷ এক অদৃশ্য টান অনুভব করা এরই নাম প্রেম ৷ তেমনই এক প্রেমকাহিনি রয়েছে মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষীর মধ্যে।
এই তো গেল অমর প্রেমের কাহিনি, একে অপরের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া পরস্পরের মধ্যে বিলীন হওয়া ৷ এক অদৃশ্য টান অনুভব করা এরই নাম প্রেম ৷ তেমনই এক প্রেমকাহিনি রয়েছে মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষীর মধ্যে।
এমএস ধোনিকে নিয়ে বলিউডে ছবি তৈরি হয়েছে। তাঁর ছোটবেলা, ক্রিকেট, ভারতীয় দল, অধিনায়কত্ব, প্রেম, বিয়ে সবই রয়েছে তাতে। ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনির প্রেমকাহিনি সন্ধান দেয় চরম প্রেমের ৷
এমএস ধোনিকে নিয়ে বলিউডে ছবি তৈরি হয়েছে। তাঁর ছোটবেলা, ক্রিকেট, ভারতীয় দল, অধিনায়কত্ব, প্রেম, বিয়ে সবই রয়েছে তাতে। ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনির প্রেমকাহিনি সন্ধান দেয় চরম প্রেমের ৷
কেমন ছিল তাঁদের প্রথম দেখা? শুনলে গায়ে কাঁটা দেবে। সেই সময় কলকাতার একটি হোটেলে ছিলেন ধোনি ৷ সেই হোটেলেই সাক্ষী ইন্টার্নশিপ করছিলেন ৷ সেই সময়েই ধোনি ও সাক্ষীর পরিচয় হয় ৷
কেমন ছিল তাঁদের প্রথম দেখা? শুনলে গায়ে কাঁটা দেবে। সেই সময় কলকাতার একটি হোটেলে ছিলেন ধোনি ৷ সেই হোটেলেই সাক্ষী ইন্টার্নশিপ করছিলেন ৷ সেই সময়েই ধোনি ও সাক্ষীর পরিচয় হয় ৷
এক সাক্ষাৎকারের সাক্ষী বলেছিলেন, 'খুব সাধারণ দেখতে একটা ছেলে। পাশ দিয়ে পেরিয়ে গেলেও কেউ হয়তো তাকাবে না। আমার কমন বন্ধুর মাধ্যমে আলাপ করি। ততদিনে লম্বা চুল কেটে ফেলেছে। মাকে বলেছিলাম, তোমার পছন্দের ক্রিকেটার চুল কেটে ফেলেছে।'
এক সাক্ষাৎকারের সাক্ষী বলেছিলেন, ‘খুব সাধারণ দেখতে একটা ছেলে। পাশ দিয়ে পেরিয়ে গেলেও কেউ হয়তো তাকাবে না। আমার কমন বন্ধুর মাধ্যমে আলাপ করি। ততদিনে লম্বা চুল কেটে ফেলেছে। মাকে বলেছিলাম, তোমার পছন্দের ক্রিকেটার চুল কেটে ফেলেছে।’
বোঝাই যাচ্ছে, প্রথম দেখায় খুব একটা পাত্তা দেননি সাক্ষী। বিপরীত দিকের অবস্থাটা একেবারেই উল্টো। বাবলি গোছের সাক্ষীকে দেখেই বুকের বাঁ দিকটা চিনচিন করে উঠেছিল। ম্যানেজারকে ম্যানেজ করে সাক্ষীর ফোন নম্বরটা জোগাড় করতে পেরেছিলেন মাহি।
বোঝাই যাচ্ছে, প্রথম দেখায় খুব একটা পাত্তা দেননি সাক্ষী। বিপরীত দিকের অবস্থাটা একেবারেই উল্টো। বাবলি গোছের সাক্ষীকে দেখেই বুকের বাঁ দিকটা চিনচিন করে উঠেছিল। ম্যানেজারকে ম্যানেজ করে সাক্ষীর ফোন নম্বরটা জোগাড় করতে পেরেছিলেন মাহি।
তারপর একের পর এক টেক্সট। কেউ মজা করছে ভেবে প্রথমদিকে পাত্তা দেননি মিস রাওয়াত। একদিন বুঝলেন, শুরু হল রাত জেগে গল্প, ফোনালাপ। কথায় কথায় সাক্ষী ও মাহি জানতে পারেন, ছোটবেলায় তাঁরা রাঁচিতে একই স্কুলে পড়তেন। ধোনি ছিলেন সিনিয়র। তবে বন্ধুত্ব ছিল না। মাহি ও সাক্ষীর বাবা রাঁচিতে একই কোম্পানিতে চাকরি করতেন।
তারপর একের পর এক টেক্সট। কেউ মজা করছে ভেবে প্রথমদিকে পাত্তা দেননি মিস রাওয়াত। একদিন বুঝলেন, শুরু হল রাত জেগে গল্প, ফোনালাপ। কথায় কথায় সাক্ষী ও মাহি জানতে পারেন, ছোটবেলায় তাঁরা রাঁচিতে একই স্কুলে পড়তেন। ধোনি ছিলেন সিনিয়র। তবে বন্ধুত্ব ছিল না। মাহি ও সাক্ষীর বাবা রাঁচিতে একই কোম্পানিতে চাকরি করতেন।
এরপর সাক্ষীর বাবা বদলি হয়ে চলে যান দেরাদুনে। ২০০৮ সালে মাহি-সাক্ষীর প্রেম শুরু। তবে ঘূণাক্ষরেও বাইরের কেউ সেকথা জানতে পারেননি। এদিকে ধোনির সঙ্গে প্রায়শই বলিউডের কোনও না কোনও নায়িকার লিঙ্ক আপের খবর পাওয়া যেত।
এরপর সাক্ষীর বাবা বদলি হয়ে চলে যান দেরাদুনে। ২০০৮ সালে মাহি-সাক্ষীর প্রেম শুরু। তবে ঘূণাক্ষরেও বাইরের কেউ সেকথা জানতে পারেননি। এদিকে ধোনির সঙ্গে প্রায়শই বলিউডের কোনও না কোনও নায়িকার লিঙ্ক আপের খবর পাওয়া যেত।
সেই গুজব উড়িয়ে হাজারো তরুণীর হৃদয় ভেঙে ২০১০ সালে দেরাদুনে সাক্ষীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন ধোনি। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে।
সেই গুজব উড়িয়ে হাজারো তরুণীর হৃদয় ভেঙে ২০১০ সালে দেরাদুনে সাক্ষীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন ধোনি। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে।
২০০৭ সালের ডিসেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে ইডেন টেস্ট জেতা হয়নি ভারতের। টেস্ট ড্র হলেও ধোনির হৃদয় পাকাপাকিভাবে জিতে নিয়েছিলেন এক তরুণী। নাম সাক্ষী রাওয়াত, মিসেস ধোনি।
২০০৭ সালের ডিসেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে ইডেন টেস্ট জেতা হয়নি ভারতের। টেস্ট ড্র হলেও ধোনির হৃদয় পাকাপাকিভাবে জিতে নিয়েছিলেন এক তরুণী। নাম সাক্ষী রাওয়াত, মিসেস ধোনি।