রবি অত্রি, সঞ্জীব মুখিয়া৷ নিট প্রশ্নফাঁস কাণ্ডের মূলচক্রী৷

NEET Solver Gang: এরাই NEET প্রশ্নফাঁস কাণ্ডের ‘মুন্নাভাই’! ‘কোটা ফ্যাক্টরি’ থেকে উত্থান একজনের, আর অন্যজন কে জানেন?

নয়াদিল্লি: উত্তর সহ ফাঁস হওয়া প্রশ্নপত্র বেচা থেকে শুরু করে পরীক্ষার হ’লে ছাত্রছাত্রীদের বদলে প্রক্সি ক্যান্ডিডেট পাঠানো, সবটাই চলত একেবারে কর্পোরেট কায়দায়৷ এবার একে একে সামনে এল NEET-UG পরীক্ষার ‘মুন্নাভাই’দের নাম৷ পুলিশ মনে করছে, NEET-এর প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত রবি অত্রি, সঞ্জীব মুখিয়ার মতো লোকেরাই ছিল গোটা চক্রের মূল পাণ্ডা৷ কারা এরা? কী ভাবেই বা রমরমিয়ে চলত এঁদের প্রশ্নফাঁস চক্র? দেখুন…

‘সলভার গ্যাং’৷ পুলিশের কাছে এখন এই ‘এডুকেশন মাফিয়া’র পরিচিতি এই নামেই৷ শুধু বিহার নয় সারা দেশজুড়ে একাধিক রাজ্যেই নিজেদের নেটওয়ার্ক বানিয়ে রেখেছিল এই রবি অত্রিরা৷ পরীক্ষার আগে প্রশ্নপত্র জোগাড় করে তা ‘সলভ’ করে টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার টাকায় বিক্রি করত এরা৷

এমনকি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ‘প্রক্সি ক্যান্ডিডেট’ও সাপ্লাই দিত৷ একেবারে নিট-এ দুর্দান্ত স্কোরের গ্যারান্টি সহ৷ কিন্তু, কারা এই রবি অত্রি? জানলে অবাক হবেন৷

আরও পড়ুন: পরীক্ষা ‘প্রহসনে’ NTA-র ডিজি অপসারণ, NEET-UG-তেও কি বড়সড় দুর্নীতি? সিবিআইকে তদন্তের নির্দেশ কেন্দ্রের

রবি অত্রি: মেডিক্যাল পড়ুয়া থেকে এডুকেশন মাফিয়া৷ রবি অত্রির যাত্রাপথটা কিন্তু অদ্ভুত৷ এই রবিও রাজস্থানের ‘কোটা ফ্যাক্টরি’র একজন ক্যান্ডিডেট৷ ২০০৭ সালে কোটায় পড়াশোনা করা শুরু৷ ৫ বছর পরে, ২০১২ সালে এন্ট্রান্স পাশ করে রোহতকে মেডিক্যাল পড়তে শুরু করে সে৷

তবে চতুর্থ বর্ষে এসেই ইতি টানে পড়াশোনায়৷ সেই থেকেই ‘এডুকেশন মাফিয়া’র অন্ধকার জগতে যাতায়াত৷ এর আগেও প্রশ্ন ফাঁস ও প্রক্সি ক্যান্ডিডেট সাপ্লাই করার ঘটনায় বারবার উঠে এসেছে এই রবি অত্রির নাম৷

সঞ্জীব মুখিয়া, আরেক অভিযুক্ত৷ ‘সলভার গ্যাং’-এর আরেক চক্রী হল এই সঞ্জীব মুখিয়া৷ নিট প্রশ্নফাঁস কাণ্ডে এর গুরুত্বপূর্ণ ভূমিকা খুঁজে পেয়েছে পুলিশ৷ বিভিন্ন রাজ্যের সরকারি পদে নিয়োগের একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে এই সঞ্জীব, তাঁর ছেলে সহ এদের পরিবারের একাধিক জনের বিরুদ্ধে৷ নিট-এর প্রশ্নপত্র ফাঁসের খবর সামনে আসার পরেই অবশ্য নেপাল পালিয়েছে সঞ্জীব৷

আরও পড়ুন: জাপটে ধরে চুমু! যৌন হেনস্থায় অভিযুক্ত এইচ ডি দেবগৌড়ার আরেক নাতিও, কর্ণাটকে গ্রেফতার জেডি(এস) নেতা

অন্যদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৪ সালের নিট পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করা হচ্ছে না৷ কারণ, এই পরীক্ষার সঙ্গে কয়েক লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, যাঁরা রীতিমতো প্রস্তুতি নিয়ে এই পরীক্ষায় পাশ করেছেন আইনি ভাবে৷

প্রশ্নফাঁস কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ অভিযুক্তদের ১০ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকার জরিমানা হতে পারে৷