আসবাবের ব্যবসা

New Business Idea: কম সময়ে প্রচুর আয়ের সুযোগ, ব্যবসার জগতে নয়া অধ্যয়! স্বল্প পুঁজিতেই ব্যাপক লাভের মুখ দেখবেন

*বাঁশের ফার্নিচারে মনোমুগ্ধ মানুষের! এবার হয়ত বাম্বু জামানার শুরু। কাঠ বা স্টিলের আসবাবপত্র হতে চলেছে অতীত। ক্রেতা-বিক্রেতা উভয় দারুন আগ্রহী হয়ে উঠেছে বাঁশের তৈরি জিনিসে। বাঁশ দিয়ে বিভিন্ন হাতের কাজ তৈরি হয়, যা মানুষের বেশ আকর্ষণের। সেই দিক থেকে এই বাঁশের আসবাবপত্রও ধীরে ধীরে দারুন পছন্দের হয়ে উঠেছে মানুষের। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। ফাইল ছবি। 
*বাঁশের ফার্নিচারে মনোমুগ্ধ মানুষের! এবার হয়ত বাম্বু জামানার শুরু। কাঠ বা স্টিলের আসবাবপত্র হতে চলেছে অতীত। ক্রেতা-বিক্রেতা উভয় দারুন আগ্রহী হয়ে উঠেছে বাঁশের তৈরি জিনিসে। বাঁশ দিয়ে বিভিন্ন হাতের কাজ তৈরি হয়, যা মানুষের বেশ আকর্ষণের। সেই দিক থেকে এই বাঁশের আসবাবপত্রও ধীরে ধীরে দারুন পছন্দের হয়ে উঠেছে মানুষের। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। ফাইল ছবি।
*এক সময়ে কাঠের ফার্নিচারের কোনও বিকল্প ছিল না মানুষের কাছে, কাঠের চড়া দাম বৃদ্ধি এবং কাঠের জোগানের অভাবে স্টিলের দিকে ঝোঁকে মানুষ। স্টিলের আসবাবপত্র প্রচুর ব্যবহার হলেও কাঠের তৈরি ফার্নিচারের সমতুল্য নয়। ফাইল ছবি। 
*এক সময়ে কাঠের ফার্নিচারের কোনও বিকল্প ছিল না মানুষের কাছে, কাঠের চড়া দাম বৃদ্ধি এবং কাঠের জোগানের অভাবে স্টিলের দিকে ঝোঁকে মানুষ। স্টিলের আসবাবপত্র প্রচুর ব্যবহার হলেও কাঠের তৈরি ফার্নিচারের সমতুল্য নয়। ফাইল ছবি।
*কিন্তু এই বাঁশ দিয়ে তৈরি ফার্নিচার কাঠের বিকল্প বলেই মনে করছেন অনেকে। কম খরচ দীর্ঘদিন টেকসই এবং পরিবেশ রক্ষার উপযোগী এই বাঁশ। বাঁশ দিয়ে তৈরি হচ্ছে চেয়ার টেবিল শো-কেস, সোফা, টুল, থালা, বাটি, গ্লাস, বাসন, চামচ, ফ্লাওয়ার, ভেস্ট মেমেন্টো, ওয়াল হ্যাঙ্গিং, ইন্টিরিয়র ডেকোরেশন সবমিলিয়ে হাজারও জিনিস তৈরি হচ্ছে এই বাঁশ দিয়ে। ফাইল ছবি। 
*কিন্তু এই বাঁশ দিয়ে তৈরি ফার্নিচার কাঠের বিকল্প বলেই মনে করছেন অনেকে। কম খরচ দীর্ঘদিন টেকসই এবং পরিবেশ রক্ষার উপযোগী এই বাঁশ। বাঁশ দিয়ে তৈরি হচ্ছে চেয়ার টেবিল শো-কেস, সোফা, টুল, থালা, বাটি, গ্লাস, বাসন, চামচ, ফ্লাওয়ার, ভেস্ট মেমেন্টো, ওয়াল হ্যাঙ্গিং, ইন্টিরিয়র ডেকোরেশন সবমিলিয়ে হাজারও জিনিস তৈরি হচ্ছে এই বাঁশ দিয়ে। ফাইল ছবি।
