বলা হয়েছে, এই এই দু’টি মহাকাশযান সমান্তরাল অরবিটে ঘুরছে৷ সেই কারণেই যাত্রাপথে একে অপরের সঙ্গে দেখা হয়ে গিয়েছে৷ কিন্তু এ তো আর খোলা চোখে দেখা সম্ভব নয়, নাসার যানের তোলা ছবিতেই এটি ধরা পড়েছে৷

NASA Spacecraft Captured Image: চাঁদের চারিদিকে ঘুরছে এ কী জিনিস! নাসার ছবি ঘিরে হঠাৎই রহস্য, দেখতে পারেন আপনিও

চাঁদ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই৷ সেই চাঁদের মাটিতে পাও রেখে মানুষ৷ কিন্তু এখনও চাঁদের অনেক সত্যই মানুষের কাছে পরিস্কার নয়৷ তার মধ্যেই নাসার একটি ছবি গিরে হঠাৎই আলোচনা শুরু হয়েছে বৈজ্ঞানিক মহলে৷ চাঁদের চারিদিকে এটি ঠিক কী ঘুরছে, বলতে পারছেন না অনেকেই৷
চাঁদ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই৷ সেই চাঁদের মাটিতে পাও রেখে মানুষ৷ কিন্তু এখনও চাঁদের অনেক সত্যই মানুষের কাছে পরিস্কার নয়৷ তার মধ্যেই নাসার একটি ছবি গিরে হঠাৎই আলোচনা শুরু হয়েছে বৈজ্ঞানিক মহলে৷ চাঁদের চারিদিকে এটি ঠিক কী ঘুরছে, বলতে পারছেন না অনেকেই৷
নাসার একটি চন্দ্রযান (এলআরও) মারফত একটি মহাজাগতিক ছবি প্রকাশিত হয়েছে ইন্টারনেটে৷ গত ১৫ বছর ধরে এই চন্দ্রযানটি চাঁদের চারিদিকে ঘুরছে৷ এবং নানারকম ছবি ও তথ্য পাঠাচ্ছে৷ তাতেই ধরা পড়েছে, একটি ছবি৷ তাতেই রহস্য তৈরি হয়েছে৷
নাসার একটি চন্দ্রযান (এলআরও) মারফত একটি মহাজাগতিক ছবি প্রকাশিত হয়েছে ইন্টারনেটে৷ গত ১৫ বছর ধরে এই চন্দ্রযানটি চাঁদের চারিদিকে ঘুরছে৷ এবং নানারকম ছবি ও তথ্য পাঠাচ্ছে৷ তাতেই ধরা পড়েছে, একটি ছবি৷ তাতেই রহস্য তৈরি হয়েছে৷
ছবিটিতে দেখা গিয়েছে, চাঁদের চারিদিকে একটি সার্ফবোর্ডের মতো জিনিস ঘুরতে দেখেছেন বিজ্ঞানীরা৷ সেটি যে ঠিক কী জিনিস, সেটা প্রথমে স্পষ্ট করে বলতে পারেননি বিজ্ঞানীরা৷ কেউ কেউ এটি ‘সলিভার সার্ফার’ কাল্পনিক বিষয়টির সঙ্গে তুলনা করছেন৷
ছবিটিতে দেখা গিয়েছে, চাঁদের চারিদিকে একটি সার্ফবোর্ডের মতো জিনিস ঘুরতে দেখেছেন বিজ্ঞানীরা৷ সেটি যে ঠিক কী জিনিস, সেটা প্রথমে স্পষ্ট করে বলতে পারেননি বিজ্ঞানীরা৷ কেউ কেউ এটি ‘সলিভার সার্ফার’ কাল্পনিক বিষয়টির সঙ্গে তুলনা করছেন৷
নাসার পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটি এই ধরনের অবজেক্টের প্রথম প্রকার ছবি৷ এলআরও ৪৩ ডিগ্রি কোণ থেকে চাঁদের দিক থেকে মুখ করে ঘুরে চলেছে৷ সেই দিক থেকেই এই ছবিটি তোলা হয়েছে৷’
নাসার পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটি এই ধরনের অবজেক্টের প্রথম প্রকার ছবি৷ এলআরও ৪৩ ডিগ্রি কোণ থেকে চাঁদের দিক থেকে মুখ করে ঘুরে চলেছে৷ সেই দিক থেকেই এই ছবিটি তোলা হয়েছে৷’
নাসার তরফ থেকে আরও বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে এই ডুনারি চাঁদের চারিদিকে ঘুরছে৷ অর্থাৎ, এই রহস্যজনক জিনিসটি হল, দক্ষিণ কোরিয়ার লুনার অরবিটার ডুনারি৷ এই মহাকাশযানটির ছবি তুলেছে নাসার মহাকাশযান৷
নাসার তরফ থেকে আরও বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে এই ডুনারি চাঁদের চারিদিকে ঘুরছে৷ অর্থাৎ, এই রহস্যজনক জিনিসটি হল, দক্ষিণ কোরিয়ার লুনার অরবিটার ডুনারি৷ এই মহাকাশযানটির ছবি তুলেছে নাসার মহাকাশযান৷
বলা হয়েছে, এই এই দু’টি মহাকাশযান সমান্তরাল অরবিটে ঘুরছে৷ সেই কারণেই যাত্রাপথে একে অপরের সঙ্গে দেখা হয়ে গিয়েছে৷ কিন্তু এ তো আর খোলা চোখে দেখা সম্ভব নয়, নাসার যানের তোলা ছবিতেই এটি ধরা পড়েছে৷
বলা হয়েছে, এই এই দু’টি মহাকাশযান সমান্তরাল অরবিটে ঘুরছে৷ সেই কারণেই যাত্রাপথে একে অপরের সঙ্গে দেখা হয়ে গিয়েছে৷ কিন্তু এ তো আর খোলা চোখে দেখা সম্ভব নয়, নাসার যানের তোলা ছবিতেই এটি ধরা পড়েছে৷