বীরভূম: খয়রাশোলে কয়লাখনিতে দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন নবান্ন। দ্রুত উদ্ধার কার্য শুরু করার নির্দেশ দেওয়া হল বীরভূম জেলা প্রশাসনকে। আহত শ্রমিকদের যাতে কোনও গাফিলতি না হয় সেটা দেখতে বলা হয়েছে। প্রয়োজনে কলকাতা পাঠানোরও নির্দেশ দেওয়া হবে। এই কয়লাখনি মূলত ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কয়লাখনি। তাই সরকারি কয়লাখনিতে কীভাবে এই দুর্ঘটনা ঘটল? বীরভূম জেলা প্রশাসনকে অবিলম্বে রিপোর্ট দিতে বলল নবান্ন।
ভয়ঙ্কর বিস্ফোরণ বীরভূমের কয়লা খনিতে। কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ জন শ্রমিক। এছাড়াও আহত হয়েছেন একাধিক। ঘটনা বীরভূমের লোকপুরের ভাদুলিয়া কয়লা খনিতে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই আহতদের উদ্ধার কার্য শুরু হয়েছে।
আরও পড়ুন- ৩৬ ঘণ্টা পার জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’! স্বচ্ছতা বজায় রাখতে লাইভ স্ট্রিমিং
জানা গিয়েছে, এই ঘটনায় যারা নিহত হয়েছেন তারা আদৌ এই কয়লা খনির শ্রমিক ছিলেন, নাকি বাইরে থেকে এসেছিলেন সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই নিহতরা স্থানীয় এলাকার মানুষ। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একেবারে ছিন্নভিন্ন হয়ে গেছে দেহ। হলে ওই মৃতদের চিহ্নিতকরণে কিছুটা অসুবিধায় পড়েছে পুলিশ।