New Business Idea: রাস্তার ধারে সহজেই পাওয়া যায়, শুরু করুন এই জিনেসের ব্যবসা হবে টাকার বৃষ্টি !

ইংরেজি নাম
ইংরেজি নাম “মিল্কউইড”। পাওয়া যায় ফ্রিতে। প্রকৃতিতে চোখ কান খোলা রাখলেই পাবেন এই ফুল।
রাস্তার ধারে সারা বছর ফুটে থাকে এই ফুল। পড়ে থাকে অবহেলায়। অনায়াসে শুরু করা যেতে পারে একটি ব্যবসা
রাস্তার ধারে সারা বছর ফুটে থাকে এই ফুল। পড়ে থাকে অবহেলায়। অনায়াসে শুরু করা যেতে পারে একটি ব্যবসা।
বাংলা ভাষায় এই ফুলের নাম আকন্দ ফুল। বিষাক্ত এই ফুলের মালা প্রিয় ভোলেবাবা ভক্তদের।
বাংলা ভাষায় এই ফুলের নাম আকন্দ ফুল। বিষাক্ত এই ফুলের মালা প্রিয় ভোলেবাবা ভক্তদের।
অনেকেই রয়েছেন যারা প্রকৃতিতে বিনামূল্যে পাওয়া এই ফুল ব্যবহার করে করছেন দারুন ব্যবসা।
অনেকেই রয়েছেন যারা প্রকৃতিতে বিনামূল্যে পাওয়া এই ফুল ব্যবহার করে করছেন দারুণ ব্যবসা।
চৈত্র থেকে বৈশাখ মাস পর্যন্ত আকন্দের মালার চাহিদা বাড়ে। তারপর শ্রাবণ মাসে দেখা যায় বিপুল চাহিদা। সারা বছর মালাবদল করতে প্রয়োজন হয় এই ফুলের মালা
চৈত্র থেকে বৈশাখ পর্যন্ত আকন্দের মালার চাহিদা বাড়ে। তারপর শ্রাবণ মাসে দেখা যায় বিপুল চাহিদা। সারা বছর মালা বদল করতে প্রয়োজন হয় এই ফুলের মালা।
ফুল ব্যবসায়ী সন্তোষ দেঘরিয়া জানান,
ফুলের ব্যবসায়ী সন্তোষদে দেঘরিয়া জানান, “সিজন এবং অফসিজন মিলিয়ে গড়ে প্রতিদিন ঠিকভাবে কাজ করলে ২০০ থেকে ২৫০ টাকা উপার্জন করা যায়। এই ফুলের মালা তৈরি করে।”