মামলা নিয়ে তুলকালাম

Murder Case: তিনটি খুন, পুলিশের এ কী ভূমিকা! ফুঁসে উঠল হাইকোর্ট, ওই তিন জন কারা?

কলকাতা: বসিরহাটে ৩ বিজেপি কর্মী খুনের মামলায় ফের ভৎর্সনার মুখে পুলিশ। বসিরহাটে তিনটি খুনের মামলায় বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে ট্রায়াল স্থগিত রাখে জানুয়ারি মাসে। এর পরেও পুলিশ কীভাবে অতিরিক্ত চার্জশিট দিল তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি জয় সেনগুপ্ত।

সোমবার তাঁর পর্যবেক্ষণ, হাইকোর্ট ট্রায়াল-সহ যাবতীয় বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছে। তার পরেও কীভাবে চার্জশিট জমা দিল পুলিশ। এখনই ওই চার্জশিট পুলিশের প্রত্যাহার করে নেবে। বিচারপতি সেনগুপ্তের মন্তব্য, আদালতের নির্দেশ অমান্য করার কারণে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অবমাননার রুল জারি করতে বাধ্য হবে।

আরও পড়ুন: এ শহরে প্রতি পুরুষের দু-তিন জন প্রেমিকা থাকা বাধ্যতামূলক! নাহলে মান-সম্মান মাটি! কোন শহর বলুন তো

রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় সওয়াল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাজ্যের যুক্তি, আদালতের নির্দেশ বুঝতে ভুল হতে পারে পুলিশের। তবে পুলিশ এখনও চার্জশিট জমা দেয়নি। তারা চার্জশিট জমা দিতে চলেছে। সমন্বয়ের অভাবে আদালতকে ওই তথ্য দেওয়া হয়েছিল। পরে বিচারপতি মামলাটি বুধবার শুনানির জন্য রাখেন।

আরও পড়ুন: বড় খবর! দিলীপ ঘোষকে সেন্সর করল নির্বাচন কমিশন! জানানো হল জেপি নাড্ডাকেও

সন্দেশখালি-সহ বসিরহাট এলাকায় তিনটি খুনের ঘটনায় শেখ শাহজাহান জড়িত রয়েছেন। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের বক্তব্য, ওই তিন ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তখন চার্জশিট থেকে তাঁর নাম বাদ যায়। ফলে শাহজাহানকে বাদ রেখেই ট্রায়াল শুরু হয়েছে।

ওই অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেন বিচারপতি সেনগুপ্ত। সোমবার আদালতে মামলাকারীদের আইনজীবীর দাবি, ওই ঘটনায় অতিরিক্ত চার্জশিট জমা দিচ্ছে পুলিশ। এর পরেই আদালত পুলিশের ওই ভূমিকার সমালোচনা করে।