২০২১ অর্থবর্ষের জুন ত্রৈমাসিক থেকে মঙ্গলম অর্গানিকসে ২.২ শতাংশ শেয়ার ধরে রেখেছেন প্রবীণ ব্যবসায়ী এবং বিনিয়োগকারী রাধাকিশান দামানি। টানা চার বছরেরও বেশি। এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু রাধাকিশান নিজের শেয়ার ছাড়েননি। কোম্পানির শেয়ার যে ভবিষ্যতে বাড়বে, সেই নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। হয়েছেও তাই।

১২০০ থেকে ২০০ টাকায় নেমে গিয়েছিল দাম, ফের চড়চড়িয়ে উঠছে, এই স্টকে বিনিয়োগ রয়েছে রাধাকিশান দামানিরও

২০২১ অর্থবর্ষের জুন ত্রৈমাসিক থেকে মঙ্গলম অর্গানিকসে ২.২ শতাংশ শেয়ার ধরে রেখেছেন প্রবীণ ব্যবসায়ী এবং বিনিয়োগকারী রাধাকিষান দামানি। টানা চার বছরেরও বেশি। এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু রাধাকিশান নিজের শেয়ার ছাড়েননি। কোম্পানির শেয়ার যে ভবিষ্যতে বাড়বে, সেই নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। হয়েছেও তাই।
২০২১ অর্থবর্ষের জুন ত্রৈমাসিক থেকে মঙ্গলম অর্গানিকসে ২.২ শতাংশ শেয়ার ধরে রেখেছেন প্রবীণ ব্যবসায়ী এবং বিনিয়োগকারী রাধাকিষান দামানি। টানা চার বছরেরও বেশি। এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু রাধাকিশান নিজের শেয়ার ছাড়েননি। কোম্পানির শেয়ার যে ভবিষ্যতে বাড়বে, সেই নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। হয়েছেও তাই।
মঙ্গলবার মঙ্গলম অর্গানিকসের শেয়ার ৫ শতাংশ আপার সার্কিটে ৫৭১.৩০ টাকায় ক্লোজ হয়েছে। এক বছরে এটাই সর্বোচ্চ বৃদ্ধি। শুধু তাই নয়, চলতি বছরের মার্চে দাম ২০০ টাকায় নেমে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ডাউনট্রেন্ড শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারি থেকেই। শেয়ার ১২০০ টাকা থেকে ক্রমশ নীচে নামতে শুরু করে। পৌঁছে যায় ২০০ টাকায়। সেখান থেকে ফের উঠছে। ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার।
মঙ্গলবার মঙ্গলম অর্গানিকসের শেয়ার ৫ শতাংশ আপার সার্কিটে ৫৭১.৩০ টাকায় ক্লোজ হয়েছে। এক বছরে এটাই সর্বোচ্চ বৃদ্ধি। শুধু তাই নয়, চলতি বছরের মার্চে দাম ২০০ টাকায় নেমে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ডাউনট্রেন্ড শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারি থেকেই। শেয়ার ১২০০ টাকা থেকে ক্রমশ নীচে নামতে শুরু করে। পৌঁছে যায় ২০০ টাকায়। সেখান থেকে ফের উঠছে। ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার।
দাম পড়লেও শেয়ার ছাড়েননি রাধাকিশান দামানি। ধৈর্য রেখেছিলেন। কোম্পানির প্রতি আস্থাও ছিল। তার দাম এখন পাচ্ছেন তিনি। লাভের মুখ দেখছেন অন্যান্য বিনিয়োগকারীরাও। সম্প্রতি কোম্পানির প্রোমোটার রামকুমার রামগোপাল দুজোদওয়ালা ১৭.৮২ কোটি টাকায় মঙ্গলম অর্গানিকসের ৩.২ লক্ষ শেয়ার কিনে নেন। যা সংস্থার মোট ৪ শতাংশ শেয়ারের সমতুল্য। এর ফলে আগামী ত্রৈমাসিকে কোম্পানির উন্নতি হতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
দাম পড়লেও শেয়ার ছাড়েননি রাধাকিশান দামানি। ধৈর্য রেখেছিলেন। কোম্পানির প্রতি আস্থাও ছিল। তার দাম এখন পাচ্ছেন তিনি। লাভের মুখ দেখছেন অন্যান্য বিনিয়োগকারীরাও। সম্প্রতি কোম্পানির প্রোমোটার রামকুমার রামগোপাল দুজোদওয়ালা ১৭.৮২ কোটি টাকায় মঙ্গলম অর্গানিকসের ৩.২ লক্ষ শেয়ার কিনে নেন। যা সংস্থার মোট ৪ শতাংশ শেয়ারের সমতুল্য। এর ফলে আগামী ত্রৈমাসিকে কোম্পানির উন্নতি হতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
এরপর ৩ সেপ্টেম্বর থেকে মঙ্গলম অর্গানিকসের শেয়ারের দাম বাড়তে শুরু করে। গত বছরে বেশ কিছু অসুবিধা সত্ত্বেও মুনাফা করেছিল কোম্পানি। প্রসঙ্গত, মঙ্গলম অর্গানিকস দুজোদওয়ালা গ্রুপের অংশ। কেমিক্যাল ইন্ডাস্ট্রির মাইক্রোক্যাপ কোম্পানি। মঙ্গলম অর্গানিকস মূলত জৈব রাসায়নিক এবং সিন্থেটিক রেজিন তৈরি করে। গত কয়েক বছর রাসায়নিক খাতে টালমাটাল চলছিল। ধুঁকছিল একাধিক কোম্পানি।
এরপর ৩ সেপ্টেম্বর থেকে মঙ্গলম অর্গানিকসের শেয়ারের দাম বাড়তে শুরু করে। গত বছরে বেশ কিছু অসুবিধা সত্ত্বেও মুনাফা করেছিল কোম্পানি। প্রসঙ্গত, মঙ্গলম অর্গানিকস দুজোদওয়ালা গ্রুপের অংশ। কেমিক্যাল ইন্ডাস্ট্রির মাইক্রোক্যাপ কোম্পানি। মঙ্গলম অর্গানিকস মূলত জৈব রাসায়নিক এবং সিন্থেটিক রেজিন তৈরি করে। গত কয়েক বছর রাসায়নিক খাতে টালমাটাল চলছিল। ধুঁকছিল একাধিক কোম্পানি।
বিনিয়োগকারীরাও মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। সম্প্রতি দুঃসময় কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে রাসায়নিক ইন্ডাস্ট্রি। ফলে মঙ্গলম অর্গানিকসের আয় আগামী ত্রৈমাসিকে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কোম্পানি এবং রাসায়নিক খাতের প্রতি ইতিবাচক মনোভাবের কারণেই শেয়ারের দাম বেড়েছে। গত পাঁচ মাসে শক্তিশালী রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
বিনিয়োগকারীরাও মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। সম্প্রতি দুঃসময় কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে রাসায়নিক ইন্ডাস্ট্রি। ফলে মঙ্গলম অর্গানিকসের আয় আগামী ত্রৈমাসিকে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কোম্পানি এবং রাসায়নিক খাতের প্রতি ইতিবাচক মনোভাবের কারণেই শেয়ারের দাম বেড়েছে। গত পাঁচ মাসে শক্তিশালী রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।