*এই সমস্ত জিনিস মানুষের ঘরে ঘরে দারুনভাবে ব্যবহার হচ্ছে। ফার্নিচারের দিক থেকে এই বাঁশের তৈরি আসবাবপত্র দারুন টেকসই স্বাস্থ্যসম্মত ভাবে ব্যবহারযোগ্য বেড়েছে। একইসঙ্গে আরামদায়কও বটে বাঁশের আসবাবপত্র। ফাইল ছবি। 
*এই সমস্ত জিনিস মানুষের ঘরে ঘরে দারুনভাবে ব্যবহার হচ্ছে। ফার্নিচারের দিক থেকে এই বাঁশের তৈরি আসবাবপত্র দারুন টেকসই স্বাস্থ্যসম্মত ভাবে ব্যবহারযোগ্য বেড়েছে। একইসঙ্গে আরামদায়কও বটে বাঁশের আসবাবপত্র। ফাইল ছবি।
*কাঠের তৈরি ফার্নিচারের থেকে দামও কম। জেলাতে এই ফার্নিচারের বেশ চাহিদাও রয়েছে বর্তমানে। কাঠের ফার্নিচারের বিকল্প হিসেবে দারুণ চাহিদা আরামদায়ক এবং সাশ্রয়ী এটি। মূলত আসবাবপত্র উপযোগী কাঠ পেতে হলে একটি গাছ তৈরি করতে সময় লাগে ২৫-৪০ বছর। সেদিক থেকে বাঁশ মাত্র ৩-৪ বছরে ফার্নিচার তৈরির উপযোগী হয়ে ওঠে। ফাইল ছবি। 
*কাঠের তৈরি ফার্নিচারের থেকে দামও কম। জেলাতে এই ফার্নিচারের বেশ চাহিদাও রয়েছে বর্তমানে। কাঠের ফার্নিচারের বিকল্প হিসেবে দারুণ চাহিদা আরামদায়ক এবং সাশ্রয়ী এটি। মূলত আসবাবপত্র উপযোগী কাঠ পেতে হলে একটি গাছ তৈরি করতে সময় লাগে ২৫-৪০ বছর। সেদিক থেকে বাঁশ মাত্র ৩-৪ বছরে ফার্নিচার তৈরির উপযোগী হয়ে ওঠে। ফাইল ছবি।
*কাঠের পরিবর্তে বাঁশের ফার্নিচার ব্যবহার বাড়লে পরিবেশের পক্ষেও শুভ। এ প্রসঙ্গে বাঁশ ফার্নিচার মেকার ও ইঞ্জিনিয়ার দেবজ্যোতি শর্মা জানান, বাঁশ দিয়ে হাজারও জিনিস তৈরি করা যায়। বর্তমান সময়ের দারুণ চাহিদা রয়েছে এই বাঁশের তৈরি জিনিসের। ফাইল ছবি। 
*কাঠের পরিবর্তে বাঁশের ফার্নিচার ব্যবহার বাড়লে পরিবেশের পক্ষেও শুভ। এ প্রসঙ্গে বাঁশ ফার্নিচার মেকার ও ইঞ্জিনিয়ার দেবজ্যোতি শর্মা জানান, বাঁশ দিয়ে হাজারও জিনিস তৈরি করা যায়। বর্তমান সময়ের দারুণ চাহিদা রয়েছে এই বাঁশের তৈরি জিনিসের। ফাইল ছবি।
*গৃহস্থ বাড়িতে ব্যবহারের যোগ্য জিনিস পাশাপাশি হোটেল বা রেস্তোরাঁর ডেকোরেশন এবং চেয়ার টেবিল থালা বাসনের ক্ষেত্রে দারুণভাবে বাঁশ ব্যবহার হচ্ছে। ফাইল ছবি।
*গৃহস্থ বাড়িতে ব্যবহারের যোগ্য জিনিস পাশাপাশি হোটেল বা রেস্তোরাঁর ডেকোরেশন এবং চেয়ার টেবিল থালা বাসনের ক্ষেত্রে দারুণভাবে বাঁশ ব্যবহার হচ্ছে। ফাইল ছবি।