নিউ ইয়র্কে নরেন্দ্র মোদি৷

Narendra Modi in USA: এবার অলিম্পিক্স আয়োজনের জন্য ঝাঁপাবে ভারত, আমেরিকায় বিরাট ঘোষণা মোদির!

নিউ ইয়র্ক: ২০৩৬ সালের অলিমপিক্স আয়োজনের জন্য দাবি জানাবে ভারত৷ আমেরিকা নিবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

প্রধানমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই ভারতে অলিম্পিক্সের আসরও বসবে৷ আমরা ২০৩৬ সালের অলিমপিক্স আয়োজনের জন্য আমরা সবরকম চেষ্টা করছি৷’

তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রবিবার নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ মোদি বলেন, প্রবাসী ভারতীয়রাই দেশের সবথেকে বড় রাষ্ট্রদূত৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর কী কী বললেন?

প্রধানমন্ত্রী দাবি করেন, ভারতের ৫জি বাজার আমেরিকার থেকেও বড়৷ দু বছরের মধ্যে তা সম্ভব হয়েছে৷ এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ৬জি পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েছে ভারত৷

মোদি আরও বলেন, ‘খুব শিগগিরই আপনারা ভারতে তৈরি চিপ আমেরিকায় রফতানি হতে দেখবেন৷ ছোট্ট এই চিপ দিয়েই বিকশিত ভারত তৈরির লক্ষ্য নতুন উচ্চতায় পৌঁছবে৷ এটা মোদির গ্যারান্টি৷’

আরওপড়ুন: গন্তব্য ছিল অমৃতসর, ভুল পথে চলে গেল কলকাতা থেকে ছেড়ে যাওয়া ট্রেন! আধ ঘণ্টা পর হুঁশ ফিরল চালকের

প্রধানমন্ত্রী দাবি করেন, ‘ভারত এখানেই থামবে না৷ ভারত চায় গোটা বিশ্বের সবধরনের ডিভাইস ভারতীয় সেমিকন্ডাক্টর চিপ দিয়ে চলুক৷ আমরা সেমিকন্ডাক্টর চিপ ইন্ডাস্ট্রি তৈরির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছি৷’

গোটা বিশ্বে ভারতের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে দাবি করে মোদি বলেন ‘আজকে ভারত যা বলে, গোটা বিশ্ব গুরুত্ব দিয়ে তা শোনে৷ কিছুদিন আগে আমি যখন বলেছিলাম এখন যুদ্ধ করার সময় নয়, তার পরিণাম সব দেশই বুঝতে পেরেছিল৷ বিশ্বে কোনও সঙ্কট তৈরি হলে ভারত প্রথম সাড়া দেয়৷’