মায়ের সঙ্গে স্নেহা 

WBJEE Result 2024: টালির ঘরে থেকে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য স্নেহার… ফল শুনলে চমকে যাবেন

মথুরাপুর: সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়া। প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার। ২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬৩২ নম্বর পেয়েছে সে। অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে।

স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া সব সময় তার পাশে থেকেছে। বাবা সেলসম্যান ও মা স্থানীয় একটি কেজি স্কুলের শিক্ষকা। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ভাল পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে সে। ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল স্নেহা। ছোট থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি। সে সব কাটিয়ে স্নেহা এখন ভাল রেজাল্ট করেছে। যার জন্য খুশি সকলেই। স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় বলে জানিয়েছে। গরিব, দুঃস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে জানিয়েছে সে।

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বাংলার পড়ুয়াদের জয়জয়কার। মেধাতালিকায় জায়গা পেয়েছেন বাংলার ৩ পড়ুয়া। ডাক্তারিতে ভর্তি হতে এবার পরীক্ষায় বসেছিলেন প্রায় ২৩ লক্ষের বেশি পড়ুয়া। সেখানে প্রথম স্থান অধিকার করে রাজ্যকে গৌরবোজ্জ্বল করেছেন ৩ জন। তাঁদের নাম রূপায়ণ মণ্ডল, অর্ঘ্যদীপ দত্ত ও সক্ষম আগরওয়াল। তিনজনেরই নম্বর ৭০০-র উপরে।

বৃহস্পতিবার ৬ জুন, ২০২৪-এ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দুপুর দুটো ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জয়েন্টের ফলাফল প্রকাশ করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।