Tag Archives: UGC NET Exam

Nabanna Abhijan ON UGC NET Day: ‘নবান্ন অভিযান’-এর জেরে বিপাকে পড়তে পারেন নেট পরীক্ষার্থীরা! বিশেষ পরিষেবার ঘোষণা ২৭-এ

কলকাতা: ২৭ তারিখ বড় কর্মসূচি শহরে। একে তো, ‘নবান্ন অভিযান’, এর সঙ্গেই একই দিনে রয়েছে ইউজিসি নেটের পরীক্ষা। সেই উপলক্ষে কাল বিশেষ বাস পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে। অন্য দিনের তুলনায় বেশিই বাস থাকবে শহরে। সব নিগমকে বলা হয়েছে সব বাস নামাতে।

হাওড়া স্টেশন, সাঁতরাগাছি, করুণাময়ী,বিমানবন্দর, এসপ্ল্যানেড, গড়িয়া, শিয়ালদহ, ডানলপ, বেহালা থেকে কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় যাতায়াতের জন্য বেশি বাস থাকবে।

আরও পড়ুন- বাস থেকে নামিয়ে পরিচয়পত্র দেখেই গুলি! একে একে মৃত্যু ২৩ যাত্রীর! ভয়াবহ কাণ্ড

বেসরকারি সংস্থাকে বলা হয়েছে সব গাড়ি রাস্তায় নামাতে। এছাড়া ওলা, উবের ও রাইড বাইক ও ট্যাক্সি পর্যাপ্ত রাস্তায় থাকবে। সূত্রের খবর,
কলকাতায় প্রায় ১১০০ সরকারি বাস থাকবে আগামী কাল। পরীক্ষার্থীদের যাতে অসুবিধায় না পড়তে হয়, সেই জন্যই বিশেষ ব্যবস্থা বহাল থাকবে শহর জুড়ে।

আরজি কর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন অব্যাহত। আগামী মঙ্গলবার এই ইস্যুতে প্রথম নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার জেরেই আইনশৃঙ্খলা রক্ষার জন্য জেলা থেকে একাধিক পুলিশ অফিসারদের তলব রাজ্য পুলিশের।

থাকবেন ১৩ জন এসপি পদমর্যাদার আইপিএস অফিসার

১৫ জন অ্যাডিশনাল এসপি ডিসি রাঙ্কের পদমর্যাদার অফিসার

২২ জন ডেপুটি এসপি তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার র‍্যাংকের অফিসার

২৬ জন ইন্সপেক্টর পদের অফিসার মোতায়েন

 

আরও পড়ুন- একবার রাঁধলেই খেতে পারবেন সারা বছর! কোন সবজি, বলুন দেখি!

এসআই, কনস্টেবল-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার মিলিয়ে দু-হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই নবান্ন অভিযানের দিন এত সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারের অধীনে এই ফোর্স থাকবে বলেই জানিয়েছে রাজ্য পুলিশ। ২৬ তারিখের মধ্যেই এই ফোর্স হাওড়ায় ঢুকবে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি নবান্ন অভিযান নিয়ে বৈঠক করেছেন বলেও সূত্রের খবর।

UGC-NET Paper Leak Case: ভয়ঙ্কর বিহার! UGC-নেট দুর্নীতির তদন্তে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা CBI-এর! আঁতকে উঠল দেশ

কলকাতা: UGC-NET-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার তদন্ত করতে নেমে আক্রান্ত সিবিআই। রবিবার এই ঘটনা ঘটে বিহারের নাবাদা জেলার কাসিয়াদিহ গ্রামে। অভিযোগ, সিবিআইয়ের গাড়ি গ্রামে ঢোকামাত্র সেই গাড়ি ঘিরে ধরেন গ্রামের বহু মানুষ। ভাঙচুর করা হয় তাঁদের গাড়ি। অভিযোগ, প্রায় ২০০ জন গ্রামবাসী ঘিরে ধরেন সিবিআই আধিকারিকদের।

এদিকে হামলার খবর পেয়ে রাজৌলি থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে চার সিবিআই অফিসারকে উদ্ধার করে। এই ঘটনায় এফআইআর নথিভুক্ত করা হয়। চারজনকে গ্রেফতারও করা হয়। প্রায় ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয় এসডিপিও জানান, সিবিআই দল একটি বাড়িতে অভিযান চালাতে গিয়েছিল, একটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: টানা ৩ দিন বিদেশের হোটেল-রুম থেকে বেরোননি সারা-সুশান্ত, আজও সুশান্তের জন্য কাঁদেন সারা! কেন?

