Sukanta Majumdar at Laalbazar: এবার রাস্তার মাঝেই বসে পড়লেন সুকান্ত! পুলিশ বিরোধী স্লোগানে তপ্ত লালবাজার চত্বর, বিক্ষোভকারীদের ছাড়াতে অবস্থান

কলকাতা:  ‘ছাত্রসমাজে’র ডাকা নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে দিনভর উত্তপ্ত কলকাতা, হাওড়া৷ কলকাতার কলেজ স্ট্রিট থেকে হাওড়ার সাঁতরাগাছি-ফোরশোর রোড বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিশের৷ বিক্ষোভকারীদের দিক থেকে যেমন উড়ে আসতে দেখা গেল ইট পাটকেল, ঘিরে ধরে মারার অভিযোগ উঠল পুলিশকে, তেমনই অন্যদিকে পুলিশের তরফ থেকে ছোঁড়া হল জল কামান, টিয়ার গ্যাসের শেল৷

এদিনের বিক্ষোভের জেরে একাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার হয় বলে সূত্রের খবর৷ তাঁদেরই মুক্ত করতে এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ লালবাজারের উদ্দেশে মিছিল করে এগোন সুকান্ত মজুমদার৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের মতো বিজেপি নেতানেত্রীরা৷

আরও পড়ুন: ‘পুলিশের জলকামানের জল শেষ, টিয়ার গ্যাস শেষ…!’ বিস্ফোরক শুভেন্দু অধিকারী

মিছিল থেকে অভিযোগ ওঠে ছাত্রদের ও তাঁদের অভিভাবকদের গায়ের জোরে আটক করেছে পুলিশ৷ তাঁদের মুক্তি দেওয়ার জন্য আধ ঘণ্টার সময় দেওয়া হয় সুকান্ত মজুমদারের তরফে৷ পুলিশের প্রতিনিধির সঙ্গে কথা বলার পরে রাস্তার মাঝেই সঙ্গী নেতাকর্মীদের নিয়ে বসে পড়েন সুকান্ত৷ উঠতে থাকে পুলিশ বিরোধী স্লোগান৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার নিন্দা করে আগামিকাল বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বনধে সারা বাংলার মানুষকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷ যদিও রাজ্য সরকারের তরফে উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামিকালের বনধ সরকার মানছে না৷

আরও পড়ুন– রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে

এদিন আলাপন বলেন, ‘‘রাজ্য সরকারের সিদ্ধান্ত কাল সারা রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে৷ সরকারি কর্মীদের অবশ্যই অফিসে আসতে হবে৷ দোকানপাট খোলা থাকবে৷ সরকার নিরাপত্তা, আইনানুগ ব্যবস্থা করবে৷ ক্ষতি হলে সরকার সেদিকটাও দেখবে৷’’