Nabanna: আন্দোলনকারীদের আরও এক দাবি মানল নবান্ন! ৩০ জনকেই বৈঠকে রাখার ভাবনা, থাকবেন মুখ্যমন্ত্রীও

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকেরা।  ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে জুনিয়র ডাক্তারেরা। নবান্নের চিঠির উত্তরে জুনিয়র চিকিৎসকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ‘আমরা মনে করি যে সদর্থক বার্তা এসেছিল সেটাকে স্বাগত জানাচ্ছি। আমরা বৈঠকে যাব। যে পথে ছিলাম, সেই পথেই থাকব। ৩০ জন মিলে যাব। সরাসরি সম্প্রচার করতে হবে। তাঁদের কথায়, লাইভ সম্প্রচার মাননীয়া মুখ্যমন্ত্রীর দেখানো পথ। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয়, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা লাইভ করা হয়, তাহলে সমস্যা কোথায়? আমরা আমাদের বাসে যাব…’

সূত্রের খবর, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হবে নবান্ন সভাঘরে। পরিস্থিতির উপর নির্ভর করবে ৩০ জনকে ভিতরে ঢোকার অনুমতি। তবে ৩০ জন বৈঠকে ঢুকবে সেই পরিকল্পনা করেই প্রস্তুতি করা হয়েছে নবান্ন সভা ঘরে। লাইভ সম্প্রচারের ব্যাপারে চিকিৎসকরা কেন সম্প্রচার করতে চাইছেন সেটা বিস্তারিতভাবে জানার চেষ্টা হবে। তারপর সিদ্ধান্ত হবে বলে নবান্ন সূত্রে খবর।

গত দু’দিন ধরে নবান্ন ও জুনিয়র ডাক্তারদের আলোচনার রফাসূত্র মেলেনি।নবান্নর তরফে চিঠিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫ টায় ফের আলোচনার প্রস্তাব পাঠানো হল। সর্বাধিক ১৫ জন আসতে পারবেন। কিন্তু লাইভ হবে না। কিন্তু রেকর্ড করা যাবে। নবান্নের হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে। তার প্রেক্ষিতেই এই বক্তব্য জুনিয়র ডাক্তারদের।

আরও পড়ুন: একটা হেলমেট আর সেই রাত! সঞ্জয় কি আসলে লুকিয়েছে বিশেষ কিছু? জেলে ছুটল CBI

আরও পড়ুন: হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার পরও ভয়ঙ্কর কাজে মেতেছিলেন সন্দীপ! CBI-এর হাতে শিউরে ওঠা তথ্য

সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির প্রিন্সিপাল বা অধিকর্তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বেলা দু’টোর মধ্যে কতজন জুনিয়ার ডাক্তার কাজে যোগ দিয়েছেন।