ভিনেশের পাশে দাঁড়ালেন নীরজ।

Paris Olympics 2024: ভিনেশ ফোগটের পদক নিয়ে এবার মুখ খুললেন নীরজ চোপড়া! বললেন ‘আসল সত্যি’

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে রুপো জিতে দেশবাসীকে গর্বিত করেছেন নীরজ চোপড়া। কিন্তু, তিনিও অপেক্ষা করছেন ভিনেশ ফোগটের বিচারের আশার জন্য। কিন্তু, সিদ্ধান্ত যাই হোক, দেশবাসীকে তাঁর আহ্বান ভিনেশের অবদান দেশবাসী যেন ভুলে না যান।
এই প্রসঙ্গে ইন্ডিয়ান অলিম্পিক্স কমিটির সম্মান অনুষ্ঠানে ইন্ডিয়া হাউজে দাঁড়িয়ে তিনি বলেন, “যদি ভিনেশ পদক পান তাহলে তো সেটা সবার জন্যেই খুশির খবর হবে। কিন্তু, যদি সব কিছু পরিকল্পনা মাফিক না হয়। যদি তিনি পদক না পান কিন্তু তিনি যেন দেশবাসীর কাছে একজন পদকজয়ীর মতই সম্মান পান। কারণ আমরা যেন ভুলে না যাই তিনি দেশের জন্য কী করেছেন।”

আরও পড়ুন: এক বাবার হার না মানা জেদ, তাঁর জন্যই ভিনেশকে চিনল দেশ, আসছে নতুন সিনেমা!
অলিম্পিক্স পদকজয়ীদের কিছুদিনের মধ্যেই যে দর্শকরা ভুলে যান, সে কথাও বলেন তিনি। তিনি বলেন, “আজকে যাকে চ্যাম্পিয়ন বলে মাথায় তোলা হয় তারপর তাঁকে ভুলে যায় মানুষ। নইলে ভিনেশ পদক পেয়েছে কিনা তা নিয়ে কোনও মাথাব্যথা থাকার প্রয়োজন নেই। কারণ তিনি পদক পেয়েছেন কি না সেটা কোনও ভাবেই কোনও পার্থক্য গড়ে দেয় না।”
সোনা জয়ের আশা নিয়ে লড়তে গিয়েও সেই লড়াই থেকে ছিটকে যান ভিনেশ। ৫০ কেজির ক্যাটাগরিতে ১০০ গ্রামের বেশি থাকার জন্য তাঁকে লড়াই থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপরেই আন্তর্জাতিক সর্বোচ্চ নিয়ামক সংস্থা বা কোর্ট অফ আরবিট্রাসেশন ফর স্পোর্টে দ্বারস্থ হন।
নীরজ চোপড়া এই প্যারিস অলিম্পিক্সে রুপো জিতে নেন। গত টোকিও অলিম্পিক্সেও সোনা জিতে আনেন এই তরুণ অ্যাথলিট।