New Business Ideas: মোটেই অবহেলা নয়! বিনা পুঁজির এই ব্যবসায় মাসে ন্যূনতম ১০,০০০ আয়! মহিলারা আজই শুরু করুন

*গৃহসজ্জায় নতুনত্ব বরাবরই আকর্ষণীয় সকলের কাছে। নিত্যনতুন ডিজাইনের আলো কিংবা বাহারী সাজে মজেছে সকলে। আর তাতেই গ্রামের ঘরে ঘরে মহিলারা হাজার হাজার টাকা রোজগার করছেন।
*গৃহসজ্জায় নতুনত্ব বরাবরই আকর্ষণীয় সকলের কাছে। নিত্যনতুন ডিজাইনের আলো কিংবা বাহারী সাজে মজেছে সকলে। আর তাতেই গ্রামের ঘরে ঘরে মহিলারা হাজার হাজার টাকা রোজগার করছেন।
*বর্তমানে নানা ইউনিক জিনিস দিয়ে ঘর সাজানো কিংবা অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল সাজানো হচ্ছে। কিন্তু সেই ইউনিক জিনিসই তৈরি হচ্ছে ফেলে দেওয়া নানান জিনিস থেকে। বাড়ির মহিলারাই তৈরি করছেন নানান ধরনের বল, স্প্রিং, ফুল-সহ নানা জিনিস এবং যা তৈরি হচ্ছে কলমি গাছ থেকে।
*বর্তমানে নানা ইউনিক জিনিস দিয়ে ঘর সাজানো কিংবা অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল সাজানো হচ্ছে। কিন্তু সেই ইউনিক জিনিসই তৈরি হচ্ছে ফেলে দেওয়া নানান জিনিস থেকে। বাড়ির মহিলারাই তৈরি করছেন নানান ধরনের বল, স্প্রিং, ফুল-সহ নানা জিনিস এবং যা তৈরি হচ্ছে কলমি গাছ থেকে।
*খালের ধারে কিংবা নদীর পাড়ে অযত্নে বেড়ে ওঠা কলমির গাছের ব্যবহার হচ্ছে, তেমনই বাড়িতে অবসর সময়ে নানান জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন গ্রামের মহিলারা।
*খালের ধারে কিংবা নদীর পাড়ে অযত্নে বেড়ে ওঠা কলমির গাছের ব্যবহার হচ্ছে, তেমনই বাড়িতে অবসর সময়ে নানান জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন গ্রামের মহিলারা।
*পশ্চিম মেদিনীপুরে দাঁতন ২ ব্লকের কড়িয়া গ্রামের অধিকাংশ বাড়িতেই মহিলারা তৈরি করছেন কলমির বল, স্প্রিং-সহ নানা উপকরণ।
*পশ্চিম মেদিনীপুরে দাঁতন ২ ব্লকের কড়িয়া গ্রামের অধিকাংশ বাড়িতেই মহিলারা তৈরি করছেন কলমির বল, স্প্রিং-সহ নানা উপকরণ।
*বাড়িতে বসে ঘরের নানা কাজ সামলে হাতের এই কাজ করে মাসে প্রায় ১০,০০০ টাকাও রোজগার করছেন তারা।
*বাড়িতে বসে ঘরের নানা কাজ সামলে হাতের এই কাজ করে মাসে প্রায় ১০,০০০ টাকাও রোজগার করছেন তারা।
*এক গৃহবধূ মালতি সাউ বলেন, প্রতিদিন পরিবার সামলে এই কাজ করে মাসিক প্রায় দশ হাজার টাকা পর্যন্ত রোজগার হয়।
*এক গৃহবধূ মালতি সাউ বলেন, প্রতিদিন পরিবার সামলে এই কাজ করে মাসিক প্রায় দশ হাজার টাকা পর্যন্ত রোজগার হয়।