Tag Archives: Indian Wrestler

Vinesh Phogot: ১০০ গ্রাম ওজন বেড়েছিল মাত্র! ভিনেশের দোষ ছিল? কে দায়ী, জানিয়ে দিল আদালত

নয়াদিল্লি: ওজনের সর্বোচ্চ সীমা অতিক্রম করায় ভিনেশকেই কার্যত দোষী সাব্যস্ত করল ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট বা ক্যাস। তারা স্পষ্টভাবেই জানিয়েছে, ভিনেশ নিজের দোষেই অলিম্পিক্সের পদক থেকে বঞ্চিত হয়েছেন। এরসঙ্গেই ক্যাস বিশ্বের সমস্ত কুস্তিগিরদের হুঁশিয়ারির সুরেই জানিয়েছে যে রকমই পরিস্থিতি হোক না কেন তাঁদের ওজনের সম্বন্ধে তাঁদের ওয়াকিবহাল থাকতে হবে। যদি তাঁরা সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেন তবে তাঁরা প্রতিযোগিতা থেকে বাতিল হবেন। এই বিষয়ে ২৪ পাতার একটি বিস্তারিত রায় প্রকাশ করেছে ক্যাস। সেখানেই এই যুক্তি তুলে ধরা হয়েছে।
৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেও ১০০ গ্রাম বেশি থাকার জন্য ফাইনাল ম্যাচ থেকে ছিটকে যান ভারতের মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট। তাঁকে গোটা প্রতিযোগিতা থেকেই বাতিল ঘোষণা করা হয়। এরপর সরাসরি ক্যাসে আবেদন জানান ভিনেশ। তাঁকে অন্তত রুপোর পদক দেওয়া হোক বলে আবেদন জানান তিনি। গত ১৪ই অগাস্ট নিজেদের সিদ্ধান্ত জানায় ক্যাস। ভিনেশের আবেদন বাতিল করে এই আন্তর্জাতিক সংস্থা। সোমবার এই প্রসঙ্গে বিস্তারিত ভাবে ২৪ পাতার একটি রিপোর্ট প্রকাশ করে ক্যাস। সেখানেই যুক্তি সহকারে জানানো হয় কেন ভিনেশকে প্রতিযোগিতা থেকেই বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: Mpox নিয়ে বাড়ছে চিন্তা, সতর্ক করা হল প্রতিটি বিমানবন্দর, সীমান্তে হাই অ্যালার্ট
এই রিপোর্টে তাঁরা জানিয়েছে, “ক্রীড়াবিদদের ওজনের সর্বোচ্চ সীমা কতটা হবে তা নিয়ে নিয়ম খুবই স্পষ্ট। এবং সমস্ত প্রতিযোগীর ক্ষেত্রে তা সমান। এই ঊর্ধ্বসীমার ব্যাপারে কোনও আপস করা হবে না। এক গ্রাম ওজন বেশি হওয়াও বাঞ্ছনীয় নয়। কী ভাবে কোনও প্রতিযোগী তা করবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ তাঁর উপর।”
ভিনেশের আবেদন নস্যাৎ করে ক্যাস আরও জানিয়েছে, “ভিনেশের ওজন যে বেশি ছিল সে বিষয়ে কোনও প্রশ্নের অবকাশ নেই। শুনানিতেই তিনি তা জানিয়েছেন। উনি জানিয়েছিলেন ঋতুস্রাব চলাকালীন জল খাওয়ার জন্য এবং সেই সময়ে তাঁর শরীরে জলের পরিমাণ বেশি থাকার জন্য ওজন বেশি হয়েছে। কিন্তু এই দাবি মানা যায় না।”
এই প্রসঙ্গে ক্যাস জানিয়েছে, “বিচারক জানিয়েছেন, আবেদনকারী নিজের ইচ্ছায় ৫০ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। নিয়মবিধির ৭ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক প্রতিযোগীকে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে হয় এবং তিনি কেবল একটিই বিভাগে অংশ নিতে পারেন। সরকারি ভাবে ওজন মাপার সময়ও নিজের ওজন ঠিক রাখা তাঁরই দায়িত্ব।”
আবেদনে সাড়া না পেয়ে প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে ভারতের এই মহিলা কুস্তিগিরকে। পদক না পেলেও ভারতে ফিরে তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন দেশবাসী। আবেগে আপ্লূত হয়ে ভিনেশ জানিয়েছিলেন এই ভালবাসা হাজার পদকের থেকেও বেশি। তবে ক্যাসের এই রিপোর্টে মনখারাপ ক্রীড়াপ্রেমীদের।

