ইট ফেলে রাস্তা তৈরি করছেন গ্রামের বাসিন্দারা 

Murshidabad News: ফিরে তাকায়নি সরকার! চাঁদা তুলেই রাস্তা তৈরি করলেন গ্রামবাসীরা

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের মালোপাড়া গ্রাম পঞ্চায়েতের খলিলাবাদ এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে একটি রাস্তার বেহাল দশা। অল্প বৃষ্টি হলেই এক হাঁটু কাদা হয়ে যায় রাস্তায়। চরম সমস্যায় পড়তে হয় মানুষজনদের। বারংবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধান এবং বিডিও অফিসে জানিয়েও কোনও কাজ হয়নি।

শেষমেশ চাঁদা তুলে প্রায় ১০০ মিটার রাস্তায় আধলা ইট ও ঘাস ফেলে সংস্কারের কাজ করলেন গ্রামবাসীরাই। স্থানীয় মানুষের দাবি, দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা বেহাল। পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে নিজেরাই চাঁদা তুলে রাস্তার সংস্কার করেন এলাকার মানুষ। গ্ৰামের পুরুষদের পাশাপাশি কাজে হাত লাগান মহিলারাও।

আরও পড়ুন: ‘শনির দৃষ্টি’ পড়েছে নাকি আপনার উপর, শনিবার দিনে ভুলেও এই জিনিস কিনবেন না, সংসারে নামবে বিপদের কালো মেঘ

গ্রামের স্কুল পড়ুয়ারা ছেলে-মেয়েদেরও হাতে-হাতে কাজ করতে দেখা যায়। যদিও এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর বলেন, হরিহরপাড়া ব্লকে প্রচুর ঢালাই এবং পিচ রাস্তার কাজ হয়েছে এবং হচ্ছে। ওই রাস্তাটি স্কিমে দেওয়া আছে কিনা তা দেখতে হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী