পর্দার নায়কের ভক্তের সংখ্যা যে নেহাত কম নয়, তা সকলেরই জানা। আজ বোঝা গেল, রাজনীতির মঞ্চেও নায়কেই ভরসা সাধারণ মানুষের।

Lok Sabha Election Results 2024-Dev: “বলেছিলাম ভালবাসা দিয়ে জেতা যায়!” হ্যাটট্রিক জয়ের পরেই নায়কের ভূমিকায় দেব

পশ্চিম মেদিনীপুর: জয়ের হ্যাটট্রিক ধরে রাখলেন দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণকে পরাজিত করে নিজের জয়ের হ্যাটট্রিক ধরে রাখলেন দীপক অধিকারী ওরফে তৃণমূলের দু’বারের সাংসদ দেব। যদিও তাঁর এই জয় তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি। তাদের পরিশ্রম এবং নিয়মিত মানুষের মধ্যে প্রচার করার ফল এটি। জয়লাভের পর ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তিক এলাকায় জলের সমস্যা, রাস্তার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

ভোটে জেতার পর দেব তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “আমি বলেছিলাম ভালবাসা দিয়েও জেতা যায়, ধন্যবাদ জানাই ঘাটাল লোকসভার মানুষকে ভালবাসাকে সমর্থন করার জন্য। আমাদের দলের সব নেতা ও কর্মীদের ধন্যবাদ। এই জয় আপনাদের জয়। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ।”

ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির জোর টক্কর হয়েছে। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়েছেন দীপক অধিকারী ওরফে দেব। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করেছেন হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে হাড্ডাহাড্ডি টক্কর চলেছে দুই প্রার্থীর মধ্যে। কখনও হিরণ এগিয়ে তো আবার কখনও দেব। তবে দুপুর গড়াতে নিজের জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি।

ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনবার নির্বাচিত হলেন দেব। গ্রামীন এলাকায় উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, পানীয় জলের সুব্যবস্থা সহ একাধিক সমস্যার প্রতিশ্রুতি আশ্বাস দিয়েছেন তিনি। যদিও এই জয় মানুষের পরিশ্রমের জয় এমনই মন্তব্য দেবের ।

আরও পড়ুন: ঘুরতে ভালবাসেন? গান শোনেন? তাহলে এই বিদেশিনী আপনাকেই বিয়ে করবেন! টাকা না থাকলেও চলবে

প্রসঙ্গত প্রথম দিন থেকেই রাজনীতির বাইরে অন্য দেবকে দেখেছে রাজনৈতিক মহল। একদিকে যেমন তিনি সুপারস্টার, তেমনি মানুষের মধ্যে যাতে হানাহানি এবং হিংসাত্মক রাজনীতি না হয় তার দিকে সদা নজর রেখেছিলেন দু’বারের সাংসদ। তাঁর মুখে থাকত না কোনও কুকথা। এদিন হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি।ঘাটাল মানুষের কতটা প্রত্যাশা পূরণ হয়, কতটা কাজ করবেন হ্যাটট্রিক করা দেব? তা বলবে সময়।

রঞ্জন চন্দ