‘মোদি ৩.০’-র প্রথম ১০০ দিন; কী কি বড় পদক্ষেপ নিল সরকার? আগামী দিনে কী কী পদক্ষেপ নেওয়া হবে?

Narendra Modi: ২০১৯-এ কেদারনাথ, এবার কন্যাকুমারী! শেষ দফার ভোটের ঠিক আগে কী করবেন মোদি?

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের প্রচারপর্ব শেষ হওয়ার পরই ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, ৩০ মে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শেষ হওয়ার পর তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন মোদি৷ ১ জুন পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন তিনি৷ প্রসঙ্গত, ১ জুনই সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন৷

প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী, সম্ভবত আগামী বৃহস্পতিবার বিকেলে কন্যাকুমারী পৌঁছবেন তিনি৷ ১ জুন তিনি দিল্লি ফিরবেন বলে এক বিজেপি শীর্ষ নেতা দাবি করেছেন৷

আরও পড়ুন: নিউ টাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্কে পাঁচ কেজি মাংস, দলা পাকানো চুল! বাংলাদেশের সাংসদ খুনে নয়া মোড়

স্থলভূমি থেকে প্রায় ৫০০ মিটার দূরে সমুদ্রের উপরে অবস্থিত বিবেকানন্দ রক৷ কথিত আছে, দেশ ভ্রমণের পর এই জায়গাতে সমুদ্রের মাঝখানে এই শিলাখণ্ডের উপরেই তিন দিন ধ্যানমগ্ন ছিলেন স্বামী বিবেকানন্দ৷ সেখানেই জ্ঞানলাভ হয়েছিল তাঁর৷ উন্নত ভারত গড়ে তোলার ভাবনাও এখানে ধ্যান করার পরই এসেছিল তাঁর মনে৷

আবার বিশ্বাস করা হয়, এই শিলাখণ্ডের উপরে বসেই দেবী কুমারী শিবের আরাধনা করেছিলেন৷ শিলাখণ্ডের উপরে এক জায়গায় দেবী কন্যাকুমারীর পায়ের ছাপও রয়েছে৷

১৯৭০ সালে ওই শিলাখণ্ডের উপরেই স্বামী বিবেকানন্দের স্মৃতিতে একটি ধ্যান মণ্ডপ তৈরি করা হয়৷ সেখানে পর্যটকরা বসেও ধ্যান করতে পারেন৷
তবে এই প্রথম নয়, ২০১৯ সালেও লোকসভা নির্বাচনের প্রচারপর্বের শেষে কেদারনাথের গুহায় ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার প্রধানমন্ত্রী বেছে নিলেন কন্যাকুমারীকে৷