New Business Ideas: মাত্র ৫০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় হবে ৪০ হাজার টাকা

ব্যবসা মানেই পুঁজি। অনেকেই মনে করেন এমনটা। তাঁরা বলেন, “টাকা ছাড়া ব্যবসা হবে কী করে? কাঁচামাল আসবে কোথা থেকে?” কথাটা সত্যি। ব্যবসার জন্য টাকার দরকার। কিন্তু অনেক টাকার দরকার, তা কিন্তু নয়। আসল জিনিস হল ‘আইডিয়া’।
ব্যবসা মানেই পুঁজি। অনেকেই মনে করেন এমনটা। তাঁরা বলেন, “টাকা ছাড়া ব্যবসা হবে কী করে? কাঁচামাল আসবে কোথা থেকে?” কথাটা সত্যি। ব্যবসার জন্য টাকার দরকার। কিন্তু অনেক টাকার দরকার, তা কিন্তু নয়। আসল জিনিস হল ‘আইডিয়া’।
অনেক টাকা আছে। কিন্তু ব্যবসায়িক ধারণা বা সঠিক আইডিয়া নেই। তাহলে পুঁজি লাগানো হবে কোথায়? তখন ব্যবসা ডুবতে সময় লাগবে না। আবার ব্যবসা চালানোর জন্য সঠিক কৌশলও রপ্ত করতে হয়। সবটাই নির্ভর করে আইডিয়ার উপর।
অনেক টাকা আছে। কিন্তু ব্যবসায়িক ধারণা বা সঠিক আইডিয়া নেই। তাহলে পুঁজি লাগানো হবে কোথায়? তখন ব্যবসা ডুবতে সময় লাগবে না। আবার ব্যবসা চালানোর জন্য সঠিক কৌশলও রপ্ত করতে হয়। সবটাই নির্ভর করে আইডিয়ার উপর।
মাত্র ৫০০ টাকা দিয়েই অনেক ব্যবসা শুরু করা যায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বড় পুঁজির দরকার নেই। জায়গাও বিশেষ লাগবে না। শুধু সঠিক পথে এগিয়ে যেতে হবে। তাহলে মোট টাকা আয় হবে সহজেই। অনেকেই এভাবে মাস গেলে ভাল টাকা রোজগারও করছেন।
মাত্র ৫০০ টাকা দিয়েই অনেক ব্যবসা শুরু করা যায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বড় পুঁজির দরকার নেই। জায়গাও বিশেষ লাগবে না। শুধু সঠিক পথে এগিয়ে যেতে হবে। তাহলে মোট টাকা আয় হবে সহজেই। অনেকেই এভাবে মাস গেলে ভাল টাকা রোজগারও করছেন।
কোন ব্যবসার কথা বলা হচ্ছে? এটা হল তেঁতুল মিছরির ব্যবসা। মুখশুদ্ধির চাহিদা সবসময় থাকে। পুজোপার্বণ বা উৎসব অনুষ্ঠানে চাহিদা বাড়ে। এই ব্যবসা করে প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব।
কোন ব্যবসার কথা বলা হচ্ছে? এটা হল তেঁতুল মিছরির ব্যবসা। মুখশুদ্ধির চাহিদা সবসময় থাকে। পুজোপার্বণ বা উৎসব অনুষ্ঠানে চাহিদা বাড়ে। এই ব্যবসা করে প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব।
তেঁতুল মিছরি কম খরচে লাভজনক ব্যবসা। ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজি লাগবে না। কম টাকা দিয়েই শুরু করা যাবে। আর সর্বত্রই এর চাহিদা, বিশেষ করে ছোটরা তো খুব পছন্দ করে। এই ব্যবসা শুরু করতে কিছু কাঁচামাল প্রয়োজন। সেগুলো হল – চিনি, সিদ্ধ আলু, নুন এবং শুকনো আমের গুঁড়ো। ব্যস। এই দিয়েই তৈরি হয়ে যাবে তেঁতুল মিছরি।
তেঁতুল মিছরি কম খরচে লাভজনক ব্যবসা। ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজি লাগবে না। কম টাকা দিয়েই শুরু করা যাবে। আর সর্বত্রই এর চাহিদা, বিশেষ করে ছোটরা তো খুব পছন্দ করে। এই ব্যবসা শুরু করতে কিছু কাঁচামাল প্রয়োজন। সেগুলো হল – চিনি, সিদ্ধ আলু, নুন এবং শুকনো আমের গুঁড়ো। ব্যস। এই দিয়েই তৈরি হয়ে যাবে তেঁতুল মিছরি।
সবগুলো উপাদানই বাজার থেকে সস্তায় কিনতে পাওয়া যায়। শুধু সঠিক পরিমাণে মেখে তৈরি করতে হবে। খরচ পড়বে বড়জোর ৫০০ থেকে ৬০০ টাকা। এরপর ছোট ছোট কৌটোয় ভরে বিক্রি করতে হবে। এবার কত লাভ হতে পারে দেখে নেওয়া যাক।
সবগুলো উপাদানই বাজার থেকে সস্তায় কিনতে পাওয়া যায়। শুধু সঠিক পরিমাণে মেখে তৈরি করতে হবে। খরচ পড়বে বড়জোর ৫০০ থেকে ৬০০ টাকা। এরপর ছোট ছোট কৌটোয় ভরে বিক্রি করতে হবে। এবার কত লাভ হতে পারে দেখে নেওয়া যাক।
হিসাব অনুযায়ী, এক কেজি তেঁতুল মিছরি তৈরি করতে খরচ পড়বে ১০০ টাকা। সেটা বাজারে ১৩০ টাকা থেকে ১৪০ টাকা দামে সহজেই বিক্রি করা যায়। এভাবেই প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা রোজগার করা যায়। ব্যবসা বাড়লে লাভও বাড়বে। এই ব্যবসা থেকে প্রতিদিন ২ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত লাভের সম্ভাবনা রয়েছে।
হিসাব অনুযায়ী, এক কেজি তেঁতুল মিছরি তৈরি করতে খরচ পড়বে ১০০ টাকা। সেটা বাজারে ১৩০ টাকা থেকে ১৪০ টাকা দামে সহজেই বিক্রি করা যায়। এভাবেই প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা রোজগার করা যায়। ব্যবসা বাড়লে লাভও বাড়বে। এই ব্যবসা থেকে প্রতিদিন ২ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত লাভের সম্ভাবনা রয়েছে।