Vinesh Phogot: ‘যা পেয়েছি তা হাজার সোনার পদকের থেকেও বেশি’, কী এমন পেলেন ভিনেশ? দেখুন…

নয়াদিল্লি: দেশের মাটিতে ফিরে আবেগে ভাসছেন মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট। শনিবার, প্যারিস থেকে দিল্লিতে ফেরার পর কান্নায় ভেঙে পড়েন ভিনেশ। কিন্তু, দেশে ফেরার পর তাঁকে যেভাবে অভ্যর্থনা জানানো হয় তাতে তিনি অভিভূত বলেই জানান।
নয়াদিল্লিতে নামার পর ভিনেশ তাঁর সতীর্থ কুস্তিগির বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের সঙ্গে হরিয়ানায় নিজের গ্রাম চারখি দাদরিতে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানানোর জন্য প্রায় গোটা গ্রাম ভেঙে পড়ে। তাঁর প্রতি এই ভালবাসায় আপ্লূত হয়ে পড়েন ভিনেশ।
এই প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, “দেশের মানুষের কাছে আমি যে ভালবাসা পেয়েছি তা ১ হাজার সোনার পদকের থেকেও বেশি।” তিনি আরও বলেন, “হয়ত আমি সোনা পায়নি, কিন্তু আমার দেশের মানুষরাই আমাকে আবেগ দিয়ে তা এনে দিয়েছে।”

প্যারিস অলিম্পিক্সে ৫০কেজি বিভাগে রীতিমত ইতিহাস তৈরি করেছেন ভিনেশ। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে তিনি প্যারিস অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে যান। কিন্তু ফাইনাল ম্যাচের আগে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকার ফলে তাঁকে গোটা প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। বাতিল করা হয় তাঁর রুপো পদকও।

আরও পড়ুন: টানা ভাল খেলেও বাংলাদেশ সিরিজে বাদ ভারতের তারকা ব্যাটার! তবে হাল ছাড়তে নারাজ

এরপর তিনি সর্বোচ্চ কেন্দ্রীয় নিয়ামক সংস্থা বা কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টে আর্জি জানান। কিন্তু তাঁর আর্জি নস্যাৎ করে দেয় এই কোর্ট। ফলে তাঁর পদক পাওয়ার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু দেশে ফিরে তাঁর প্রতি দেশবাসীর আবেগ দেখে তিনি আপ্লূত। তারপরেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন ভিনেশ।

Paris Olympics 2024: ভিনেশ ফোগটের পদক নিয়ে এবার মুখ খুললেন নীরজ চোপড়া! বললেন ‘আসল সত্যি’

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে রুপো জিতে দেশবাসীকে গর্বিত করেছেন নীরজ চোপড়া। কিন্তু, তিনিও অপেক্ষা করছেন ভিনেশ ফোগটের বিচারের আশার জন্য। কিন্তু, সিদ্ধান্ত যাই হোক, দেশবাসীকে তাঁর আহ্বান ভিনেশের অবদান দেশবাসী যেন ভুলে না যান।
এই প্রসঙ্গে ইন্ডিয়ান অলিম্পিক্স কমিটির সম্মান অনুষ্ঠানে ইন্ডিয়া হাউজে দাঁড়িয়ে তিনি বলেন, “যদি ভিনেশ পদক পান তাহলে তো সেটা সবার জন্যেই খুশির খবর হবে। কিন্তু, যদি সব কিছু পরিকল্পনা মাফিক না হয়। যদি তিনি পদক না পান কিন্তু তিনি যেন দেশবাসীর কাছে একজন পদকজয়ীর মতই সম্মান পান। কারণ আমরা যেন ভুলে না যাই তিনি দেশের জন্য কী করেছেন।”

