জন্মাষ্টমীর পর দিন পালিত হয় নন্দ উৎসব৷ এই দিনে বালক বালিকাদের ভোজন করানোর, উপহার দেওয়ার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে৷

Janmashtami Nanda Utsav Celebrations: জন্মাষ্টমীর পর মঙ্গলবার নন্দ উৎসব! সন্ধ্যায় অবশ্যই খান ও বিতরণ করুন এই বিশেষ খাবার, জীবন থেকে দূর হবে বাধা, রোগব্যাধি, আসবে টাকা

জন্মাষ্টমীর পর দিন পালিত হয় নন্দ উৎসব৷ এই দিনে বালক বালিকাদের ভোজন করানোর, উপহার দেওয়ার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে৷
জন্মাষ্টমীর পর দিন পালিত হয় নন্দ উৎসব৷ এই দিনে বালক বালিকাদের ভোজন করানোর, উপহার দেওয়ার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে৷

 

মনে করা হয় বালক বালিকাদের সেবার মধ্যে দিয়ে আসলে শ্রীকৃষ্ণের বালক রূপেরই সেবা করা হচ্ছে৷
মনে করা হয় বালক বালিকাদের সেবার মধ্যে দিয়ে আসলে শ্রীকৃষ্ণের বালক রূপেরই সেবা করা হচ্ছে৷

 

এই তিথিতে পালনীয় বিশেষ কিছু রীতি নীতি আছে৷ সেগুলি পালন করলে সৌভাগ্য ও অর্থ বর্ষিত হয় বলে বিশ্বাস৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
এই তিথিতে পালনীয় বিশেষ কিছু রীতি নীতি আছে৷ সেগুলি পালন করলে সৌভাগ্য ও অর্থ বর্ষিত হয় বলে বিশ্বাস৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷

 

নন্দ উৎসবের সন্ধ্যায় তুলসিতলায় প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷ ঠাকুরঘরেও ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন৷
নন্দ উৎসবের সন্ধ্যায় তুলসিতলায় প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷ ঠাকুরঘরেও ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন৷

 

জন্মাষ্টমীর মতো নন্দ উৎসবেও তৈরি করুন তালের বড়া-সহ অন্যান্য পদ৷ তালের মালপোয়া, তালক্ষীর এবং তালের বড়ার প্রসাদে তুলসিপাতা দিয়ে নৈবেদ্য রূপে শ্রীকৃষ্ণের পায়ে সাজিয়ে দিন৷
জন্মাষ্টমীর মতো নন্দ উৎসবেও তৈরি করুন তালের বড়া-সহ অন্যান্য পদ৷ তালের মালপোয়া, তালক্ষীর এবং তালের বড়ার প্রসাদে তুলসিপাতা দিয়ে নৈবেদ্য রূপে শ্রীকৃষ্ণের পায়ে সাজিয়ে দিন৷

 

তার পর প্রসাদ স্বরূপ তালের বড়া ও অন্যান্য পদ বিতরণ করুন বালক বালিকা-সহ অন্য ভক্তদের মধ্যে৷
তার পর প্রসাদ স্বরূপ তালের বড়া ও অন্যান্য পদ বিতরণ করুন বালক বালিকা-সহ অন্য ভক্তদের মধ্যে৷

 

নন্দ উৎসবে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন গোটা ফল, ১১টি তুলসিপাতা এবং তুলসিমঞ্জরী৷
নন্দ উৎসবে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন গোটা ফল, ১১টি তুলসিপাতা এবং তুলসিমঞ্জরী৷