তারপরই সিবিআইয়ের গাড়ি ঘিরে ধরে লাঠিসোটা নিয়ে আধিকারিকদের উপরে চড়াও হয়। গ্রামবাসীরাও সিবিআইকে আক্রমণ করে। গত মঙ্গলবার বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট হয়। কিন্তু প্রশ্নফাঁসের অভিযোগে বুধবারই পরীক্ষাটি বাতিল করা হয়। আতান্তরে পড়েন পরীক্ষার্থীরা। কেন্দ্র জানিয়ে দেয়, নেট-এ অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআই-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক।

আরও পড়ুন: অঙ্কুরিত মুগ, লোকে চেনে স্প্রাউট নামে! এটি পুষ্টির পাওয়ার হাউজ; রোগমুক্ত হতে রোজ খান

পরীক্ষার এক দিন পর নেট বাতিল করে দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন,’পরীক্ষার পরের দিন বিকেল ৩টে নাগাদ আমরা জানতে পারি, ডার্ক নেটে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল পরীক্ষার আগেই। মূল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয় এবং ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে তা মিলে যায়। এর পরেই আমরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। টেলিগ্রামের মতো অ্যাপগুলির উপর নজরদারি চালানো কঠিন। প্রশ্নফাঁসে সেই ধরনের অ্যাপই ব্যবহৃত হয়েছে। স্বচ্ছতার সঙ্গে আমরা আপস করব না।’

UGC-NET: কীভাবে ‘ফাঁস’ হয়েছিল UGC-NET পরীক্ষার প্রশ্নপত্র? কত টাকায় হয়েছিল বিক্রি? সামনে এল বিরাট খবর

প্রশ্ন ফাঁসের ইঙ্গিত মিলতেই UGC-NET পরীক্ষা বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার। একটি সূত্র নিউজ 18-কে জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকে I4C-র প্রাথমিক ইনপুট আসতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

I4C হল ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। তারা ইনপুটে ফাঁস, লিঙ্ক, স্ক্রিনশট এবং সংক্ষিপ্ত বিবরণ দেয়। একই সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের কপিও পাঠায়। সূত্র নিউজ 18-কে জানিয়েছে, I4C আধিকারিকরা পরীক্ষার প্রশ্নপত্র একটি টেলিগ্রাম চ্যানেলে ৫ হাজার টাকায় বিক্রি হতে দেখেছেন।

সূত্র অনুযায়ী, পরীক্ষার আগে টেলিগ্রামে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় ইনপুটে। সূত্র আরও জানিয়েছে, ১০ হাজার টাকায় প্রশ্নপত্র বিক্রি করছে এমন একটি গ্রুপেরও হদিশ পান I4C-র আধিকারিকরা। পরীক্ষার আগের দিন বিভিন্ন গ্রুপে প্রশ্নপত্র বিক্রি হচ্ছিল।

UGC-NET পরীক্ষা প্রশ্নফাঁসের এপিসেন্টার হয়ে উঠেছিল টেলিগ্রাম। I4C-র প্রাথমিক ইনপুটে এই সব টেলিগ্রাম গ্রুপের বিশদ বিবরণ দেওয়া হয়েছে। এমনকী মুনাফা লোটার জন্য এই সব গ্রুপগুলো বিজ্ঞাপনও দিয়েছিল। তবে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটররা কোথা থেকে প্রশ্নপত্র পেলেন তা এখনও জানা যায়নি। অনুমান করা হচ্ছে, ডার্ক ওয়েবের মাধ্যমেই তাঁদের হাতে প্রশ্ন এসে থাকতে পারে।

সরকারের এক সিনিয়র কর্তা নিউজ 18-কে বলেছেন, “NETএর প্রশ্নপত্র বিক্রি হওয়া গ্রুপগুলি সম্পর্কে সরকার ওয়াকিবহাল। প্রশ্ন ফাঁসের সমস্ত মেসেজও পাওয়া গিয়েছে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট শিক্ষা মন্ত্রকে পাঠানো হয়েছে”।

