UGC-NET পরীক্ষা বাতিল নিয়ে বড় বার্তা

NET Exam Date: ‘প্রমাণ পেলেই যথাযথ ব্যবস্থা’, কবে ফের নেওয়া হবে নেটপরীক্ষা…? UGC-NET বাতিল নিয়ে শিক্ষামন্ত্রকের বড় বার্তা

নয়াদিল্লি: পরীক্ষার ‘স্বচ্ছতা’ নিয়ে গুরুতর প্রশ্নের মুখে সর্বভারতীয় স্তরের পরীক্ষা নেট। আর তারই জেরে UGC-NET বাতিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বুধবার এই নির্দেশ দেওয়ার পরে বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, “তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর কাছে বিষয়টি হস্তান্তর করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

রাজধানী দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে এদিন শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল বলেন, প্রাথমিকভাবে সরকার মনে করেছে পরীক্ষায় আপস করা হয়েছে। “কোনও অভিযোগ পাওয়া যায়নি কিন্তু এখনও পর্যন্ত এজেন্সিগুলি থেকে প্রাপ্ত তথ্যগুলি নির্দেশ করছে যে পরীক্ষার অখণ্ডতার বিষয়ে সমঝোতা করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থরক্ষার জন্যই পরীক্ষা বাতিল করে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে”।

১৮ জুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত UGC-NET পরীক্ষায় ৯ লক্ষ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। কিন্তু ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া ইনপুটের ওপরে ভিত্তি করে শেষ মুহূর্তে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। শীঘ্রই পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। বিষয়টি সিবিআই-এর কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন জয়সওয়াল।

আরও পড়ুন: ডায়াবেটিসে কোন ‘মিষ্টি’ ফল দেদার খাওয়া যায় বলুন তো…? উত্তর চমকে দেবে, গ্যারান্টি!

একইসঙ্গে শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তাঁর কথায়, “মন্ত্রণালয় অন্যায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। তবে এই মুহূর্তে যখন তদন্ত চলছে, তখন এর থেকে বেশি আর কিছু বলা সম্ভবপর নয়। এনটিএ-র নিজেস্ব ব্যবস্থা রয়েছে। সেখানে অনেকেই যুক্ত এবং পুরো বিষয়টি তদন্তের অধীন বলে জানিয়েছেন তিনি।”