Narendra Modi

Narendra Modi: ‘গণতন্ত্রের জয়’, এনডিএ-র প্রতি আস্থা রাখায় দেশকে ধন্যবাদ মোদির, বললেন,’মায়ের অভাব বুঝতেই দেয়নি দেশবাসী’…

নয়াদিল্লি: গোটা দেশে ভোটের ফল অনুসারে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। মঙ্গলবার লোকসভা ভোটে এনডিএ জোটের জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কন্ঠে জয়ের উল্লাশ, ” গণতন্ত্রের জয় হল, এই সরকার সমাজের প্রতিটি স্তরের জন্য কল্যানমূলক কাজ করতে অঙ্গিকারবদ্ধ।”

নয়াদিল্লিতে দলীয় সদর দফতর থেকে সফল নির্বাচনের জন্য ভারতের নির্বাচন কমিশন এবং নিরাপত্তা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি। বলেন, ১৯৬২ সালের পর প্রথমবারের মত কোন-ও সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে। মোদির কথায়, ” ২০১৪ সালে দেশবাসী পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল। সেইসময় নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসছিল দুর্নীতি এবং কেলেঙ্কারি। ২০১৯ সালে জয় এল। ২০২৪ সালে, এই গ্যারান্টি নিয়ে আমরা জনগণের কাছে গিয়েছিলাম। এনডিএ- র প্রতি দেশবাসীর আশীর্বাদের জন্য আমি জনগণকে ধন্যবাদ জানাই।”

নরেন্দ্র মোদি বলেন, ” মানুষ ভাজপার উপর পূর্ণ বিশ্বাস রেখেছে। আজকের এই জয় বিশ্বের সবচেয়ে বড় লোকতন্ত্রের জয়। যেখানেই বিধানসভার নির্বাচন হয়েছে, সেখানেই বিজেপি জিতেছে, আর কংগ্রেসের তো বোধহয় জামানতও জব্দ হয়েছে। জগন্নাথদেবের আশীর্বাদে এবার ওডিশায় বিজেপির সরকার হবে। কেরলেও আমরা আসন জিতেছি। অসংখ্য কেরলবাসীর বলিদানের ফলে এটা হয়েছে।”চন্দ্রবাবু নাইডু আর নিতীশের প্রশংসা-ও করেন নরেন্দ্র মোদি।

মায়ের মৃত্যুর পর মোদির এটি প্রথম নির্বাচন। মোদির কথায়, ‘জনগণ আমায় মায়ের অভাব বুঝতেই দেননি।” মোদির কন্ঠে উপচে পড়ল আত্মবিশ্বাস, ” তৃতীয় দফায় দেশ বড় সিদ্ধান্তের অধ্যায় লিখবে। এটা মোদির গ্যারান্টি। তৃতীয় দফায় সবচেয়ে বড় লক্ষ্য হবে দুর্ণীতিকে সমূলে উৎখাত করা। সরকার আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে অবিচল থাকবে, ততদিন থামবে না যতদিন না দেশের প্রতিরক্ষা সেক্টর সম্পূর্ন স্বনির্ভর হচ্ছে।”