অলিম্পিক্সের পর শোনা গিয়েছিল হাল্কা চোট রয়েছে নীরজের। তারপরও নীজের নতুন টার্গেট সেট করেছিলেন পরপর দুটি অলিম্পিক্সে পদক জেতা নীরজ। ভেবেছিলেন লুসানের ডায়মন্ড লিগে সোনা জয়ের স্পপ্ন পূরণ করবেন। কিন্তু সেই আশাও পূরণ হল না।

অলিম্পিক্সের উদ্বোধনে নেই ‘সোনার ছেলে’, কী করছেন নীরজ, দেখে নিন ভিডিও

প্যারিস: শুক্রবার শুরু হচ্ছে অলিম্পিক্স। আগামী কিছুদিন ধরে বিশ্বজুড়ে সবার চোখ থাকবে এই “গ্রেটেস্ট শো অন আর্থ”- এর উপর। কিন্তু, এই প্রতিযোগীদের ভিড়ে ভারতের হয়ে কিন্তু এখনও ফ্রান্সেই পৌঁছান নি নীরজ চোপড়া। বিশ্বের অন্যতম সেরা জ্যাভলিন থ্রোয়ার এই ভারতীয় আপাতত রয়েছেন ফ্রান্স থেকে বহুদুরে তুরস্কে। গত টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ এখন নিজেকে ডুবিয়ে রেখেছেন কঠোর অনুশীলনে।

আরও পড়ুন: অলিম্পিক্স উদ্বোধনের আগে ফ্রান্সে বড়সড় নাশকতা! বিপর্যস্ত রেল পরিষেবা

প্যারিস থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তুরস্কে তিনি ব্যক্তিগত কোচের কাছে অনুশীলন নিচ্ছেন। ভারতের মোট ১১৭ জন প্রতিযোগীর মধ্যে নীরজ চোপড়ার থেকে একটি সোনা পাওয়ার জন্য মুখিয়ে আছেন গোটা ভারতবাসী। এই জন্যই নিজেকে অনুশীলনে একদম ডুবিয়ে দিয়েছেন বলে তাঁর ব্যক্তিগত কোচ জানিয়েছেন। চলতি বছরে কোনও বড় প্রতিযোগিতায় নামেননি নীরজ। যতটা সম্ভব চোট আঘাত এড়িয়ে চলার চেষ্টা করছেন। নিজেকে প্যারিস অলিম্পিক্সে মেলে ধরার জন্য তিনি যে কতটা মরিয়া তা তাঁর কোচের সোশ্যাল মিডিয়ায় ভাগ করা ভিডিওতেই দেখা যাচ্ছে।

আগামী ৬ অগাস্ট অলিম্পিক্সে জ্যাভ্লিন থ্রোয়ের যোগ্যতা নির্ণায়ক পর্ব। ফাইনাল হবে ৮ই অগাস্ট। নিজের সবটা দিয়ে স্বর্ণপদক আনতে মরিয়া নীরজ। ভারতবাসীরাও বুক বাঁধছেন। অলিম্পিক্সে আবারও একটা সোনা পাওয়ার।