উত্তর দিনাজপুর: হাত নয়,মেশিন দিয়ে তৈরি হচ্ছে একের পর এক প্রদীপ। মেশিন দিয়ে তৈরি প্রদীপের চাহিদা বাড়ছে। মেশিন দিয়ে একদিনেই ৪০০ থেকে ৫০০ টি প্রদীপ তৈরি হচ্ছে। প্রদীপ ছাড়া অম্পূণ দীপাবলি৷ তাই যতই এলইডি লাইট বাজার দখল করুক না কেন! দীপাবলীর সময় মাটির প্রদীপের চাহিদাই আলাদা। তবে এবার টেরাকোটার পাশাপাশি মেশিন দিয়ে তৈরি প্রদীপের চাহিদা বৃদ্ধি পেয়েছে জেলায়।
আরও পড়ুনঃ ভোর রাতে ‘বন্ধুকে’ বাড়ি থেকে ডেকে নিয়ে কোপ! চলল গুলিও! রক্তারক্তি কাণ্ড শিয়ালদহতে
রায়গঞ্জে মেশিনে তৈরি এই মাটির প্রদীপ পাড়ি দিচ্ছে বিভিন্ন জায়গায় ৷ তাই চাহিদা মেটাতে রাত দিন এক করে মাটির প্রদীপ বানাচ্ছেন মৃৎশিল্পীরা। রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জের পালপাড়া যেখানে সারা বছর প্রদীপের চাহিদা খুব একটা না থাকলেও দীপাবলির সময় মাটির তৈরি প্রদীপের চাহিদা বৃদ্ধি পায় প্রায় ১০ গুণ। সেই চাহিদা মেটাতে হাতে নয় মেশিনে তৈরি হচ্ছে মাটির প্রদীপ। মাটি গুলোকে ভাল করে শুকিয়ে প্রদীপ তৈরি করার ডাইস এর সাহায্যে নিমিষে তৈরি হয়ে যাচ্ছে এই প্রদীপগুলো। জানা যায়, এই প্রদীপ তৈরির মেশিনগুলোর দাম ৫০থেকে ৬০ হাজার টাকা। সারাদিনে বাড়ির কাজ সামলে মহিলারা ৪ ঘন্টায় হাজার হাজার প্রদীপ তৈরি করছেন।
প্রদীপ কারখানার মালিক সুমিত সাহা জানান, বাইরে থেকে প্রদীপ তৈরির মেশিন কিনে এনে কারখানায় এই প্রদীপ গুলো তৈরি হচ্ছে।
কালী পুজোর সময় কাজের চাপ বেশি। তবে, হাতে তৈরির থেকে মেশিনে তৈরি আরও সহজ৷ কালীপুজো উপলক্ষে ২৪ জন কারিগর দিয়ে প্রদীপ তৈরি করা হচ্ছে। তার মধ্যে ২১ জন মহিলা কারিগর। কালীপুজো উপলক্ষে এই প্রদীপগুলো এক টাকা থেকে ২০০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। এই প্রদীপ তৈরি করেই ইতিমধ্যে লাভের মুখ দেখছেন কারিগররা।
পিয়া গুপ্তা