I4C-র ইনপুট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ওই কর্তা বলেন, “প্রতিদিনই আমরা ফাঁস সম্পর্কিত একাধিক তথ্য পাই। সংশ্লিষ্ট সংস্থা, বিভাগ বা মন্ত্রক থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। একইভাবে আমাদের দল দেখেছে UGC-NET পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। ইনপুটে গ্রুপের লিঙ্ক, স্ক্রিনশট-সহ বিশদ বিবরণ ছিল”।

NEET-UG ২০২৪ মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে জোর বিতর্কের মধ্যেই NET বাতিলের খবর সামনে আসে। বুধবার রাতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্বচ্ছতার সঙ্গে আপোষের অভিযোগে UGC-NET বাতিলের নির্দেশ দেয়। তদন্তের জন্য বিষয়টি সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

NET Exam Date: ‘প্রমাণ পেলেই যথাযথ ব্যবস্থা’, কবে ফের নেওয়া হবে নেটপরীক্ষা…? UGC-NET বাতিল নিয়ে শিক্ষামন্ত্রকের বড় বার্তা

নয়াদিল্লি: পরীক্ষার ‘স্বচ্ছতা’ নিয়ে গুরুতর প্রশ্নের মুখে সর্বভারতীয় স্তরের পরীক্ষা নেট। আর তারই জেরে UGC-NET বাতিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বুধবার এই নির্দেশ দেওয়ার পরে বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, “তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর কাছে বিষয়টি হস্তান্তর করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

রাজধানী দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে এদিন শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল বলেন, প্রাথমিকভাবে সরকার মনে করেছে পরীক্ষায় আপস করা হয়েছে। “কোনও অভিযোগ পাওয়া যায়নি কিন্তু এখনও পর্যন্ত এজেন্সিগুলি থেকে প্রাপ্ত তথ্যগুলি নির্দেশ করছে যে পরীক্ষার অখণ্ডতার বিষয়ে সমঝোতা করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থরক্ষার জন্যই পরীক্ষা বাতিল করে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে”।

১৮ জুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত UGC-NET পরীক্ষায় ৯ লক্ষ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। কিন্তু ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া ইনপুটের ওপরে ভিত্তি করে শেষ মুহূর্তে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। শীঘ্রই পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। বিষয়টি সিবিআই-এর কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন জয়সওয়াল।

আরও পড়ুন: ডায়াবেটিসে কোন ‘মিষ্টি’ ফল দেদার খাওয়া যায় বলুন তো…? উত্তর চমকে দেবে, গ্যারান্টি!

একইসঙ্গে শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তাঁর কথায়, “মন্ত্রণালয় অন্যায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। তবে এই মুহূর্তে যখন তদন্ত চলছে, তখন এর থেকে বেশি আর কিছু বলা সম্ভবপর নয়। এনটিএ-র নিজেস্ব ব্যবস্থা রয়েছে। সেখানে অনেকেই যুক্ত এবং পুরো বিষয়টি তদন্তের অধীন বলে জানিয়েছেন তিনি।”

UGC NET vs NEET UG: দেশজুড়ে UGC NET ও NEET UG নিয়ে তোলপাড়, কোনটা কীসের পরীক্ষা? কোন পরীক্ষায় কী হওয়া যায়? বিশদে জানুন

