২৬৩ মিনিটের অপেক্ষার শেষ, Messi-র প্রতীক্ষিত গোলে উচ্ছ্বাসে ভাসল Twitter

#কলকাতা : ম‍্যাচের বয়স ৭০ পেরিয়ে গিয়েছে। ম্যান সিটির বিরুদ্ধে ইদ্রিসা গুয়ের গোলে ১-০ এগিয়ে প্যারি সা জা। কিন্তু তাতেও পার্ক দ‍্য প্রিন্সেসে সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসটা নেই! অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। ম্যান সিটির মাঝ মাঠ বরাবর বল ধরে সোলো দৌড়। চেষ্টা করেও নাগাল পেলেন না পেপের দলের ডিফেন্ডার লাপোর্তে। বক্সের মাথায় পৌঁছে এমবাপের সঙ্গে ছোট্ট ওয়াল খেলে ফিরতি বলে সোয়ার্ভিং শট। বল জড়িয়ে গেল জালে। স্কোরশিটে জ্বলজ্বল করে উঠল লিওনেল মেসি।

এই মুহূর্তটার জন্যই যেন অপেক্ষা করছিল পার্ক দেস প্রিন্সেস। স্টেডিয়াম জুড়ে শুরু হল শব্দব্রহ্ম। বার্সেলোনা ছাড়ার পর প্রথম গোল এলএম টেনের। পিএসজি-র জার্সিতে শুরু মেসি ম‍্যাজিক। পরিসংখ্যান বলছে, ২৬৩ মিনিটের অপেক্ষার অবসান। চ্যাম্পিয়ন্স লিগে ১২১ তম গোল লিওনেল মেসির। ইংলিশ প্রমিয়ার লিগের দলগুলোর বিরুদ্ধে ৩৫ ম‍্যাচে ২৭ গোলের ঝলমলে রেকর্ডও যে আর্জেন্টাইনের নামের পাশে। চ‍্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি বনাম পিএসজি ম্যাচের সব থেকে বড় প্রাপ্তি মেসির গোলটাই।

আরও পড়ুন – World Heart Day: ডায়েটে আনুন এই খাবারগুলি, বিন্দাস থাকবে Heart

ম‍্যাচে ২-০ হারলেও পেপ গুয়ারদিওলার দল সমানে সমানে টক্কর দিয়েছে মেসি-নেইমার-এমবাপদের বিরুদ্ধে। ব্যক্তিগত নৈপুণ্যে বারবার ঝলসে উঠলেন রিয়াদ মাহরেজ। দু-দুবার বল ধাক্কা খেলো ক্রসবারে। স্টার্লিং, ডে ব্রুইন, রুবেনরা পিএসজি-র গোলের লকগেটটাই যা খুলতে পারলেন না! গুয়ার্দিওলার দল ফুটবলের বাকি সব বিভাগেই টেক্কা দিল পিএসজিকে। পেপ গুয়ারদিওলা নিজের পুরনো ছাত্রকে নিয়ে খুশি৷

ফুটবল দেবতা হয়তো চেয়েছিলেন, নতুন দলের জার্সিতে মেসির প্রথম গোলের রাতটা পার্ক দেস প্রিন্সেসে পিএসজি সমর্থকদের সেলিব্রেশনের জন‍্যই রাখা থাকুক। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি বনাম পিএসজি ম্যাচটাও স্মরণীয় হয়ে থাকবে এলএম টেনের ঝকঝকে গোলটার জন্যই।

আরও পড়ুন – ভোর পাঁচটায় উঠে ‘এই’ মহিলা ক্রিকেটারের সঙ্গে দেখা করেছিলেন Virat, বিয়ের আগের মুচমুচে Gossip

এদিনের মেসির পারফরম্যান্সের পরেই ট্যুইটারে ওঠে মেসি ঝড়৷

চ্যাম্পিয়ন্স লিগের অন‍্য ম্যাচে শেরিফ এফসির বিরুদ্ধে  ২-১ গোলে অঘটনের হার রিয়াল মাদ্রিদের। মো সালা ও রবার্তো ফিরমিনোর জোড়া গোলে পোর্তোকে ৫-১ উড়িয়ে দিল লিভারপুল। শেষ মিনিটের পেনাল্টিতে সুয়ারেজের করা গোলে মিলানকে ২-১ হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ।

PARADIP GHOSH