ইউজিসি নেট (UGC-NET 2024) ও নিট ইউজি (NEET UG) এই পরীক্ষাগুলি কী? কোনটি কীসের পরীক্ষা এ নিয়ে অনেকেই গুলিয়ে ফেলছেন।

NEET UG CBI: নিট দুর্নীতিতে CBI এর হাতে প্রথম গ্রেফতারি! বড় তথ্য, দেখুন

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির প্রশ্নফাঁস কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিবিআই। তদন্ত শুরু করার পর গত রবিবারই ৬টি এফআইআর দায়ের করেছিল সিবিআই। বৃহস্পতিবার তারা দু’জনকে গ্রেফতার করল। এটাই কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্ত শুরু হওয়ার পর প্রথম গ্রেফতারি। পটনা থেকে আশুতোষ কুমার এবং মণীশ কুমার নামে দু’জনকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, মণীশ কুমার নিজের গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতেন। তার পর তাঁদের জন্য ঘরের ব্যবস্থাও করতেন। আর এ কাজে তাঁকে সহযোগিতা করতেন আশুতোষ। মূলত পরীক্ষার্থীদের গাড়ি নিয়ে আসার কাজ করতেন মণীশ। আর নিজের বাড়িতে পরীক্ষার্থীদের থাকা-খাওয়ার বন্দোবস্তের ভার ছিল আশুতোষের উপর।