আরও পড়ুন: এক বাবার হার না মানা জেদ, তাঁর জন্যই ভিনেশকে চিনল দেশ, আসছে নতুন সিনেমা!
অলিম্পিক্স পদকজয়ীদের কিছুদিনের মধ্যেই যে দর্শকরা ভুলে যান, সে কথাও বলেন তিনি। তিনি বলেন, “আজকে যাকে চ্যাম্পিয়ন বলে মাথায় তোলা হয় তারপর তাঁকে ভুলে যায় মানুষ। নইলে ভিনেশ পদক পেয়েছে কিনা তা নিয়ে কোনও মাথাব্যথা থাকার প্রয়োজন নেই। কারণ তিনি পদক পেয়েছেন কি না সেটা কোনও ভাবেই কোনও পার্থক্য গড়ে দেয় না।”
সোনা জয়ের আশা নিয়ে লড়তে গিয়েও সেই লড়াই থেকে ছিটকে যান ভিনেশ। ৫০ কেজির ক্যাটাগরিতে ১০০ গ্রামের বেশি থাকার জন্য তাঁকে লড়াই থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপরেই আন্তর্জাতিক সর্বোচ্চ নিয়ামক সংস্থা বা কোর্ট অফ আরবিট্রাসেশন ফর স্পোর্টে দ্বারস্থ হন।
নীরজ চোপড়া এই প্যারিস অলিম্পিক্সে রুপো জিতে নেন। গত টোকিও অলিম্পিক্সেও সোনা জিতে আনেন এই তরুণ অ্যাথলিট।

‘Give Vinesh Phogat Silver’:‘‘ভিনেশ কে রুপো দেওয়া হোক’’, কুস্তির নিয়মের বদল হোক, দাবি ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন জর্ডান বুরোসের

প্য়ারিস: মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে কুস্তিতে স্বর্ণ পদকের লড়াইয়ে নামতেই পারলেন না তিনি। এই ঘটনায় তাঁর সঙ্গেই সারা দেশের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এর আঁচ পৌঁছে গিয়েছিল সংসদ ভবনেও।

শোনা যাচ্ছে ইতিমধ্যেই ভিনেশ ফোগট স্পোর্টস আর্বিট্রেশন কোর্টে রৌপ্য পদকের জন্য আপিল করতে চলেছে৷

আরও পড়ুন:‘মা, কুস্তি জিতে গেল, আমি হেরে গেলাম’ – অবসর নিয়ে নিলেন ভিনেশ ফোগট, আর যা লিখলেন

এবার তাঁকে রুপো দেওয়ার দাবি করলেন রেসলিং জগতের কিংবদন্তি ইউএসএর জর্ডান বুরোস৷ শুধু তাই নয়, তিনি কুস্তির নিয়ম বদলে ফেলাররও দাবি জানিয়েছে৷


প্রসঙ্গত, জর্ডান বুরোস লন্ডন ২০১২ স্বর্ণপদক-সহ ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণ পদক জয়ী৷ তাঁকে সর্বকালের শ্রেষ্ঠ ফ্রিস্টাইল কুস্তিগীরদের মধ্যে অন্যতম মনে করা হয়৷

আরও পড়ুন:‘তুমি দেশের গর্ব, শক্তিশালী হয়ে ফিরে এসো!’ ফোগটের স্বপ্নভঙ্গ হতেই লিখলেন মোদি

বিশ্বের অনেক কুস্তিগীর ফোগাটের এই ভাবে অলিম্পিক্সের মতো আসর থেকে ছিটকে যাওয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন৷

এবার তিনিও তাঁর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটের ছিটকে যাওয়া নিয়ে মুখ খুললেন৷ তিনি লিখেছেন, ‘‘ভিনেশকে রুপো দেওয়া হোক’’৷

এছাড়াও তিনি সেখানে UWW তৈরি করা বেশ কিছু নিয়মের পরিবর্তন চেয়েছেন৷ প্রথমেই তিনি বলেছেন, সমস্ত ক্যাটাগরিতেই অন্তত ১ কেজি ওজন অবধি ছাড় দেওয়া উচিত৷


দ্বিতীয়ত, তাঁর দাবি, ওজন গ্রহণের সময় সাড়ে আটটার পরিবর্তে সাড়ে দশটা করা উচিত৷ এর ফলে খেলোয়াড় ও কোচ কিছুটা হাতে সময় পাবে৷ তৃতীয়ত, তিনি বলেছেন, কেউ ফাইনালে ওজন মানদণ্ড পার করতে ব্যর্থ হলে কেবল তাঁকে সেই ম্যাচ থেকেই বাতিল করা হোক৷

