FIFA World Cup 2022: মঙ্গলে বিশ্বকাপ শুরু মেসির, মারাদোনাকে ছুঁতে পারবেন কী মেসি?

#কলকাতা: মঙ্গলে বিশ্বকাপ শুরু মেসির। কেরিয়ারের শেষ বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্নে বুঁদ লিও। আর্জেন্টাইন তারকা কী পারবেন অধরা স্বপ্ন পূরণ করতে? জার্মানির বিরুদ্ধে আট বছর আগে ১১৪ মিনিট লড়াইয়ের পর স্বপ্নভঙ্গ হয়েছিল ফুটবল দুনিয়ার নতুন রাজপুত্রের। ফাইনালে অতিরিক্ত সময়ে গোলে সেই হার চোখে জল এনে দিয়েছিল মেসির।‌‌ বিশ্বকাপ ট্রফিটা ছোঁAয়া হয়নি। ২০১৮ বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালেই ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল।

এবার কার্যত শেষবার সেই অধরা স্বপ্নের সন্ধানে নিয়েই কাতারে লিও। মেসির বয়স এখন ৩৫। আর্জেন্তিনাকে কোপা আমেরিকা জেতানোর পর মেসি চাইবেন অধরা বিশ্বকাপটাও ছুঁতে। ফুটবলের তামাম রেকর্ড ভেঙে দেওয়া, সাতটি ব্যালন ডি’অর খেতাবজয়ী মেসির দিকে বিশ্ব ফুটবলের নজর। বাঁ পায়ের জাদু দেখার অপেক্ষায় মেসি ও আর্জেন্টিনা ভক্তরা। কাতারে মেসিকে নিয়ে কৌতুহল তুঙ্গে। কি করছেন, কি খেলেন জানতে চায় গোটা দুনিয়া।

 

মেসির পায়ের দাম নিয়ে বিশ্বজুড়ে চর্চা। আর্জেন্টিনার প্র্যাকটিসে উপচে পড়া ভিড়। বিশ্বের প্রায় সব দেশের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা একবার ক্যামেরাবন্দি করতে চাই মেসিকে। যদিও নিন্দুকেরা অনেকে বলেন ক্লাবে সফল মেসি নাকি দেশের জার্সিতে ততটা সফল নয়। তবে পরিসংখ্যান বলছে মেসির ম্যাজিক বিশ্বকাপেও রয়েছে। বিশ্বকাপের মঞ্চে মেসি খেলেছেন ১৯টি ম্যাচ। মেসির পা থেকে এসেছে ৬টি গোল। করেছেন ৫টি অ্যাসিস্ট।

 

আরও পড়ুন –  USA vs Wales: অভিজ্ঞ বেলে চমৎকার পারফরম্যান্স , আমেরিকাকে আটকে দিল ওয়েলস

জার্মানিতে ২০০৬ বিশ্বকাপ থেকে যাত্রা শুরু হয়েছিল মেসির। ৩ ম্যাচ খেলার পাশাপাশি তিনি করেছিলেন ১টি গোল ও ১টি অ্যাসিস্ট। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খুব একটা ভালো ছিল না মেসির জন্য। ২০১৪ বিশ্বকাপে সর্বোচ্চ ৪টি গোল করেছিলেন মেসি। তাই ফের একবার মেসিকে নিয়ে স্বপ্ন দেখা শুরু মেসি ভক্তদের। প্রার্থনা, আরও একবার ফিরে আসুক ২০১৪ সালের মেসির সেই ফর্ম। তবে এবার যেন স্বপ্ন অধরা না থেকে যায়। বিশ্বকাপ হাতে মেসিকে দেখতে চায় গোটা বিশ্বের ভক্তকুল।

 ERON ROY BURMAN