কৃতী ছাত্রকে শুভেচ্ছা মানিক সাহার

NEET-UG: তপশিলি জাতিই শুধু নয়, রাজ্যে সকলের মধ্যে প্রথম চাঁদ, মানিক সাহা জানালেন শুভেচ্ছা

আগরতলা: সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (NEET-UG) সাধারণ ও তপশিলি জাতি উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অর্জনকারী ত্রিপুরা রাজ্যের কৃতী সন্তান চাঁদ মল্লিকের সঙ্গে একান্ত সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এই সাক্ষাৎ পর্বে এই কৃতী ছাত্রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। সাক্ষাৎকালে চাঁদ মল্লিককে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তিনি। এর পাশাপাশি তাঁর হাতে উপহার তুলে দেন  সাহা।

সেই সঙ্গে মেধাবী ছাত্র চাঁদ মল্লিকের অসামান্য একাডেমিক দক্ষতার জন্য তার ভুয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সারা রাজ্যের ছাত্র সমাজ তার পথচলা থেকে অনুপ্রাণিত হবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – Monsoon Weather Update: ৪৮ ঘণ্টার চরম সময়, রোদে জ্বলছে কলকাতা সহ একাধিক জেলা, তবে তারপরেই সত্যি ধেয়ে আসছে দুর্যোগ

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী ডঃ সাহা জানান, ‘‘আমার সরকারি বাসভবনে NEET-UG পরীক্ষার ফলাফলে সাধারণ ও তপশিলি জাতি উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অর্জনকারী রাজ্যের কৃতি সন্তান শ্রী চাঁদ মল্লিককে শুভেচ্ছা জানাই। তার এই সাফল্য রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে।’’

মেধাবী ছাত্র চাঁদ মল্লিককে তাঁর আগামী উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং তার পড়াশোনা সহ অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী।