জীবনসঙ্গীর আয় হতে হবে প্রায় ১ কোটি... বর খোঁজার বিজ্ঞাপন দিয়ে ভাইরাল মহিলা

Viral News: জীবনসঙ্গীর আয় হতে হবে প্রায় ১ কোটি… বর খোঁজার বিজ্ঞাপন দিয়ে ভাইরাল মহিলা… আর কী দাবি?

মুম্বই: বিয়ের বয়স হয়ে গেলেই জীবনসঙ্গী খোঁজার তাগিদটা যেন আরও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। আর নিজের জীবনসঙ্গীর মধ্যে মানুষ সেরা গুণগুলোই খুঁজে থাকেন। সেই সঙ্গে আর্থিক নিরাপত্তার বিষয়টা তো থাকেই! মোট কথা হল, এক-এক জনের দাবি এক-এক রকম! তবে এবার এক মহিলার দাবি নেটমাধ্যমে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। কিন্তু কী এমন দাবি করেছেন ওই মহিলা?

আসলে ওই মহিলা এমন একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে চান, যাঁর উপার্জন বার্ষিক ১ কোটি টাকার কাছাকাছি। অথচ ওই মহিলার পারিবারিক আয় বার্ষিক মাত্র ৪ লক্ষ টাকা। তাঁর এহেন দাবিতে স্বাভাবিক ভাবেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। কার্যত ট্রোলিংয়ের শিকার হয়েছেন তাঁরা। @Ambar_SIFF_MRA নামে একজন এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারী একটি অনুবাদ করা মরাঠি হোয়াটসঅ্যাপ টেক্সটের ছবি শেয়ার করেছেন। সেখান থেকেই ৩৭ বছর বয়সী ওই মহিলার জীবনসঙ্গীর জন্য আজব দাবির কথা সামনে এসেছে।

ওই মহিলার দাবি, তাঁর সম্ভাব্য জীবনসঙ্গীর মুম্বইয়ে নিজস্ব বাড়ি থাকতে হবে। সেই সঙ্গে পূর্ব-বিবাহিত হওয়াও চলবে না। যদিও এই পর্যন্ত দেখে অতটাও তাজ্জব হয়নি নেটদুনিয়া। কিন্তু তারপরেই শুরু হয় আজব দাবির উপাখ্যান! তিনি লিখেছেন, তাঁর সম্ভাব্য জীবনসঙ্গীকে উচ্চশিক্ষিত হতে হবে। একজন এমবিবিএস সার্জন কিংবা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। আর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে তাঁর নিজস্ব ফার্ম থাকা আবশ্যক। কিংবা যে কোনও শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড থেকে এলেও অসুবিধা নেই। শুধু তাঁকে উচ্চপদে আসীন হতে হবে। আর সবথেকে বড় দাবি হল, তাঁর সেই সম্ভাব্য জীবনসঙ্গীর আয় হতে হবে প্রায় ১ কোটি টাকা।

এখানেই শেষ নয়, আরও প্রত্যাশা রয়েছে নিজের সম্ভাব্য জীবনসঙ্গীর কাছ থেকে। আর সেটাই বা অজানা থাকে কেন? বিদেশে বিশেষ করে ইউরোপে সংসার পাতার ইচ্ছাও প্রকাশ করেছেন ওই মহিলা। তবে এ-ও বলেছেন যে, ইতালিতে যদি হয়, তাহলে তো সোনায় সোহাগা!


আর বলাই বাহুল্য যে, পোস্ট সামনে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন তো যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। তবে একজন ব্যবহারকারী বেশ তির্যক ভঙ্গিতে বলেছেন, “এতে তো কোনও ভুল নেই। প্রত্যেকেরই বেছে নেওয়ার অধিকার থাকে। সেরকমই তাঁরও নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। আবার একই রকম ভাবে পুরুষদেরও তাঁকে নাকচ করার অধিকার রয়েছে।”