মোদীজি কে বিজয় তিলক

Narendra Modi: মোদির সভায় আরতির থালা হাতে ভিনরাজ্যের মহিলা, কেন জানেন? কারণ শুনলে চমকে যাবেন

পুরুলিয়া: একেবারেই দোরগোড়ায় পুরুলিয়ার লোকসভা নির্বাচন। শেষ মুহূর্তে মানুষের মনে সাড়া ফেলতে জেলা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইদিন পুরুলিয়া‌ বিধানসভার অন্তর্গত গ্যাঙাড়া হাই স্কুল সংলগ্ন মাঠে সম্পন্ন হয় নরেন্দ্র মোদির সভা। কাতারে কাতারে মানুষ ভিড় জমান এই সভায়। কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই দিন।

প্রধানমন্ত্রীকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। এই জনসমাগমে উপস্থিত অনেকেই শুধুমাত্র একটি বার নরেন্দ্র মোদিকে দেখতে ও তাঁর কথা শুনতে ছুটে আসেন। তাদেরই মধ্যে একজন উপস্থিত হয়েছিলেন জামশেদপুর থেকে। নরেন্দ্র মোদিকে দেখে একেবারেই আবেগে উৎফুল্ল হয়ে পড়েন তিনি। এই বিপুল জমা জনসমাগমের মাঝে আলাদা করে নজর কেড়েছিলেন তিনি। তাঁর হাতে ছিল আরতির থালা।

আরও পড়ুন: ছেলেমেয়ের পড়ায় মন বসে না? সন্তানের মনোযোগ বাড়াতে এই আসনগুলি শেখান! খুব উপকারী

এ বিষয়ে তিনি জানান, শুধুমাত্র মোদিজিকে দেখতে তিনি জামশেদপুর থেকে এসেছিলেন। হাতে আরতি থালার কারণ তিনি দূর থেকে মোদিজিকে বিজয় তিলক করে আরতি করলেন যাতে এই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি বিপুল ভোটে জয় যুক্ত হতে পারেন। তাঁর এখানে আসা সার্থক হয়েছে কারণ মোদিজি দূর থেকে তাকে হাত নাড়িয়ে আশীর্বাদ করেছেন।প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে তিনি ভীষণই খুশি।

আরও পড়ুন: খেলাধুলো থেকে পড়াশোনা, আপনার সন্তান হবে চ্যাম্পিয়ন! মানুন কালামের এই ৫ উপদেশ

এই দিনের সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনকে ঘিরে একাধিক বার্তা দেন বিজেপি নেতা-কর্মীদের। প্রথমেই মঞ্চে উঠে তিনি পুরুলিয়ার মানুষদের প্রতি শ্রদ্ধা জানান। পুরুলিয়ার ছৌ মুখোশের প্রশংসাও করেন। প্রধানমন্ত্রীর প্রতিটা বক্তব্যের শেষে করতালির বন্যা বয়ে যায় জনগণের মধ্যে দিয়ে। আবেগ আপ্লুত হয়ে পড়ে জেলার মানুষেরা।

শর্মিষ্ঠা ব্যানার্জি