রাস্তায় নেমে সতর্কতা প্রচারে পড়ুয়ারা

South 24 Parganas News: স্কুল পড়ুয়ার মৃত্যু আর নয়! পথ দুর্ঘটনা রুখতে রাস্তায় নেমে বড় উদ্যোগ শিক্ষার্থীদের

দক্ষিণ ২৪ পরগনা: পথ দুর্ঘটনা রুখতে তৎপর হল পড়ুয়ারা। সচেতনতার বার্তা দিতে নিজেরাই রাস্তায় নেমে দিনভর বার্তা পথচলতি মানুষকে। বাইকচালকদের তারা দিল গোলাপ।  অভিনব সচেতনতা প্রচারের ছবি বারুইপুর -ক্যানিং রোডে।

কয়েক দিন আগে জয়নগরের বামুনগাছি পঞ্চায়েতের বেলপুকুর এলাকায় রাস্তা পারাপার করার সময়ে অষ্টম শ্রেণির ছাত্রী লিপিকা নস্করকে একটি বাইক ধাক্কা দেয়। তাতে রাস্তায় ছিটকে পড়ে যায় লিপিকা। মাথায় গুরুতর আঘাত লাগার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটি নিশ্চিত করতেই বিশেষ উদ্যোগ ছাত্রছাত্রীদের।

ট্রাফিক সচেতনতার বার্তা দিতে বাইকচালকদের গোলাপ দিল রামনগর নিম্ন বুনিয়াদি স্কুলের খুদে পড়ুয়ারা। স্কুলের সামনেই বারুইপুর -ক্যানিং রোড। সে রাস্তায় বাম্পার না থাকায় প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। বেপরোয়া গতিতে চলে বাইক। এই বাইকচালকদের ‘শিক্ষা’ দিতে ও ট্রাফিক সচেতনতার বার্তা দিতে পথে নেমেছে  পড়ুয়ারা। তাদের সঙ্গে ছিলেন স্কুল পরিদর্শক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। হেলমেটবিহীন বাইকচালকদের হাতে ছাত্রছাত্রীরা ধরিয়ে দিল গোলাপ ফুল।

রামনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড নিয়েও হাজির ছিল। তাতে ছিল নানা সচেতনতার বার্তা। এ দিন ছিলেন বারুইপুর দক্ষিণ চক্রের স্কুল পরিদর্শক। তাঁরই নির্দেশে স্কুলের প্রধান শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে এমন অভিনব অভিযানে শামিল হয়েছিলেন। ছাত্রছাত্রীরাও এই কর্মযজ্ঞে অত্যন্ত খুশি।

আরও পড়ুন- আরোহীরা পাড়ে, চালক ছাড়াই চলতে শুরু করল গাড়ি! একেবারে ঝাঁপ দিল গঙ্গায়, দেখুন ভাইরাল ভিডিও

বাইকচালক কানে ফোন নিয়ে এলে ছাত্রছাত্রীদের প্ল্যাকার্ড দেখে দাঁড়িয়ে পড়েন। স্কুল পরিদর্শক বলেন, “বাইকচালকদের একটা বার্তা দেওয়া হল ছাত্রছাত্রীদের মাধ্যমে। এমন উদ্যোগ আগামী দিনেও হবে। এছাড়া ডেঙ্গি প্রতিরোধ করতে ছাত্রছাত্রীরা অংশ নেবে। তাঁদের মাধ্যমেই সমাজকে দেওয়া হবে বার্তা। পাশাপাশি, বাইকের গতি নিয়ে অভিভাবকরা প্রায় অভিযোগ করতেন, তাই বেপরোয়া বাইক রুখতে ছাত্র ছাত্রীদের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হল।”

সুমন সাহা