প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Narendra Modi mega exclusive: ভারত রত্ন, পদ্ম সম্মান দিতে গিয়ে ভেদাভেদ করেনি তাঁর সরকার, দাবি প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি: ভারত রত্ন অথবা পদ্ম পুরস্কারের মতো সরকারি সম্মান দেওয়ার ক্ষেত্রে কোনও ধরনের ভেদাভেদ করেনি তাঁর সরকার৷ নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, বিজেপির সঙ্গে যোগ নেই, এমন রাজনীতিবিদদেরও ভারত রত্ন দিয়ে সম্মান জানিয়েছে তাঁর সরকার৷

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রণব মুখোপাধ্যায়, নরসিমহা রাও, চৌধুরী চরন সিং, কর্পূরি ঠাকুরদের ভারত রত্ন দিয়েছি৷ দেশের কোনও মানুষ আমাদের এই পছন্দ নিয়ে প্রশ্ন তোলেননি৷ প্রত্যেকেই বুঝেছেন, এই সম্মান তাঁদের দীর্ঘদিন ধরেই প্রাপ্য ছিল৷ এঁরা প্রত্যেকেই বিরোধী রাজনীতি দলের সদস্য ছিলেন এবং অতীতে আমাদের সমালোচনাও করেছেন, কিন্তু সেসবের ভিত্তিতে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি৷

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কটা আসন পেতে চলেছে বিজেপি? Network 18 স্পষ্ট জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি! ‘বড়’ পূর্বাভাস

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের আমলে মুলায়ম সিং, তরুণ গগৈ, পি এ সাংমা, এস এম কৃষ্ণরা পদ্ম পুরস্কার পেয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই অন্যান্য রাজনৈতিক দলের সদস্য৷ কিন্তু নিজ নিজ ক্ষেত্রে তাঁরা যে অবদান রেখেছেন, সেই অবদানকে সম্মান জানাতেই আমরা এঁদের পদ্ম সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ এই পুরস্কার দেশের, কোনও রাজনৈতিক দল দেয় না৷ এগুলি মোদির ব্যক্তিগত সম্পত্তি নয়, পুরস্কারের উপরে বিজেপির কপিরাইট নেই৷

প্রধানমন্ত্রী বলেন, যেভাবে অতীতে ভারত রত্ন, পদ্ম পুরস্কার দেওয়া হত, সেই ধারাই বদলে দিয়েছে তাঁর সরকার৷ মোদির কথায়, এর জন্য আমাদের প্রশংসা করা উচিত৷ কারা পুরস্কার পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়৷