নবান্ন অভিযানকে কেন্দ্র করে বার বার পুলিশ- বিক্ষোভকারী সংঘর্ষ বাঁধে৷

Nabanna Abhijan: বাঁ চোখে দৃষ্টিশক্তি হারালেন কলকাতা পুলিশের সার্জেন্ট, গুরুতর আহত আরও পুলিশকর্মী

কলকাতা: নবান্ন অভিযানে রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতা এবং হাওড়ার একাধিক এলাকা৷ মুখোমুখি সংঘাতে জড়িয়েছেন বিক্ষোভকারী এবং পুলিশকর্মীরা৷ পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানোয় যেমন বহু বিক্ষোভকারী আহত, অসুস্থ হয়ে পড়েছেন, সেরকমই এ দিনের ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন পুলিশকর্মী৷ যাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলেই পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে৷ তাঁদের কারও মাথা ফেটেছে, আবার কারও দৃষ্টিশক্তিই হারানোর আশঙ্কা তৈরি হয়েছে৷

আহত পুলিশকর্মীদের অন্যতম কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী৷ এ দিন হেস্টিংসে কর্তব্যরত অবস্থায় বিক্ষোভকারীদের ছোড়া ইটে বাঁ চোখে আঘাত পান তিনি৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ সেখানেই প্রাথমিক চিকিৎসা হলেও ওই পুলিশকর্মী বাঁ চোখে কিছু দেখতে পাচ্ছেন না বলেই পুলিশ সূত্রে খবর৷ রাতেই এসএসকেএম থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি চোখের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷

আরও পড়ুন: বুধবার বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ, ঘোষণা করলেন সুকান্ত মজুমদার

এর পাশাপাশি গুরুতর আহত অবস্থায় আরও বেশ কয়েকজন পুলিশকর্মীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মঙ্গলবার রাতেই তাঁদের দেখতে এসএসকেএম হাসপাতালে যান নগরপাল বিনীত গোয়েল৷ আহত পুলিশকর্মীদের রয়েছেন আনন্দপুর থানার ওসি সুমনকুমার দে সহ বেশ কয়েকজন৷ তাঁদের এসএসকেএম হাসপাতাল থেকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে৷ প্রিন্সেপ ঘাট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এ দিন ওই পুলিশকর্মীরা আহত হন৷

এ ছাড়াও এসটিএফ-এর এক পুলিশকর্মীর পা ভেঙেছে৷ তাঁকে অবশ্য রাতেই এসএসকেএম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