দেশজুড়ে দুই পরীক্ষা নিয়ে তোলপাড়। গতকালই ১৮ জুন হওয়া ইউজিসি নেট (UGC-NET 2024)পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷
দেশজুড়ে দুই পরীক্ষা নিয়ে তোলপাড়। গতকালই ১৮ জুন হওয়া ইউজিসি নেট (UGC-NET 2024)পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷
এর কিছুদিন আগে থেকেই নিট ইউজি (NEET UG) নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিট মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের। বাদ যাবে গ্রেস মার্কস। ফের পরীক্ষা নেওয়া হবে ২৩ জুন। ফলপ্রকাশ ৩০ জুন। ১৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। সেই পরীক্ষা হবে আগামী ২৩ জুন। আর তার ফলপ্রকাশ ৩০ জুন।
এর কিছুদিন আগে থেকেই নিট ইউজি (NEET UG) নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিট মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের। বাদ যাবে গ্রেস মার্কস। ফের পরীক্ষা নেওয়া হবে ২৩ জুন। ফলপ্রকাশ ৩০ জুন। ১৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। সেই পরীক্ষা হবে আগামী ২৩ জুন। আর তার ফলপ্রকাশ ৩০ জুন।
ইউজিসি নেট (UGC-NET 2024) ও নিট ইউজি (NEET UG) এই পরীক্ষাগুলি কী? কোনটি কীসের পরীক্ষা এ নিয়ে অনেকেই গুলিয়ে ফেলছেন।
ইউজিসি নেট (UGC-NET 2024) ও নিট ইউজি (NEET UG) এই পরীক্ষাগুলি কী? কোনটি কীসের পরীক্ষা এ নিয়ে অনেকেই গুলিয়ে ফেলছেন।
বিশদে রইল এই দুই পরীক্ষার খুঁটিনাটি।
বিশদে রইল এই দুই পরীক্ষার খুঁটিনাটি।
UGC-NET পরীক্ষা কী: অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, UGC-NET হল ভারত জুড়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ‘সহকারী অধ্যাপক’ এবং ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক’ পদে নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ পরীক্ষা।
UGC-NET পরীক্ষা কী: অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, UGC-NET হল ভারত জুড়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ‘সহকারী অধ্যাপক’ এবং ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক’ পদে নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ পরীক্ষা।
পাশাপাশি এই পরীক্ষার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে থাকা বেশ কয়েকটি ফেলোশিপের জন্য পরীক্ষার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হয়। ওয়েবসাইট অনুযায়ী, ফেলোশিপের জন্য আগ্রহী প্রার্থীদের এই পরীক্ষার মাধ্যমে আবেদন এবং যোগ্যতা অর্জন করতে হয়।
পাশাপাশি এই পরীক্ষার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে থাকা বেশ কয়েকটি ফেলোশিপের জন্য পরীক্ষার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হয়। ওয়েবসাইট অনুযায়ী, ফেলোশিপের জন্য আগ্রহী প্রার্থীদের এই পরীক্ষার মাধ্যমে আবেদন এবং যোগ্যতা অর্জন করতে হয়।
NEET UG পরীক্ষা কী: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সংক্ষেপে নিট। ডাক্তারি পড়ার ইচ্ছা থাকলে প্রথমে এই পরীক্ষায় পাশ করতে হয়। দ্বাদশ শ্রেণির পরীক্ষার পরই ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসার সুযোগ পান।
NEET UG পরীক্ষা কী: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সংক্ষেপে নিট। ডাক্তারি পড়ার ইচ্ছা থাকলে প্রথমে এই পরীক্ষায় পাশ করতে হয়। দ্বাদশ শ্রেণির পরীক্ষার পরই ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসার সুযোগ পান।
জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রতি বছর দেশ জুড়ে নিট পরীক্ষার আয়োজন করে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলিতে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা।
জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রতি বছর দেশ জুড়ে নিট পরীক্ষার আয়োজন করে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলিতে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা।
চলতি বছরের নিটের ফল প্রকাশিত হয়েছে গত ৪ জুন। দেশের লোকসভা নির্বাচন ফল যে দিন প্রকাশিত হয়েছে, সে দিনই নিটের ফল প্রকাশ করে এনটিএ। নিটের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, বড়সড় দুর্নীতি হয়েছে এ বারের নিটে। আগে থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলেও দাবি করেছেন অনেকে।
চলতি বছরের নিটের ফল প্রকাশিত হয়েছে গত ৪ জুন। দেশের লোকসভা নির্বাচন ফল যে দিন প্রকাশিত হয়েছে, সে দিনই নিটের ফল প্রকাশ করে এনটিএ। নিটের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, বড়সড় দুর্নীতি হয়েছে এ বারের নিটে। আগে থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলেও দাবি করেছেন অনেকে।
এরপরই বুধবার ইউজিসি নেট নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। যার জেরে মঙ্গলবার পরীক্ষা নেওয়ার একদিন পরেই, বুধবার ইউজিসি-নেট বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। শুধু বাতিলই নয়। জানা গিয়েছে, পরীক্ষায় বিরাট অনিয়ম বা কেলেঙ্কারি ঘটেছে। যার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে শিক্ষা মন্ত্রক।
এরপরই বুধবার ইউজিসি নেট নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। যার জেরে মঙ্গলবার পরীক্ষা নেওয়ার একদিন পরেই, বুধবার ইউজিসি-নেট বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। শুধু বাতিলই নয়। জানা গিয়েছে, পরীক্ষায় বিরাট অনিয়ম বা কেলেঙ্কারি ঘটেছে। যার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে শিক্ষা মন্ত্রক।