তাঁর শেষ দাবিতেই তিনি ফোগটকে রুপোর দাবিদার বলেছেন, তাঁর বক্তব্য যাঁরা খেলার অন্তিম পর্বে উঠবে তাঁদের জন্য পদক নিশ্চিত করা দরকার৷


এই বিষয়ে মুখ খুলেছেন ভারতের ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিকও৷ কোনও রকম সমস্যা ছাড়াই প্রতিপক্ষকে হারিয়ে ভিনেশ ফোগট ফাইনালে উঠেছে৷ তাই সাক্ষীর দাবি তাঁকে অন্তত তাঁর অর্জিত রুপো দেওয়া হোক৷

সোনার মেয়ে Priya Malik খেলবেন Paris Olympicsএ! চিনে নিন এই কুস্তিগিরকে

#বুদাপেস্ট: World Wrestling Championship-এ সোনা জয়ী প্রিয়া মালিক (priya malik) সামনের অলিম্পিক্সে অংশ নেবেন৷ ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) সেখানে অংশ নেবেন প্রিয়া মালিক এমনটাই আশা দেখছেন প্রিয়ার কোচ৷ প্রিয়ার সোশ্যাল মিডিয়ায় প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে৷ একইসঙ্গে অলিম্পিক্স ও ওয়ার্ল্ড  রেসলিং চ্যাম্পিয়নশিপ চলছে অনেকেই আসলে এই দুটো ইভেন্টকে গুলিয়ে ফেলেছেন৷ তাই আসলে কোচ অংশু মালিক বলেছেন তাঁর ছাত্রী যে ধরণের পারফরম্যান্স দিয়েছেন তাতে প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে পারবেন- এটাই আশাবাদী কোচের বয়ান৷

 বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে ভারতের হাতে বড় সাফল্য৷ সোনা জিতলেন ভারতের মেয়ে প্রিয়া মালিক (Priya Malik)৷ বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপ মহিলাদের ৭৫ কিলো বিভাগে সোনার পদক জিতে নেন৷ প্রিয়া ওয়ার্ল্ড ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপে বেলারুশের কুস্তিগিরকে ৫-০ হারান৷ প্রিয়া ২০১৯ এ পুণেতে খেলো ইন্ডিয়া স্বর্ণ পদক. ২০১৯ এ দিল্লিতে ১৭ স্কুল গেমসে সোনার পদক পান, ২০২০ সোনা পান পটনায় ন্যাশানাল ক্যাডেট চ্যাম্পিয়নশিপে৷  ২০২০ তে তিনি রাষ্ট্রীয় স্কুল গেমসেও সোনা পান৷

মীরাবাই চানু শনিবার টোকিও অলিম্পিক্স ২০২০ তে দেশের হয়ে রূপো জেতেন৷ এরই সঙ্গে ইতিহাস তৈরি করেন তিনি৷ প্রিয়ার সাফল্য ফের একবার দেশকে গর্বিত হওয়ার সুযোগ দিল৷ প্রিয়ার এই সাফল্যে ট্যুইটার জুড়ে প্রশংসার ঢল নামে৷ প্রিয়া ভরত সিং মেমোরিয়াল খেল স্কুল নিডানির খেলোয়াড়৷ দেখে নিন সেই লড়াইয়ের ভিডিও৷

প্রিয়ার জয়ের পর হরিয়াণার ক্রীড়ামন্ত্রী তাঁকে জয়ের জন্য সম্বর্ধিত করেন৷ তিনি বলেছেন, ‘‘মহিলা কুস্তিগির প্রিয়া মলিক হারিয়াণার মেয়ে যিনি হাঙ্গেরির বুদাপেস্ট আয়োজিত বিশ্ব ক্যাডেট কুস্তিগির চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন, তাঁকে অভিনন্দন৷ ’’

ভারতের আরও এক তরুণ পালোয়ান তনুও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রয়েছেন৷ তনুও নিজের খেলায় একটিও অঙ্ক হারাননি, তিনি বেলারুশের প্রতিপক্ষকে হারান৷ তিনি ৬৫ কিলোগ্রামে ব্রোঞ্জ জেতেন৷